Tag Archives: Scam

iPhone Password Reset: আইফোনে পাসওয়ার্ড রিসেটের মেসেজ আসছে? সাবধান

অ্যাপল গ্রাহকরা একটি নতুন ধরনের অনলাইন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেখানে স্ক্যামাররা তাঁদের ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করছে। এই স্ক্যামাররা নতুন কৌশল ব্যবহার করে ব্যবহারকারীদের তাঁদের অ্যাপলের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য প্রতারণা করছে, যা তাঁদের ডিভাইস এবং ডেটার নিয়ন্ত্রণ হারানোর মতো গুরুতর সমস্যার কারণ হতে পারে। এটি কীভাবে কাজ করে তা এখানে আমরা আলোচনা করব।

স্ক্যামাররা এক্ষেত্রে ব্যবহারকারীদের এমন ই-মেল বা মেসেজ পাঠায় যা দেখে মনে হয় সেগুলি হুবহু অ্যাপলের থেকে এসেছে। ব্যবহারকারীদের কাছে দাবি করা হয় যে প্রাপকের অ্যাকাউন্ট বিপদে রয়েছে এবং অবিলম্বে মনোযোগ দেওয়া প্রয়োজন। এরা ব্যবহারকারীদের আতঙ্কিত করে এবং দ্রুত কাজ করার জন্য ভীতিকর ভাষা ব্যবহার করে।

ক্রেবসনসিকিউরিটির একটি প্রতিবেদন অনুসারে, অনেকেই এই টোপে পা দেন এবং মেসেজটিতে ক্লিক করার পরে, ব্যবহারকারীদের একটি জাল ওয়েবসাইটের দিকে পরিচালিত করা হয় যা দেখতে ঠিক অ্যাপলের অফিসিয়াল সাইটের মতো। এখানে, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সহ তাঁদের লগইন তথ্য লিখতে বলা হয়। অজান্তেই, ব্যবহারকারীরা তাঁদের মূল্যবান তথ্য স্ক্যামারদের হাতে তুলে দেন।

আরও পড়ুন: প্রথম ও দ্বিতীয় সন্তানের মধ্যে বয়সের তফাত কত হওয়া উচিত? বিশেষজ্ঞদের মত জানুন

কিন্তু প্রতারণা সেখানেই থামে না। কিছু ভুক্তভোগী তাঁদের অ্যাপল ডিভাইসে নোটিফিকেশনের বন্যা হওয়ার কথা জানিয়েছেন, যা তাঁদের একটি পাসওয়ার্ড রিসেট বা লগইন অনুমোদন করতে বলছে। এতে ডিভাইস ব্যবহার প্রায় অসম্ভব হয়ে ওঠে।

স্ক্যামাররা তখন ব্যবহারকারীকে ফোন করে, অ্যাপল সাপোর্টার হওয়ার ভান করে। তারা দাবি করে যে ব্যবহারকারীর অ্যাকাউন্ট অ্যাটাকের অধীনে রয়েছে এবং এটি রক্ষা করার জন্য তাদের কিছু তথ্য যাচাই করতে হবে। এর জন্য তারা স্পুফড কলার আইডি ব্যবহার করে।

ভিকটিমদের আস্থা অর্জনের জন্য, স্ক্যামাররা PeopleDataLabs-এর মতো উৎস থেকে প্রাপ্ত ব্যক্তিগত তথ্য ব্যবহার করে। এই তথ্য ব্যবহার করা হলে ব্যবহারকারীরা তা বৈধ বলে মনে করেন।

এই স্ক্যামের কথা এক ব্যবহারকারী তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অ্যাপল সাপোর্টার বলে দাবি করে এমন একজনের কাছ থেকে তিনি কল পান। তার আগে অবশ্য তাঁর ফোনে প্রচুর নোটিফিকেশন আসতে শুরু করে। এই স্ক্যামারদের চূড়ান্ত লক্ষ্য হল টেক্সট মেসেজের মাধ্যমে তাদের ডিভাইসে পাঠানো কোড চাওয়া। সফল হলে, স্ক্যামাররা ভিকটিমের অ্যাপল আইডি পাসওয়ার্ড রিসেট করতে এবং সম্ভাব্য ভাবে তাঁদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে এই কোডটি ব্যবহার করে।

