Tag Archives: realme

ভারতে Realme P2 Pro 5G আসছে কবে? কত দাম, ফিচার কেমন? জেনে নিন

Realme P2 Pro 5G ফোন এই মাসের শেষের দিকে ভারতে লঞ্চ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। Realme P1 Pro 5G ফোনের উত্তরসূরী একটি কেজদয় ডিসপ্লের সঙ্গে আসতে পারে বলে টিজ করা হয়েছে। লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি কোম্পানি আসন্ন হ্যান্ডসেটটির ডিজাইন টিজ করেছে। এটি কিছু প্রধান ফিচার এবং স্মার্টফোনের উপলব্ধতার বিবরণও প্রকাশ করেছে। উল্লেখযোগ্যভাবে, Realme P1 Pro 5G ফোন এই বছরের এপ্রিলে একটি বেস Realme P1 5G ভ্যারিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হয়েছিল।

ভারতে Realme P2 Pro 5G ফোনের লঞ্চ এবং ডিজাইন –

Realme P2 Pro 5G ফোন ভারতে ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় লঞ্চ করা হবে। কোম্পানি একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে। Flipkart মাইক্রোসাইট জানাচ্ছে যে, ফোনটি অফিসিয়াল Realme India ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইটে কেনার জন্য উপলব্ধ হবে।

আরও পড়ুন: ঝাঁ ঝাঁ করে কমে যাবে বিদ‍্যুতের বিল! এসির রিমোটেই লুকানো রয়েছে বড় সমাধান, ঠান্ডাও থাকবে, টাকাও বাঁচবে

Realme P2 Pro 5G ফোনের প্রচারমূলক ছবিতে হ্যান্ডসেটটিকে সোনালি ফ্রেমে সবুজ রঙে দেখা যাচ্ছে। এর পিছনের ক্যামেরা মডিউলটির চারপাশে একটি সোনালি বর্ডারও রয়েছে। মডিউলটিতে দুটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট রয়েছে। টিজারটি স্লিম বেজেল সহ একটি কার্ভড ডিসপ্লে এবং সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত হোল-পাঞ্চ স্লট সহ ফোনটিকে দেখায়।

Realme P2 Pro 5G ফোনের ফিচার –

Realme P2 Pro 5G ফোনে একটি কার্ভড ডিসপ্লে নিশ্চিত করা হয়েছে। টিজারটি আরও প্রকাশ করে যে, Realme P2 Pro 5G ফোন ৮০W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থন করবে। পাঁচ মিনিটের চার্জ ব্যবহারকারীদের দেড় ঘণ্টা গেমিং টাইম দেয় বলে দাবি করা হয়েছে। হ্যান্ডসেটটিকে একটি স্ন্যাপড্রাগন চিপসেটও টিজ করা হয়েছে, তবে সঠিক SoC এবং অন্যান্য বিবরণ ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ‘আপেল খেলে দূরে থাকবে ডাক্তার’! প্রবাদ মেনেই রোজ খাচ্ছেন ‘উপকারী ফল’? বড় ভুল, কাদের, কখন খেতে নেই আপেল? জেনে নিন

Realme P1 Pro 5G ফোনের দাম ১৯,৯৯৯ টাকা ৮GB + ১২৮GB মডেলের জন্য এবং ৮GB + ২৫৬GB ভ্যারিয়েন্টের জন্য তা ২০,৯৯৯ টাকা। এটি প্যারট ব্লু এবং ফিনিক্স রেড কালারেও পাওয়া যাবে। অন্য দিকে, Realme ৯ সেপ্টেম্বর ভারতে Realme Narzo 70 Turbo 5G ফোন এবং Realme Buds N1 লঞ্চ করছে।

প্রতীক্ষার অবসান, বাজারে এল Realme 13 সিরিজ! কী কী থাকছে Realme 13 এবং Realme 13+ স্মার্টফোনে? জানুন বিশদে

অবশেষে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা লঞ্চ করল Realme 13 সিরিজ। এই সিরিজে থাকছে দুটি স্মার্টফোন — Realme 13 এবং Realme 13+। উভয় স্মার্টফোনেই থাকছে FHD+ ডিসপ্লে। আর দুটি ফোনই পরিচালিত হবে MediaTek Dimesnity চিপসেটের মাধ্যমে। এর পাশাপাশি দুটি ফোনেই থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০০০ mAh ব্যাটারি।

