আসানসোল পুরনিগম এলাকার মানচিত্র।

West Bardhaman News: আসানসোলে আর থাকবে না আবর্জনা, শীঘ্রই শুরু হবে অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ

পশ্চিম বর্ধমান : শহরকে আবর্জনা মুক্ত করতে বেশ কয়েকটি পরিকল্পনা নিয়েছে আসানসোল পৌরনিগম। আর সম্প্রতি আসানসোল পুরনিগমের বোর্ড মিটিংয়ে সেই বিষয়গুলি উঠে এসেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই শহরের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের কাজ করা শুরু হবে। খুব শীঘ্রই হবে অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ। যারা প্রত্যেকদিন শহরের বিভিন্ন এলাকায় বাড়িতে গিয়ে আবর্জনা সংগ্রহ করবেন।

প্রসঙ্গত, শহরকে আবর্জনা মুক্ত করতে কয়েক মাস আগে অস্থায়ী সাফাই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয় আসানসোল পৌরসভা। ঠিক করা হয়, এক হাজার অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ করবে পুরনিগম। যারা প্রত্যেকদিন চার ঘণ্টার ভিত্তিতে কাজ করবেন। সেই অনুযায়ী তাদের দেওয়া হবে মজুরি। খুব শীঘ্রই সেই সমস্ত সাফাই কর্মীদের নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শহরে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের কাজও শুরু হয়ে যাবে।

আরও পড়ুন-      বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

যদিও এর পাশাপাশি আরও একটি বিষয় উঠে এসেছিল। জানা গিয়েছিল, এই আবর্জনা সংগ্রহের জন্য প্রত্যেক বাড়ি থেকে ৪০ টাকা করে নেওয়া হবে। কিন্তু এই বিষয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, সাফাই করানোর জন্য যে ৪০ টাকা করে ধার্য করার বিষয়টি পরিকল্পনা করা হয়েছিল, সেটা পরবর্তী বিষয়।প্রথম কাজ অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ করে আবর্জনা সংগ্রহের কাজ শুরু করা। মানুষ আগে পরিষেবা পাবেন। তারপরে এই বিষয়টি ঠিক করা হবে।

আরও পড়ুন-      গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

এছাড়াও পুরসভার বোর্ড মিটিংয়ে আরও বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। যার মধ্যে সমস্ত কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন নিজের নিজের এলাকায় কোনওরকম জবরদখল না হয়, সেদিকে নজর দিতে। পাশাপাশি বৈঠকে কুলটি এলাকায় জল সঙ্কটের বিষয়টি উঠে এসেছিল। এই বিষয়ে মেয়র জানিয়েছেন, কুলটি এলাকায় বেশ কিছু অবৈধ কাজকর্ম চলছিল। যার ফলে জল সঙ্কটের কথা বলা হয়েছে। সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছে। কিন্তু পুরসভার ইঞ্জিনিয়াররা গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। আগের মতই তাদের পানীয় জলের পরিষেবা দেওয়া হচ্ছে।

নয়ন ঘোষ