এই ধূর্ত স্ক্যামারদের থেকে নিজেকে রক্ষা করতে ব্যবহারকারী কী করতে পারেন? প্রথম কাজ হল যে, কোনও অযাচিত ই-মেল বা মেসেজকে অ্যাপেল থেকে পাঠানো বলে মনে না করা। সর্বদা প্রেরকের ই-মেল আইডি বা যে ওয়েবসাইটে যেতে বলা হয়েছে তার URL দুবার চেক করা৷ যদি কিছু সন্দেহজনক বলে মনে হয়, তবে এর থেকে দূরে থাকা দরকার। মনে রাখতে হবে যে, অ্যাপল কখনই ফোনে বা ই-মেলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড দিতে বলবে না।

Scam-OTP: আর OTP-র ঝামেলা থাকবে না! টাকা চুরি আটকাতে নতুন ব্যবস্থা রিজার্ভ ব্যাঙ্কের! এখুনি জানুন

ডিজিটাল জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ করছে রিজার্ভ ব্যাঙ্ক। ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি-র বদলে আসতে চলেছে নয়া প্রযুক্তি। ডিজিটাল পেমেন্ট অথেন্টিকেশনের জন্য ওটিপি গুরুত্বপূর্ণ। কিন্তু স্ক্যামাররা ওটিপি হাতিয়ে নিয়ে প্রতারণা করে। লোপাট করে দেয় অ্যাকাউন্টের টাকা।
ডিজিটাল জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ করছে রিজার্ভ ব্যাঙ্ক। ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি-র বদলে আসতে চলেছে নয়া প্রযুক্তি। ডিজিটাল পেমেন্ট অথেন্টিকেশনের জন্য ওটিপি গুরুত্বপূর্ণ। কিন্তু স্ক্যামাররা ওটিপি হাতিয়ে নিয়ে প্রতারণা করে। লোপাট করে দেয় অ্যাকাউন্টের টাকা।
তাই প্রতারকদের খপ্পর থেকে গ্রাহকদের বাঁচাতে নয়া বিকল্প আনার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক। এক্ষেত্রে স্মার্টফোন অথেন্টিকেশন অ্যাপ বা বায়োমেট্রিক সেন্সরের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। তবে ওটিপি-র বিকল্প হিসেবে কোন প্রযুক্তি রিজার্ভ ব্যাঙ্ক ব্যবহার করতে চলেছে, সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
তাই প্রতারকদের খপ্পর থেকে গ্রাহকদের বাঁচাতে নয়া বিকল্প আনার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক। এক্ষেত্রে স্মার্টফোন অথেন্টিকেশন অ্যাপ বা বায়োমেট্রিক সেন্সরের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। তবে ওটিপি-র বিকল্প হিসেবে কোন প্রযুক্তি রিজার্ভ ব্যাঙ্ক ব্যবহার করতে চলেছে, সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
তবে কিছুদিনের মধ্যে এসএমএস ভিত্তিক ওটিপি যে উঠে যাবে এটা একপ্রকার নিশ্চিত। অথেন্টিকেশনের অন্যান্য বিকল্প থাকলে গ্রাহকরা আরও নিশ্চিন্তে পেমেন্ট বা লেনদেন করতে পারবেন।
তবে কিছুদিনের মধ্যে এসএমএস ভিত্তিক ওটিপি যে উঠে যাবে এটা একপ্রকার নিশ্চিত। অথেন্টিকেশনের অন্যান্য বিকল্প থাকলে গ্রাহকরা আরও নিশ্চিন্তে পেমেন্ট বা লেনদেন করতে পারবেন।
হ্যাকাররাও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। ওয়ান টাইম পাসওয়ার্ড যে পুরোপুরি সুরক্ষিত নয়, তা আগেও একাধিকবার প্রমাণিত হয়েছে। এক্স (পূর্বে ট্যুইটার নামে পরিচিত) এসএমএস ভিত্তিক যাচাইকরণ প্রক্রিয়া আগেই সরিয়ে দিয়েছে। ইউজারদের এখন অ্যাপে লগ ইন করার জন্য অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করতে হয়।
হ্যাকাররাও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। ওয়ান টাইম পাসওয়ার্ড যে পুরোপুরি সুরক্ষিত নয়, তা আগেও একাধিকবার প্রমাণিত হয়েছে। এক্স (পূর্বে ট্যুইটার নামে পরিচিত) এসএমএস ভিত্তিক যাচাইকরণ প্রক্রিয়া আগেই সরিয়ে দিয়েছে। ইউজারদের এখন অ্যাপে লগ ইন করার জন্য অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করতে হয়।
নিরাপত্তা কম তো বটেই। তাছাড়া ওটিপি ব্যবহারে আরও অনেক সমস্যা রয়েছে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। ওটিপি-র বদলে ব্যাঙ্কগুলি এমপিআইএন ব্যবহার করতে পারে। ইউপিআই পেমেন্ট করার সময় যেমন বিশেষ নম্বর ব্যবহার করা হয়, ঠিক সেরকম।

