রাত দখলে মহিলারা

We Want Justice: আরজিকর কান্ডে রাত জাগল মুর্শিদাবাদ! জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল মহিলারা

মুর্শিদাবাদ: স্বাধীনতা দিবসের আগের মুহূর্তে এক অন্য রাত দেখল মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। কেউ বাজালেন শঙ্খ কেউ বা পথে নেমে থাকলেন রাতভর। আট থেকে আশি সব বয়সের মানুষের মুখে একটাই আওয়াজ ওঠে We Want Justice। ডাক্তারি পড়ুয়া ছাত্রী খুনে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাত জাগল মুর্শিদাবাদ জেলার সর্বত্রই। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কান্দি, রঘুনাথগঞ্জ থেকে লালবাগ সর্বত্রই মহিলারা পথে নেমে প্রতিবাদে সামিল হলেন।

বুধবার রাত্রি এগারোটা থেকে বহরমপুর রাজপথে দখল নেয় অগণিত মহিলা ৮ থেকে ৮০ সকলেই। প্রত্যেকের মুখে একটাই দাবি ওঠে অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির বিধান করুক প্রশাসন। বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় এলাকায় জমায়েত হয় হাজার হাজার পুরুষ ও মহিলা। বহরমপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে মশাল হাতে এগিয়ে আসে মহিলাদের মিছিল। প্রত্যেকের সমবেত হয়ে একটাই দাবি ধর্ষকের শাস্তি চাই। অন্যদিকে, বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় মহিলারা পথে নামেন এবং দখল নেন রাস্তার।

আরও পড়ুন:বাইকের পিছনে চারাগাছ বোঝাই করে জেলায় ছুটে বেড়াচ্ছে যুবক, ব্যাপারটা কী?

শুধু মহিলারাই নয়, তাঁদের আন্দোলনে সংহতি জানিয়ে পাশে ছিলেন পুরুষরাও। দলমত নির্বিশেষে, বিভিন্ন স্তরের মানুষ সামিল হয়েছেন এই আন্দোলনে। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের সামনে ও বিশ্রামতলাতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। রাত বারোটার পর শহর জুড়েই মিছিল করা হয়।স্লোগান ওঠে রাতের অর্ধেক আকাশ আমাদের। দিনে রাতে মেয়েদের সুরক্ষা চাই। সামিল ছিলেন চিকিৎসক, নার্স থেকে সাধারণ মানুষ সকলেই। এছাড়াও ছিল প্রতিবাদী কন্ঠে সমবেত সংগীত।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী