প্রতিকী ছবি

South 24 Parganas News: সোনারপুরবাসীদের জন্য বড় সুখবর! মুশকিল আসান হতে চলেছে বড় সমস্যার

দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের মতো পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগের উদ্যোগ নিয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানি। রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস শেষ। বাড়িতে অতিরিক্ত সিলিন্ডার নেই। মাথায় হাত গিন্নির। এমন পরিস্থিতিতে মুশকিল আসান হতে চলেছে পাইপ লাইনের গ্যাস। কলকাতা, নিউ টাউনের পর এ বার দক্ষিণ শহরতলির রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় গ্যাস সরবরাহের জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের তত্ত্বাবধানেই এই সংস্থা কাজ করছে।

প্রথম ধাপ হিসেবে মূল রাস্তায় পাইপ বসানোর কাজ শুরু করেছেন বেঙ্গল গ্যাস কর্তৃপক্ষ। ইতিমধ্যে রাজপুর-সোনারপুর পুরসভাকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রথম দফায় পুর এলাকার পূর্ত দফতরের রাস্তাগুলিতে খোঁড়াখুড়ি করে পাইপ বসানো হবে বলে জানা গিয়েছে। সেই কাজ ইতিমধ্যে কামালগাজি বাইপাস, হরিনাভি, হরহরিতলায় শুরু হয়েছে। এই কাজ শেষ হলেই পুরসভার বিভিন্ন ওয়ার্ডের গলি ও অন্য রাস্তাতেও পাইপলাইন বসানো হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: North 24 Parganas News: জেল থেকে উদ্ধার বন্দির ঝুলন্ত দেহ! সিবিআই তদন্তের দাবি পরিবারের

এমন খবরে খুশি সোনারপুরের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা পম্পা দেবনাথ বলেন,”আমরা চার তলার ফ্ল্যাটে থাকি। লিফট নেই। ডেলিভারি বয় উপরে গ্যাস তুলতে চান না। পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হলে আমরা খুব উপকৃত হব।” বৃহত্তর কলকাতার মানুষ যাতে দ্রুত রান্নার গ্যাস ও গাড়ির জন্য গ্যাস পান, সে জন্য বর্ধমান থেকে কলকাতা পর্যন্ত পাইপ লাইন পাতার কাজ চলছে। যে টুকু বাকি আছে তা আগামী ছ-সাত মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।

সুমন সাহা