উদ্ধার গোসাপ

কুমিরের মতো দেখতে প্রাণী! আমবাগানে মানুষের ভিড়, আতঙ্ক গোটা এলাকায়

মালদহ: আমবাগানে উঁকি মারছে অদ্ভুত এক প্রাণী। আতঙ্কে কোণঠাসা গ্রামের বাসিন্দারা। মাটির রঙের দেখতে প্রাণীটির চারটি পা। দেখতে অনেকটা কুমিরের মত। তবে আকারে ছোট।
মালদহ: আম বাগানে উঁকি মারছে অদ্ভুত এক প্রাণী। আতঙ্কে গ্রামের বাসিন্দারা। মাটির রঙের দেখতে প্রাণীটির চারটি পা। দেখতে অনেকটা কুমিরের মতো। তবে আকারে ছোট।
প্রাণীটি নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কারণ সাধারণত এই ধরনের প্রাণী এলাকায় দেখা যায় না। কতটা ভয়ঙ্কর এই প্রাণী সেটিও প্রথম দিকে বুঝতে পারছিলেন না কেউ।
প্রাণীটি নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কারণ সাধারণত এই ধরনের প্রাণী এলাকায় দেখা যায় না। কতটা ভয়ঙ্কর এই প্রাণী সেটিও প্রথম দিকে বুঝতে পারছিলেন না কেউ।
প্রাণীটি দেখতে ভিড় করেন বহু মানুষ। আতঙ্কে অনেকেই কাছে আসছিল না। পরে প্রাণীটি ধরে ফেলেন স্থানীয়রা।পরে জানতে পারে সেটি গোসাপ। বর্তমানে আর তেমন দেখা যায় না।
প্রাণীটি দেখতে ভিড় করেন বহু মানুষ। আতঙ্কে অনেকেই কাছে আসছিল না। পরে প্রাণীটি ধরে ফেলেন স্থানীয়রা। পরে জানতে পারে সেটি গোসাপ। বর্তমানে আর তেমন দেখা যায় না।
মালদহের হবিবপুর ব্লকের বাগান পাড়া গ্রামে হঠাৎ এই গোসাপ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোসাপটি একটি বিরল প্রজাতির। বর্তমানে আর দেখা যায় না।
মালদহের হবিবপুর ব্লকের বাগান পাড়া গ্রামে হঠাৎ এই গোসাপ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোসাপটি একটি বিরল প্রজাতির। বর্তমানে আর দেখা যায় না।
দীর্ঘক্ষণ গ্রামের পাশের আম বাগানে দেখা গিয়েছে এই গোসাপটি।পরে অন্যত্র চলে যায়। তবে প্রথম দিকে গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে অবশ্য চিনতে পেরে আতঙ্ক দূর হয়।
দীর্ঘক্ষণ গ্রামের পাশের আম বাগানে দেখা গিয়েছে এই গোসাপটি। পরে অন্যত্র চলে যায়। তবে প্রথম দিকে গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে অবশ্য চিনতে পেরে আতঙ্ক দূর হয়।