পৌলমীর হতে তৈরি জুয়েলারি 

Siliguri News: দুর্গাপুজোর ফ্যাশন জুয়েলারির মধ্য দিয়ে আরজি কর কান্ডের বিচার চাইলেন শিলিগুড়ির শিল্পী

শিলিগুড়ি: দুর্গাপুজোর থিম হোক বা পুজো, এই সময় আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে অনেক পুজোমণ্ডপেই যে প্রতিবাদ ফুটে উঠবে তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। সেই মতো দুর্গাপুজোর আঙিনায় বিভিন্ন ধরনের প্রতিবাদ পথ বেছে নিয়েছেন একাধিক শিল্পী থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা। তবে দুর্গাপুজোর ফ্যাশন জুয়েলারিতেও অভিনব প্রয়াস শিলিগুড়ির শিল্পী পৌলমী মুন্সীর।  অলংকারেও মূর্ত হল আরজি কর  বিচারের দাবি।

পৌলমীর কথায়, “এই ঘটনা সম্পর্কে সকলেই অবগত। আমি যেহেতু ফ্যাশন জুয়েলারি তৈরি করি। তাই আমার প্রতিবাদ আমি আমার জুয়েলারির মধ্যে দিয়ে করার চেষ্টা করেছি। ” শিল্পীর হাতের কাজ এত নিখুঁত যে না দেখলে বিশ্বাস করা যায় না। বহুদিন ধরেনি পৌলমী এই ফ্যাশন জুয়েলারির ব্যবসা করছেন। তিনি মূলত মাটি, কাঠের সংযোজন করে সেগুলি দিয়ে নানা ধরনের জুয়েলারি বানিয়েছেন এবারের পুজো কালেকশন হিসেবে।

আরও পড়ুন- টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস…

তবে আর জি কর কান্ডের প্রতিচ্ছবি হিসেবে মায়ের বিচারের আশায় তিনি যেই জুয়েলারিটি বানিয়েছেন সেটা সত্যি অনবদ্য। কালো রঙা সুতোর মধ্যে যে পেনডেন্টটা ঝুলছে সেখানে কালো কাপড় বাঁধা ওই অন্ধ বিচার ব্যবস্থাকে যেমন তিনি দেখিয়েছেন ঠিক তেমনি বিভিন্ন পেপার কাটিং বিচার চাই লেখা রয়েছে। আবার অরিজিৎ সিংয়ের সেই গান ‘ আর কবে? ‘ সেটাও তাঁর জুয়েলারির মধ্যে রয়েছে।

আরও পড়ুন- রক্ষকই ভক্ষক! প্রশাসনই প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে কী বলছেন নির্যাতিতার বাবা-মা!

পৌলমীর কথায়, “প্রতি শিল্পীর প্রতিবাদ করার নিজস্ব ভাষা রয়েছে, অরিজিৎ যেমন গান বেঁধে নিজের প্রতিবাদ জারি করেছেন। কেউ বা নাটক করে তাদের প্রতিবাদ করেছে। আর আমি যেহেতু জুয়েলারি আর্টিস্ট। তাই আমি আমার প্রতিবাদটা আমার জুয়েলারির মধ্যে দিয়েই করেছি।”

তিনি আরও বলেন, “এই জুয়েলারি বিক্রি হবে কিনা জানি না। তবে আমি এটি তৈরি করেছি এই ভেবেই যে আরজি কর কান্ডের নির্যাতিতার বিচার কবে হবে তো জানা নেই। সকলে যখন দুর্গাপুজো আসার দিন গুনছে, ঠিক তেমনই দুর্গা মায়ের বিচারটাও কিন্তু এখনও আসা বাকি।”

অনির্বাণ রায়