দাম:
Realme 13-র দুটি ভ্যারিয়েন্ট — 8GB+128GB এবং 8GB+256GB। দাম যথাক্রমে ১৭৯৯৯ টাকা এবং ১৯৯৯৯ টাকা। ডার্ক পার্পল এবং স্পিড গ্রিন রঙে মিলবে এই ফোন। অনলাইনে Flipkart এবং realme.in থেকে আগামী ৬ সেপ্টেম্বর থেকে কেনা যাবে এই ফোন। থাকছে ১০০০ টাকার ক্যাশব্যাক বেনিফিট এবং ৩০০০ টাকার প্রি-বুকিং অফার।

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

অন্যদিকে Realme 13+ এর তিনটি ভ্যারিয়েন্ট — 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB। দাম যথাক্রমে ২২৯৯৯ টাকা, ২৪৯৯৯ টাকা এবং ২৬৯৯৯ টাকা। ভিক্ট্রি গোল্ড, স্পিড গ্রিন এবং ডার্ক পার্পল এই তিন কালার অপশন মিলছে। অনলাইনে Flipkart এবং realme.in থেকে আগামী ৬ সেপ্টেম্বর থেকে কেনা যাবে এই ফোন। থাকছে ১৫০০ টাকার ক্যাশব্যাক বেনিফিট।

Realme 13 বৈশিষ্ট্য:
এতে থাকছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। সেই সঙ্গে থাকছে ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্ৎজ পর্যন্ত রিফ্রেশ রেট ও ৬৮০ নিটস পিক ব্রাইটনেস লেভেল। এই স্মার্টফোনটি চালনা করছে ৮ জিবি RAM-সহ MediaTek Dimensity 6300 চিপসেট। রয়েছে দুটি স্টোরেজ অপশন ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। তবে মাইক্রোএসডি কার্ড ভরে মেমোরি বাড়ানো যেতে পারে।

ড্যুয়াল সিম স্মার্টফোনটি চালিত হচ্ছে Android 14 অপারেটিং সিস্টেমের মাধ্যমে। সেই সঙ্গে থাকছে সংস্থার নিজস্ব Realme UI 5.0-এর লেয়ারও। এই ফোনের ক্যামেরাও বেশ ভাল। রয়েছে f/1.75 -সহ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা। আর রয়েছে f/2.4 aperture -সহ পোর্ট্রেট ক্যামেরা। ফ্রন্টে থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও।

আরও পড়ন: ATM কার্ড ছাড়াই দিব‍্যি তোলা যাবে ক‍্যাশ টাকা! শুধু ফোন থাকলেই…কীভাবে হাতে পাবেন কড়কড়ে নোট? ৯৯% লোকজনই জানেন না

এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর জল কিংবা ধূলো প্রতিরোধী এই ফল। কারণ এতে রয়েছে IP64 রেটিং। সেই সঙ্গে এই ফোনে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি। যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করছে।

Realme 13+ বৈশিষ্ট্য:
এই স্মার্টফোনটি চালনা করছে ১২ জিবি RAM-সহ octa-core MediaTek Dimensity 7300 চিপসেট। রয়েছে দুটি স্টোরেজ অপশন ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। সেই সঙ্গে থাকছে ১২০ হার্ৎজ পর্যন্ত রিফ্রেশ রেট ও ২০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস লেভেল। স্ক্রিনের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে Panda Glass-এর লেয়ার। সেই সঙ্গে এতে আছে রেইন ওয়াটার টাচ সাপোর্টও।

এই স্মার্টফোনটি চালিত হচ্ছে Android 14 অপারেটিং সিস্টেমের মাধ্যমে। থাকছে স্টিরিও স্পিকার এবং IP64 রেটিংও। যা ধূলোবালি এবং জল থেকে রক্ষা করবে ফোনটিকে। ডুয়াল ক্যামেরা এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেন সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। সেই সঙ্গে সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও। এছাড়া এই ফোনে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি। যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করছে।

5G Smartphone Buying Tips: মাত্র ১০ হাজার টাকা! দারুণ সব ঝকঝকে ফোন এল বাজারে, Moto G45, Vivo T3 Lite, Realme C63-এর মধ্যে কোনটি সেরা