নিরাপত্তা কম তো বটেই। তাছাড়া ওটিপি ব্যবহারে আরও অনেক সমস্যা রয়েছে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। ওটিপি-র বদলে ব্যাঙ্কগুলি এমপিআইএন ব্যবহার করতে পারে। ইউপিআই পেমেন্ট করার সময় যেমন বিশেষ নম্বর ব্যবহার করা হয়, ঠিক সেরকম।
ওটিপি-র বদলে অন্য অথেন্টিকেশন অ্যাপ ব্যবহারের জন্য ইকোসিস্টেমেরও বড় পরিবর্তন প্রয়োজন। তবে এর ফলে যাঁরা এখনও ফিচার ফোন ব্যবহার করেন, যাতে অ্যাপ সাপোর্ট করে না, তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন অনেকে।
ওটিপি-র বদলে অন্য অথেন্টিকেশন অ্যাপ ব্যবহারের জন্য ইকোসিস্টেমেরও বড় পরিবর্তন প্রয়োজন। তবে এর ফলে যাঁরা এখনও ফিচার ফোন ব্যবহার করেন, যাতে অ্যাপ সাপোর্ট করে না, তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন অনেকে।
রিজার্ভ ব্যাঙ্ককে এই সমস্ত দিক বিবেচনা করেই নতুন বিকল্প ব্যবস্থা নিয়ে আসতে হবে। যাতে শুধু অ্যাপের অ্যাক্সেস রয়েছে এমন ডিভাইস নয়, সবাই ব্যবহার করতে পারেন। কবে নতুন অথেন্টিকেশন অ্যাপ চালু হবে এখনও জানা যায়নি। তবে এই বদল যে আসতে চলেছে, এবং সুরক্ষার জন্য প্রয়োজনও, সে কথা অস্বীকার করা যায় না।
রিজার্ভ ব্যাঙ্ককে এই সমস্ত দিক বিবেচনা করেই নতুন বিকল্প ব্যবস্থা নিয়ে আসতে হবে। যাতে শুধু অ্যাপের অ্যাক্সেস রয়েছে এমন ডিভাইস নয়, সবাই ব্যবহার করতে পারেন। কবে নতুন অথেন্টিকেশন অ্যাপ চালু হবে এখনও জানা যায়নি। তবে এই বদল যে আসতে চলেছে, এবং সুরক্ষার জন্য প্রয়োজনও, সে কথা অস্বীকার করা যায় না।

Hacking: ফোনে কথা বলার সময় এই ৩টি ভুল করলেই সর্বনাশ! চুরি হয়ে যেতে পারে ব্যাঙ্কের সব টাকা!

