ভারতে লঞ্চ হল Realme P1 এবং P1 Pro! দাম, অফার এবং ফিচার দেখে নিন

ভারতে লঞ্চ হল Realme P1 এবং P1 Pro! দাম, অফার এবং ফিচার দেখে নিন

ভারতে লঞ্চ হল Realme P1 সিরিজের স্মার্টফোন। এই সিরিজে দুটি মডেল রয়েছে। Realme P1 এবং P1 Pro। দুটি মডেলই একই ডিসপ্লে, ব্যাটারি এবং পিছনে দুটি ক্যামেরা থাকছে। মিলছে ৫জি সংযোগও।

দাম এবং অফার: 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের Realme P1 Pro-এর দাম ২১,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে 8GB RAM + 256GB স্টোরেজ কনফিগারেশন, যার দাম পড়বে ২২,৯৯৯ টাকা। লঞ্চ অফারে নির্বাচিত ব্যাঙ্ক মারফত বেস ভার্সন ১৯,৯৯৯ টাকা এবং টপ-এন্ড মডেল ২০,৯৯৯ টাকায় মিলবে।

আরও পড়ুন: ফোন রিস্টার্ট করা ভাল না কি পাওয়ার অফ করা? এই ‘সিক্রেট’ জেনে নিন, কখনওই খারাপ হবে না মোবাইল

৩০ এপ্রিল থেকে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি শুরু করবে Realme। ২২ এপ্রিল পর্যন্ত একটি বিশেষ Redme ভ্যারিয়েন্টও বিক্রি হবে। Realme P1 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। 256GB স্টোরেজ সহ 8GB RAM মডেলটি ১৮,৯৯৯ টাকা থেকে বিক্রি শুরু হবে। স্ট্যান্ডার্ড ভার্সনে ২ হাজার টাকা ছাড় মিলবে, তবে শুধুমাত্র নির্বাচিত ব্যাঙ্ক কার্ডগুলিতে প্রযোজ্য৷

Realme P1, Realme P1 Pro-র বিশেষত্ব: Realme P1 সিরিজে 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যার 120Hz রিফ্রেশ রেট, 2,000nits সর্বোচ্চ উজ্জ্বলতা, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং TUV Rheinland সার্টিফিকেশন রয়েছে। এমনকি ডিভাইসটিতে রেইন ওয়াটার টাচ সাপোর্টও রয়েছে, অর্থাৎ ফোন জলে পড়ে গেলেও স্ক্রিনের কোনও ক্ষতি হবে না। তাই বলে এই ফোন নিয়ে জলে নামা যাবে না।

প্রো ভার্সনেও স্ক্রিনের আকার একই, তবে পাশাপাশি প্রো-এক্সডিআর, 2160Hz পিডব্লিউএম ডিমিং এবং হাইপারপ্রিসাইজ টাচ সাপোর্ট থাকছে। Realme P1 MediaTek Dimensity 7050 SoC চালিত সেখানে প্রো সংস্করণ Qualcomm Snapdragon 6 Gen 1 SoC দ্বারা চালিত। চিপসেটগুলি 8GB LPDDR4x RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সলিউশনে ব্যাক আপ করা হয়েছে।

ইদানীং অধিকাংশ ইউজারই মাইক্রো এসডি কার্ড আর ব্যবহার করেন না। তবে এতে কার্ডের জায়গা রয়েছে। ইউজাররা চাইলে ব্যবহার করতে পারেন। Realme P1 সিরিজ লেটেস্ট Android 14 OS-এ চলে। Realme দুই বছরের Android OS আপগ্রেড এবং তিন বছরের নিরাপত্তা প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।