Motorola Moto G45 5G ফোন লঞ্চের মাধ্যমে ১০,০০০ টাকার সাব-সেগমেন্ট প্রতিযোগিতায় আলোড়ন তুলেছে। যদিও ফোনটির অফিসিয়াল দাম ভারতে ১০,৯৯৯ টাকা থেকে শুরু। তবে অফারে লঞ্চ করার কারণে এটি ৯,৯৯৯ টাকার কার্যকর মূল্যে উপলব্ধ।
Motorola Moto G45 5G ফোন লঞ্চের মাধ্যমে ১০,০০০ টাকার সাব-সেগমেন্ট প্রতিযোগিতায় আলোড়ন তুলেছে। যদিও ফোনটির অফিসিয়াল দাম ভারতে ১০,৯৯৯ টাকা থেকে শুরু। তবে অফারে লঞ্চ করার কারণে এটি ৯,৯৯৯ টাকার কার্যকর মূল্যে উপলব্ধ।
এটি সম্প্রতি লঞ্চ হওয়া দু’টি 5G ফোনের দামের কাছাকাছি: Vivo T3 Lite এবং Realme C63। এই তিনটি ডিভাইসের মধ্যে গ্রাহকদের নতুন 5G ফোন নির্বাচন করতে সহায়তা করার জন্য, আমরা এখানে এই তিনটি ফোনের বিশদ বিবরণ আলোচনা করতে চলেছি।
এটি সম্প্রতি লঞ্চ হওয়া দু’টি 5G ফোনের দামের কাছাকাছি: Vivo T3 Lite এবং Realme C63। এই তিনটি ডিভাইসের মধ্যে গ্রাহকদের নতুন 5G ফোন নির্বাচন করতে সহায়তা করার জন্য, আমরা এখানে এই তিনটি ফোনের বিশদ বিবরণ আলোচনা করতে চলেছি।
1.Moto G45 ফোনের স্পেসিফিকেশন- Moto G45 5G একটি ৬.৪৫-ইঞ্চির HD+ ডিসপ্লে নিয়ে গর্বিত, যা ১৬০০ x ৭২০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০Hz পর্যন্ত রিফ্রেশ রেট দেয়। এটি ৫০০ নিটসের পিক ব্রাইটনেসে পৌঁছাতে পারে এবং কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত।
1. Moto G45 ফোনের স্পেসিফিকেশন- Moto G45 5G একটি ৬.৪৫-ইঞ্চির HD+ ডিসপ্লে নিয়ে গর্বিত, যা ১৬০০ x ৭২০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০Hz পর্যন্ত রিফ্রেশ রেট দেয়। এটি ৫০০ নিটসের পিক ব্রাইটনেসে পৌঁছাতে পারে এবং কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত।
হুডের নীচে, ডিভাইসটি Qualcomm Snapdragon 6s Gen 3 চিপ দ্বারা চালিত, একটি ৬nm প্রক্রিয়া ব্যবহার করে, গ্রাফিক কাজগুলির দাবির জন্য একটি Adreno 619 GPU-এর সঙ্গে মিলিত। এটি ৮GB পর্যন্ত LPDDR4X RAM এবং ১২৮GB পর্যন্ত UFS ২.২ স্টোরেজ সমর্থন করে, যা একটি microSD কার্ড স্লটের মাধ্যমে ১TB পর্যন্ত প্রসারিত করা যায়।
হুডের নীচে, ডিভাইসটি Qualcomm Snapdragon 6s Gen 3 চিপ দ্বারা চালিত, একটি ৬nm প্রক্রিয়া ব্যবহার করে, গ্রাফিক কাজগুলির দাবির জন্য একটি Adreno 619 GPU-এর সঙ্গে মিলিত। এটি ৮GB পর্যন্ত LPDDR4X RAM এবং ১২৮GB পর্যন্ত UFS ২.২ স্টোরেজ সমর্থন করে, যা একটি microSD কার্ড স্লটের মাধ্যমে ১TB পর্যন্ত প্রসারিত করা যায়।
Moto G45 5G একটি ৫০০০ mAh ব্যাটারি দ্বারা ১৮W দ্রুত চার্জিং সমর্থন করে। এটি বোর্ডে অ্যান্ড্রয়েড ১৪-এর সঙ্গে শিপিং করে, Motorola-এর UX স্কিন-এর সঙ্গে শীর্ষে রয়েছে। Motorola এই ডিভাইসের সঙ্গে ১ বছরের OS আপডেট এবং ৩ বছরের নিরাপত্তা প্যাচের প্রতিশ্রুতি দিয়েছে।
Moto G45 5G একটি ৫০০০ mAh ব্যাটারি দ্বারা ১৮W দ্রুত চার্জিং সমর্থন করে। এটি বোর্ডে অ্যান্ড্রয়েড ১৪-এর সঙ্গে শিপিং করে, Motorola-এর UX স্কিন-এর সঙ্গে শীর্ষে রয়েছে। Motorola এই ডিভাইসের সঙ্গে ১ বছরের OS আপডেট এবং ৩ বছরের নিরাপত্তা প্যাচের প্রতিশ্রুতি দিয়েছে।
