সন্দীপ এখন রয়েছেন প্রেসিডেন্সি জেলের ১০ নম্বর সেলে। সেখানে সর্বক্ষণের জন্য মোতায়েন রয়েছেন নিরাপত্তারক্ষীরাও। প্রথমে তাঁকে ২২ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর সেলে রাখা হয়েছিল। পরে তাঁকে ‘পহেলা ২২’ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর সেলে স্থানান্তরিত করা হয়।

RG Kar Murder case: সিবিআই দফতরে সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি জমা সন্দীপ পত্নীর, ডাকা হবে সঙ্গীতাকে…? বাড়ছে জল্পনা!

কলকাতা: দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষ ও তার স্ত্রীর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল ইডির তরফে। তদন্তে একাধিক বাড়ির হদিস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এই সংক্রান্ত ও সন্দীপের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি সিবিআই দফতরে জমা দিলেন সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। এই সূত্রে আগামী দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে সঙ্গীতা ঘোষকেও। এমনটাই সূত্রের খবর।

এদিকে আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হওয়া আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করাবে সিবিআই। তাঁকে ভার্চুয়ালি পেশের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।