আজকাল আমরা প্রতিদিনই হ্যাকিং সংক্রান্ত কিছু না কিছু খবর শুনতে পাই। প্রতারকরা ক্রমাগত নতুন নতুন কৌশল নিয়ে আসে, যাতে নতুন ভাবে হ্যাকিং করা যায়। আমরা ইন্টারনেট জগতের সব কিছুর উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে, এটি ছাড়া এখন কোনও কাজই করা যায় না। তাই কেউ হ্যাকিংয়ের শিকার যাতে না হন, তার জন্য কিছু জিনিস বিশেষ ভাবে মনে রাখা উচিত।
আজকাল আমরা প্রতিদিনই হ্যাকিং সংক্রান্ত কিছু না কিছু খবর শুনতে পাই। প্রতারকরা ক্রমাগত নতুন নতুন কৌশল নিয়ে আসে, যাতে নতুন ভাবে হ্যাকিং করা যায়। আমরা ইন্টারনেট জগতের সব কিছুর উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে, এটি ছাড়া এখন কোনও কাজই করা যায় না। তাই কেউ হ্যাকিংয়ের শিকার যাতে না হন, তার জন্য কিছু জিনিস বিশেষ ভাবে মনে রাখা উচিত। photo source collected
বর্তমানে হ্যাকাররা এতটাই চতুর হয়ে উঠছে যে, তারা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এবং ফোন করে টাকা আদায় করতে কোনও কসরতই বাকি রাখে না।photo source collected
বর্তমানে হ্যাকাররা এতটাই চতুর হয়ে উঠছে যে, তারা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এবং ফোন করে টাকা আদায় করতে কোনও কসরতই বাকি রাখে না।photo source collected
সম্প্রতি এমন অনেক ঘটনা সামনে এসেছে। যেখানে ফোনে কথা বলা অবস্থায় ব্যবহারকারীর অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে। অতএব যাঁরা হ্যাকিংয়ের মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে চান, তাঁদের কল করার সময় কিছু জিনিসের বিশেষ যত্ন নিতে এবং এই ৩টি ভুল তো একেবারেই করা চলবে না।photo source collected