2.Vivo T3 Lite ফোনের স্পেসিফিকেশন- Vivo T3 Lite 5G ফোনে ৯০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৫৬-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে এবং ৮৪০ নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ফোনটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ৩.৫ মিমি জ্যাক এবং ধুলো ও স্প্ল্যাশ প্রতিরোধের জন্য একটি IP64 রেটিং সহ আসে।
2. Vivo T3 Lite ফোনের স্পেসিফিকেশন- Vivo T3 Lite 5G ফোনে ৯০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৫৬-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে এবং ৮৪০ নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ফোনটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ৩.৫ মিমি জ্যাক এবং ধুলো ও স্প্ল্যাশ প্রতিরোধের জন্য একটি IP64 রেটিং সহ আসে।
এটি ৬nm প্রক্রিয়ার উপর ভিত্তি করে MediaTek Dimensity ৬৩০০ চিপসেট দ্বারা চালিত এবং সমস্ত গ্রাফিক্স নিবিড় কাজগুলি পরিচালনা করার জন্য Mali-G57 MC2 GPU-এর সঙ্গে যুক্ত। এর ৬GB পর্যন্ত LPDDR4x RAM এবং ১২৮GB পর্যন্ত eMMC5.1 স্টোরেজের জন্য সমর্থন রয়েছে। অধিকন্তু, ব্যবহারকারীরা ১TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করে স্টোরেজকে আরও প্রসারিত করতে পারে।
এটি ৬nm প্রক্রিয়ার উপর ভিত্তি করে MediaTek Dimensity ৬৩০০ চিপসেট দ্বারা চালিত এবং সমস্ত গ্রাফিক্স নিবিড় কাজগুলি পরিচালনা করার জন্য Mali-G57 MC2 GPU-এর সঙ্গে যুক্ত। এর ৬GB পর্যন্ত LPDDR4x RAM এবং ১২৮GB পর্যন্ত eMMC5.1 স্টোরেজের জন্য সমর্থন রয়েছে। অধিকন্তু, ব্যবহারকারীরা ১TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করে স্টোরেজকে আরও প্রসারিত করতে পারে।
ক্যামেরার ক্ষেত্রে এর পিছনে একটি ৫০MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি ২MP ডেপথ সেন্সর সহ একটি ডুয়াল শ্যুটার সেটআপের সঙ্গে আসে। এর সামনে একটি ৮MP সেলফি শ্যুটারও রয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে এর পিছনে একটি ৫০MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি ২MP ডেপথ সেন্সর সহ একটি ডুয়াল শ্যুটার সেটআপের সঙ্গে আসে। এর সামনে একটি ৮MP সেলফি শ্যুটারও রয়েছে।
3.Realme C63 ফোনের স্পেসিফিকেশন- Realme C63-এ রয়েছে একটি ৬.৬৭-ইঞ্চির HD+ স্ক্রিন (১৬০৪ x ৭২০ পিক্সেল) যার রিফ্রেশ রেট ১২০Hz পর্যন্ত, একটি টাচ স্যাম্পলিং রেট ২৪০Hz এবং ৬২৫ নিটসের পিক ব্রাইটনেস।
3. Realme C63 ফোনের স্পেসিফিকেশন- Realme C63-এ রয়েছে একটি ৬.৬৭-ইঞ্চির HD+ স্ক্রিন (১৬০৪ x ৭২০ পিক্সেল) যার রিফ্রেশ রেট ১২০Hz পর্যন্ত, একটি টাচ স্যাম্পলিং রেট ২৪০Hz এবং ৬২৫ নিটসের পিক ব্রাইটনেস।
এটি একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৬nm প্রসেসর দ্বারা চালিত এবং গ্রাফিক্স নিবিড় কাজগুলি পরিচালনা করার জন্য একটি আর্ম মালি-জি57 MC2 জিপিইউ-এর সঙ্গে যুক্ত। Realme C63 ফোনে ৮GB পর্যন্ত LPDDR4x RAM এবং ১২৮GB পর্যন্ত UFS ২.২ স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ২TB পর্যন্ত মেমোরি সম্প্রসারণের জন্য সমর্থন করে।
