রেশন দুর্নীতির চার্জশিটে জ্যোতিপ্রিয়র 'গোপন চিঠি'!

Ration Scan Case: ১০ লক্ষ টাকা ‘ইন্টারেস্ট’ ধান বিক্রিতে…? রেশন দুর্নীতির চার্জশিটে জ্যোতিপ্রিয়র ‘গোপন চিঠি’! ঘুরবে মামলার মোড়?

কলকাতা: রেশন দুর্নীতির তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জ্যোতিপ্রিয়র ‘চিঠি’। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ট দেগঙ্গার দুই ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। সেই চার্জশিটে এবার অফিসিয়ালি জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠির উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, বিতর্কিত এই চিঠিতে বেশ কয়েকজনের থেকে টাকা নেওয়ার কথা লিখেছিলেন জ্যোতিপ্রিয়। সেই চিঠির সূত্র ধরেই পরে গ্রেফতার হন দেগঙ্গার দুই ব্যবসায়ী আনিসূর ও আলিফ। সূত্রের খবর, এই চিঠিতেই উল্লেখ ছিল মুকুলের নাম। অর্থাৎ আলিফ নূর যার থেকে ইন্টারেস্ট বাবদ ১০ লক্ষ টাকা পেতেন জ্যোতিপ্রিয় মল্লিক। অন্তত তেমনটাই দাবি ইডির। রেশন দুর্নীতির তদন্তে ইডির দাবি, সরকারি ধান বিক্রির যে টাকা নয়ছয় হয়েছে, তার ইন্টারেস্ট বাবদ ওই টাকা তৎকালীন খাদ্যমন্ত্রীকে দেওয়ার রফা হয়েছিল।

আরও পড়ুন: চুল উঠে মাথা গড়ের মাঠ…? ৫ ‘গাছেই’ লুকিয়ে সমাধান! ঘাসের মতো গজাবে ছোট ছোট চুল! ক’দিনেই দেখুন তফাৎ! লুক চেঞ্জ, গ্যারান্টি!

গতবছর এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় মেয়ের হাতে নিজের হাতে লেখা একটি চিঠি দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয়র মেয়ের হাত থেকে সেই চিঠি বাজেয়াপ্ত করে নিরাপত্তায় থাকা সিআরপিএফ। এই চিঠিতেই নাম ছিল শঙ্কর আঢ্য, শেখ শাহজাহানেরও। এই চিঠি নিয়ে এর আগে একাধিক বার ইডি কোর্টে শঙ্কর আঢ্যর আইনজীবী অভিযোগ করেছিলেন যে চিঠি কেন অফিসিয়াল মামলার ডকুমেন্ট করছে না ইডি। এবার সেই চিঠি জুড়ল ইডির চার্জশিটে।