সম্প্রতি এমন অনেক ঘটনা সামনে এসেছে। যেখানে ফোনে কথা বলা অবস্থায় ব্যবহারকারীর অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে। অতএব যাঁরা হ্যাকিংয়ের মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে চান, তাঁদের কল করার সময় কিছু জিনিসের বিশেষ যত্ন নিতে এবং এই ৩টি ভুল তো একেবারেই করা চলবে না।photo source collected
অনেক ক্ষেত্রে ফোন কলের সময় হ্যাকাররা এমন ভাবে কল করে যেন তারা ব্যাঙ্কের কর্মচারী বা কর্মকর্তা। আর কলের সময় তারা ব্যবহারকারীকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলার ভান করে। কিন্তু ভুল করেও এই কাজটি করা উচিত নয়। photo source collected
অনেক ক্ষেত্রে ফোন কলের সময় হ্যাকাররা এমন ভাবে কল করে যেন তারা ব্যাঙ্কের কর্মচারী বা কর্মকর্তা। আর কলের সময় তারা ব্যবহারকারীকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলার ভান করে। কিন্তু ভুল করেও এই কাজটি করা উচিত নয়। photo source collected
যখনই কেউ ফোনে থাকা অবস্থায় কোনও অ্যাপ ইনস্টল করতে বলবেন, তখন তা একেবারেই করা উচিত নয়। কারণ এই অ্যাপগুলি হল ভিপিএন অ্যাপ। যার মাধ্যমে হ্যাকাররা ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে নেয় এবং নিজেরাই নিয়ন্ত্রণ করে।photo source collected
যখনই কেউ ফোনে থাকা অবস্থায় কোনও অ্যাপ ইনস্টল করতে বলবেন, তখন তা একেবারেই করা উচিত নয়। কারণ এই অ্যাপগুলি হল ভিপিএন অ্যাপ। যার মাধ্যমে হ্যাকাররা ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে নেয় এবং নিজেরাই নিয়ন্ত্রণ করে।photo source collected
ফোন কলের সময় হ্যাকাররা প্রায়ই মেসেজ পাঠায় এবং এতে দেওয়া লিঙ্কে ক্লিক করতে বলে। এমনটাও করা উচিত নয়। কারণ মেসেজে দেওয়া লিঙ্কটি ভুয়ো হতে পারে এবং এর মাধ্যমে কোনও হ্যাকার ফোন অ্যাক্সেস করতে পারে। আর এতে ডেটার সুরক্ষাও কমে যায়।photo source collected
ফোন কলের সময় হ্যাকাররা প্রায়ই মেসেজ পাঠায় এবং এতে দেওয়া লিঙ্কে ক্লিক করতে বলে। এমনটাও করা উচিত নয়। কারণ মেসেজে দেওয়া লিঙ্কটি ভুয়ো হতে পারে এবং এর মাধ্যমে কোনও হ্যাকার ফোন অ্যাক্সেস করতে পারে। আর এতে ডেটার সুরক্ষাও কমে যায়।photo source collected
কল চলাকালীন অনেক সময় হ্যাকাররা বলে যে, যদি প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হয়, তাহলে একটি সেটিং বন্ধ করতে হবে। সেটিংটি বন্ধ করতে হ্যাকার ফোনে নিজেই নেটব্যাঙ্কিং বা ব্যাঙ্কের অ্যাপ খুলতে বলে, যাতে ধাপে ধাপে গাইড করা যায় এবং সেটিং পরিবর্তন করা যায়। তবে ব্যবহারকারীদের এই জাতীয় বিষয়ে জড়ানোর দরকার নেই।photo source collected
কল চলাকালীন অনেক সময় হ্যাকাররা বলে যে, যদি প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হয়, তাহলে একটি সেটিং বন্ধ করতে হবে। সেটিংটি বন্ধ করতে হ্যাকার ফোনে নিজেই নেটব্যাঙ্কিং বা ব্যাঙ্কের অ্যাপ খুলতে বলে, যাতে ধাপে ধাপে গাইড করা যায় এবং সেটিং পরিবর্তন করা যায়। তবে ব্যবহারকারীদের এই জাতীয় বিষয়ে জড়ানোর দরকার নেই।photo source collected
কারণ প্রতারকরা এর মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করার জন্য যথাসাধ্য চেষ্টা করে এবং সাধারণ একটি ভুলের কারণে অ্যাকাউন্টের সমস্ত অর্থ হ্যাকারের হাতে চলে যায়। তাই এমন ভুল কখনওই করা উচিত নয়।photo source collected
কারণ প্রতারকরা এর মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করার জন্য যথাসাধ্য চেষ্টা করে এবং সাধারণ একটি ভুলের কারণে অ্যাকাউন্টের সমস্ত অর্থ হ্যাকারের হাতে চলে যায়। তাই এমন ভুল কখনওই করা উচিত নয়।photo source collected

 

Scam: বিদ্যুৎ বিলের নাম করে অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা চুরি! আতঙ্কে পুলিশ-কর্মী! জানুন

উত্তর ২৪ পরগনা: বিদ্যুতের বিল মেটানোর জন্য কালীচরণ মাঝির কাছে ফোন আসে মোবাইলে। বলা হয় নির্দিষ্ট অ্যাকাউন্টে বিদ্যুতের বিল জমা করতে হবে। এরপর, বিদ্যুৎ বিলের টাকা সেই অ্যাকাউন্টে পাঠানোর সঙ্গে সঙ্গেই কালীচরণ বাবুর ফোনে পরপর মেসেজ আসতে থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মোট ৭ লক্ষ ১৩ হাজার টাকা হ্যাকিং করে হাতিয়ে নেয় হ্যাকাররা বলে অভিযোগ।

পেশায় পুলিশ কর্মী কালীচরণ মাঝি বুঝে উঠতে পারছেন না, তার অ্যাকাউন্ট থেকে কি ভাবে লক্ষ লক্ষ টাকা হ্যাক করল প্রতারকরা। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের প্রধান দেহরক্ষী এই পুলিশকর্মীর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল মেটানোর নাম করে লক্ষ লক্ষ টাকা হ্যাক হতেই আতঙ্কে গোটা পুলিশ কর্মীর পরিবার।

আরও পড়ুন: উত্তরকাশীর টানেলে কী অবস্থায় ছিলেন শ্রমিকরা! প্রথম সেই ছবি সামনে আনেন দৌদীপ!