এটি একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৬nm প্রসেসর দ্বারা চালিত এবং গ্রাফিক্স নিবিড় কাজগুলি পরিচালনা করার জন্য একটি আর্ম মালি-জি57 MC2 জিপিইউ-এর সঙ্গে যুক্ত। Realme C63 ফোনে ৮GB পর্যন্ত LPDDR4x RAM এবং ১২৮GB পর্যন্ত UFS ২.২ স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ২TB পর্যন্ত মেমোরি সম্প্রসারণের জন্য সমর্থন করে।
Realme C63 একটি ৫০০০mAh (সাধারণ) ব্যাটারি সহ ১০W দ্রুত চার্জ সমর্থন করে। এটি Realme UI 5.0 এর উপরে Android ১৪ এ চলে এবং চীনা স্মার্টফোন নির্মাতা ডিভাইসটির সঙ্গে ২ বছরের OS আপডেট এবং ৩ বছরের নিরাপত্তা প্যাচের প্রতিশ্রুতি দিয়েছে।
Realme C63 একটি ৫০০০mAh (সাধারণ) ব্যাটারি সহ ১০W দ্রুত চার্জ সমর্থন করে। এটি Realme UI 5.0 এর উপরে Android ১৪ এ চলে এবং চীনা স্মার্টফোন নির্মাতা ডিভাইসটির সঙ্গে ২ বছরের OS আপডেট এবং ৩ বছরের নিরাপত্তা প্যাচের প্রতিশ্রুতি দিয়েছে।
ফটোগ্রাফির জন্য, এটি একটি ৮MP ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি একটি Galaxycore GC32E1 সেন্সর সহ একটি ৩২MP রিয়ার ক্যামেরা নিয়ে গর্বিত৷ অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ধুলো ও স্প্ল্যাশ প্রতিরোধের জন্য IP৬৪ রেটিং।
ফটোগ্রাফির জন্য, এটি একটি ৮MP ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি একটি Galaxycore GC32E1 সেন্সর সহ একটি ৩২MP রিয়ার ক্যামেরা নিয়ে গর্বিত৷ অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ধুলো ও স্প্ল্যাশ প্রতিরোধের জন্য IP৬৪ রেটিং।
১০,০০০ টাকার নীচে কোন ফোনটি সেরা- তিনটি ফোনই বেস ভ্যারিয়েন্টে ৪GB RAM/১২৮GB স্টোরেজ সহ উপলব্ধ। Moto G45 অন্য দুটি ডিভাইসে Dimensity ৬৩০০ SoC-এর বিপরীতে Snapdragon 6s Gen 3 চিপ দ্বারা চালিত, আরও শক্তিশালী হিসাবে দাঁড়িয়েছে। 6s Gen 3 মূলত একটি রিব্র্যান্ডেড স্ন্যাপড্রাগন ৬৯৫, যা আরও ব্যয়বহুল Moto G85-তেও ব্যবহৃত হয়।
১০,০০০ টাকার নীচে কোন ফোনটি সেরা- তিনটি ফোনই বেস ভ্যারিয়েন্টে ৪GB RAM/১২৮GB স্টোরেজ সহ উপলব্ধ। Moto G45 অন্য দুটি ডিভাইসে Dimensity ৬৩০০ SoC-এর বিপরীতে Snapdragon 6s Gen 3 চিপ দ্বারা চালিত, আরও শক্তিশালী হিসাবে দাঁড়িয়েছে। 6s Gen 3 মূলত একটি রিব্র্যান্ডেড স্ন্যাপড্রাগন ৬৯৫, যা আরও ব্যয়বহুল Moto G85-তেও ব্যবহৃত হয়।
ডিজাইন অনুযায়ী, Vivo T3 এবং Realme C63-এর প্লাস্টিক এবং বক্সি ডিজাইনের বিপরীতে, Moto পিছনে একটি প্রিমিয়াম ভেগান লেদার ফিনিশ সহ নেতৃত্ব দেয়। যাইহোক, Moto-এর আপগ্রেড কম, Vivo এবং Realme উভয়ের দ্বারা অফার করা দুটি OS আপডেট এবং তিন বছরের নিরাপত্তা প্যাচ চক্রের তুলনায় মাত্র এক বছরের OS আপডেট এবং তিন বছরের নিরাপত্তা প্যাচ অফার করে।
ডিজাইন অনুযায়ী, Vivo T3 এবং Realme C63-এর প্লাস্টিক এবং বক্সি ডিজাইনের বিপরীতে, Moto পিছনে একটি প্রিমিয়াম ভেগান লেদার ফিনিশ সহ নেতৃত্ব দেয়। যাইহোক, Moto-এর আপগ্রেড কম, Vivo এবং Realme উভয়ের দ্বারা অফার করা দুটি OS আপডেট এবং তিন বছরের নিরাপত্তা প্যাচ চক্রের তুলনায় মাত্র এক বছরের OS আপডেট এবং তিন বছরের নিরাপত্তা প্যাচ অফার করে।

