প্ল্যাকার্ড হাতে মা ও মেয়ে

Reclaim the Night: কন্যাশ্রী দিবসের মধ্যরাতে নারীদের দখলে রাজপথ, উঠল এই দাবি…

মালদহ: কন্যাশ্রী দিবসের মধ্য রাতেই গর্জে উঠল নারী শক্তি। কন্যাশ্রীদের, নারীদের নিরাপত্তার দাবি জানিয়ে রাস্তায় নামলেন হাজারে হাজারে মহিলা। মূল লক্ষ্য আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার হলেও মিছিল থেকে উঠে এল সার্বিক নারী নিরাপত্তা ও নারী অধিকারের দাবি। মধ্য রাতের এই আন্দোলনে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন মহিলারাই।

স্বাধীনতা দিবসের প্রাক-মুহূর্তে রাজ্যজুড়ে মেয়েদের স্বাধীনতার দাবিতে ব্যাপক সাড়া ফেলল এই আন্দোলন। গোটা রাজ্যের সঙ্গে মালদহেও রাত দখলে সামিল হলেন হাজার হাজার যুবতী থেকে মহিলা। কেউ মোমবাতি হাতে, আবার কেউ মশাল জ্বালিয়ে নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হলেন। আন্দোলনকারী মেরিনা খাতুন বলেন, রাজ্যে কন্যাশ্রী দিবস পালন হচ্ছে। কিন্তু কন্যাশ্রীদের নিরাপত্তা নেই। আমরা আমাদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছি।

আর‌ও পড়ুন: শঙ্খ ধ্বনি, ফ্ল্যাশ লাইটে নতুন স্বাধীনতার ভোর দেখল কাটোয়া

১৪ অগস্ট রাজ্য জুড়ে পালিত হয় কন্যাশ্রী দিবস। সাহসিকতা সহ বিভিন্ন কাজের জন্য কন্যাশ্রীদের রাজ্য সরকারের পক্ষ থেকে সন্মান দেওয়া হয়। সেদিন‌ই মধ্য রাতে রাজ্য জুড়ে এই রাজ্যের কন্যাশ্রীরা প্ল্যাকার্ড, মোমবাতি হাতে নারী নিরাপত্তা চেয়ে পথে নামলেন। আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গলা ফাটালেন এক সুরে। মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে মধ্যরাতে শহর ও শহর সংলগ্ন এলাকা থেকে বহু মহিলাদ এসে জমায়েত করেন। বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি করেন তাঁর।‌ পাশাপাশি এদিন গভীর রাতে শহরের রাস্তা জুড়ে একটি প্রতিবাদ মিছিল করা হয় আরজি করের ঘটনার প্রতিবাদ সহ দোষীদের শাস্তির দাবিতে। আন্দোলনকারী লিলি বিশ্বাস বলেন, রাজ্যে কন্যাশ্রী দিবস পালন হচ্ছে। এদিকে আমাদের কন্যা সুরক্ষিত নয়। সুরক্ষার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, পথে নামতে হচ্ছে।

সকলেই চান আরজি করের ঘটনায় প্রকৃত দোষীদের কঠোর শাস্তি। পাশাপাশি রাজ্যজুড়ে মহিলাদের সুরক্ষা, নিরাপত্তার দাবিতে এদিনের আন্দোলন। তাই সমাজের প্রতিটি শ্রেণির মহিলারা এদিনের এই আন্দোলনের সামিল হয়েছিলেন। শুধুমাত্র নিজেদের সুরক্ষার দাবিতে। আন্দোলনকারীরাও প্রশ্ন তুললেন, এই রাজ্যে কন্যাশ্রীদের সুরক্ষা নিয়ে। কন্যাশ্রী সম্মান দেওয়া হলেও সত্যি কি বাংলার কন্যাশ্রীরা সুরক্ষিত? এদিনের আন্দোলন এই প্রশ্ন তুলে দিল।

হরষিত সিংহ