গত মাসের ২৩ তারিখ অবসর গ্রহণ করেন কালীচরণ বাবু। ঘটনায় এতটাই আতঙ্কিত যে মোবাইল ব্যবহার করতে রীতিমত ভয় পাচ্ছেন পুলিশকর্মী কালীচরণ মাঝি। বিদ্যুৎ বিল পরিশোধ করার নাম করে প্রতারণার এই চক্র থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্মী সহ সাইবার বিশেষজ্ঞরাও।

Rudra Nrayan Roy

Bangla News: লোন দেওয়ার নামে আসছে ফোন! ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট! কীভাবে বাঁচবেন? জানুন

উত্তর দিনাজপুর: আপনার কী টাকার প্রয়োজন ? কোনও রকম লোন নেওয়ার চিন্তায় আছেন ? সাবধান হয়ে যান লোন নিতে গিয়ে সর্বস্ব হারিয়ে ফেলতে পারেন। ক্রেতা সুরক্ষা দফতরের অন্যতম সদস্য ড: চিন্ময় দেবগুপ্ত জানান যে, লোন দেওয়ার নামে আঙুলের ছাপ ও বায়োমেট্রিক মেশিন ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে নিমেষেই সমস্ত টাকা চলে যেতে পারে। বর্তমানে প্রতিনিয়ত লোন নেওয়ার জন্য বিভিন্ন রকম সংস্থার নাম করে ভুয়ো ফোন আসে। অনেকেই আবার ব্যাঙ্কের ম্যানেজার সেজে বাড়িতে এসে লোন পাইয়ে দেবার নামে আঙুলের ছাপ ও আধার কার্ড ও নিয়ে যাচ্ছে এক্ষেত্রে এই সমস্ত প্রতারক দের বিশ্বাস করলেই ঠকতে পারেন।

লোন দেওয়া তো দূরের আপনার মূল্যবান ডকুমেন্ট দিলেই নিমেষেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে সমস্ত টাকা। উল্লেখ্য বেশ কিছুদিন আগেরায়গঞ্জ ও ইটাহার ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়েএক ব্যক্তি কয়েকজন মহিলাদের নিয়ে গোষ্ঠী গড়ে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের আধার, প্যান, ভোটার কার্ড সহ ব্যাঙ্ক পাশবই এর প্রতিলিপি নেয় ও মহিলাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় বলে অভিযোগ জানিয়ে ছিলেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: হঠাৎ বিয়ে করে নিলেন পরমব্রত! কবে বিয়ে করছেন রুদ্রনীল? সানাই বাজল বলে! জানুন

তার কয়েক দিন পর থেকে ওই মহিলাদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হতে শুরু করে। এই ঘটনায় রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনেকেই। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে লোন নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই ব্যাঙ্কে সরাসরি যান। বাড়িতে আসা এই ধরনের অচেনা ব্যক্তি কে কখনোই লোনের জন্য নিজের ব্যক্তিগত নথি হাতে তুলে দেবেন না নইলে ঘটতে পারে মহা বিপদ।

পিয়া গুপ্তা

Teacher Recruitment Scam: শিক্ষক নিয়োগ-তদন্তে নয়া মোড়! ওএমআর শিট কেলেঙ্করিতে উঠে এল নম্বরের কারচুপি

 

শিক্ষক নিয়োগ-তদন্তে ওএমআর শিট কেলেঙ্করির নয়া তথ্য। মূল OMR ও পর্ষদে জমা নম্বরে বিস্তর ফারাক। সিবিআই-এর দাবি, হাত বদলের OMR শিটে নম্বরের কারচুপি।