ভারতে লঞ্চ হল Realme P1 এবং P1 Pro! দাম, অফার এবং ফিচার দেখে নিন

ভারতে লঞ্চ হল Realme P1 সিরিজের স্মার্টফোন। এই সিরিজে দুটি মডেল রয়েছে। Realme P1 এবং P1 Pro। দুটি মডেলই একই ডিসপ্লে, ব্যাটারি এবং পিছনে দুটি ক্যামেরা থাকছে। মিলছে ৫জি সংযোগও।

দাম এবং অফার: 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের Realme P1 Pro-এর দাম ২১,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে 8GB RAM + 256GB স্টোরেজ কনফিগারেশন, যার দাম পড়বে ২২,৯৯৯ টাকা। লঞ্চ অফারে নির্বাচিত ব্যাঙ্ক মারফত বেস ভার্সন ১৯,৯৯৯ টাকা এবং টপ-এন্ড মডেল ২০,৯৯৯ টাকায় মিলবে।

আরও পড়ুন: ফোন রিস্টার্ট করা ভাল না কি পাওয়ার অফ করা? এই ‘সিক্রেট’ জেনে নিন, কখনওই খারাপ হবে না মোবাইল

৩০ এপ্রিল থেকে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি শুরু করবে Realme। ২২ এপ্রিল পর্যন্ত একটি বিশেষ Redme ভ্যারিয়েন্টও বিক্রি হবে। Realme P1 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। 256GB স্টোরেজ সহ 8GB RAM মডেলটি ১৮,৯৯৯ টাকা থেকে বিক্রি শুরু হবে। স্ট্যান্ডার্ড ভার্সনে ২ হাজার টাকা ছাড় মিলবে, তবে শুধুমাত্র নির্বাচিত ব্যাঙ্ক কার্ডগুলিতে প্রযোজ্য৷

Realme P1, Realme P1 Pro-র বিশেষত্ব: Realme P1 সিরিজে 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যার 120Hz রিফ্রেশ রেট, 2,000nits সর্বোচ্চ উজ্জ্বলতা, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং TUV Rheinland সার্টিফিকেশন রয়েছে। এমনকি ডিভাইসটিতে রেইন ওয়াটার টাচ সাপোর্টও রয়েছে, অর্থাৎ ফোন জলে পড়ে গেলেও স্ক্রিনের কোনও ক্ষতি হবে না। তাই বলে এই ফোন নিয়ে জলে নামা যাবে না।

প্রো ভার্সনেও স্ক্রিনের আকার একই, তবে পাশাপাশি প্রো-এক্সডিআর, 2160Hz পিডব্লিউএম ডিমিং এবং হাইপারপ্রিসাইজ টাচ সাপোর্ট থাকছে। Realme P1 MediaTek Dimensity 7050 SoC চালিত সেখানে প্রো সংস্করণ Qualcomm Snapdragon 6 Gen 1 SoC দ্বারা চালিত। চিপসেটগুলি 8GB LPDDR4x RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সলিউশনে ব্যাক আপ করা হয়েছে।

ইদানীং অধিকাংশ ইউজারই মাইক্রো এসডি কার্ড আর ব্যবহার করেন না। তবে এতে কার্ডের জায়গা রয়েছে। ইউজাররা চাইলে ব্যবহার করতে পারেন। Realme P1 সিরিজ লেটেস্ট Android 14 OS-এ চলে। Realme দুই বছরের Android OS আপগ্রেড এবং তিন বছরের নিরাপত্তা প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।