রেড ন‍্যাপড আইবিস

Alipurduar News: বিরল প্রজাতির রেড ন‍্যাপড আইবিস পাখি উদ্ধার! কোথায় পাওয়া যায় গেল

আলিপুরদুয়ার: শ্রীলঙ্কার রেড ন্যাপড আইবিস পাখি উদ্ধার হল আলিপুরদুয়ারের জ্বটেশ্বর এলাকা থেকে।এই পাখিটি দেখতে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। ফালাকাটা ব্লকের জটেশ্বরের সুকান্ত নগর এলাকা থেকে একটি অসুস্থ রেড ন্যাপড আইবিস পাখি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাখিটির ডানায় আঘাত রয়েছে।তাই সেটি উড়তে পারছিল না।

এলাকার বাসিন্দা মানিক সান্যালের কাকা সকলের প্রথমে পাখিটিকে দেখেছিলেন নদীর ধারে। পাখিটি উড়তে পারছিল না। অন্য পাখিদের থেকে এই পাখিটিকে বাঁচানোর জন্য মানিক সান্যালের কাকা নিয়ে আসেন পাখিটিকে।

আরও পড়ুন: মানবিক কেন্দ্রীয় বাহিনী! ভোট দিতে আসা বয়স্কদের পাশে থাকলেন তাঁরা, কী ভাবে জানেন

আরও পড়ুন: প্রবল গরমে কিডনি থাকবে সতেজ! কেবল ‘এই’ ৫ ফলেই শরীরে ম্যাজিক ঘটবে, কাছে ঘেঁষবে না বড়সড় অসুখ, এক নজরে তালিকা

মানিক সান্যাল পাখিটিকে দেখে ফোন করেন বন দফতরে।জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা অসুস্থ ওই পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে পাখিটিকে বেশি দেখা যায় শ্রীলংকাতে। তবে ভারতের দক্ষিণে এই পাখিটি দেখা যায়। এমনি শান্ত স্বভাবের হলেও এই পাখির ডাক খুব তীব্র।

অনন্যা দে