কল্যাণীতে চালু তিলোত্তমা ক্লিনিক 

RG Kar Protest-Tilottama Clinic: কল্যাণীতে ‘তিলোত্তমা ক্লিনিক’, আন্দোলনের পাশাপাশি চিকিৎসা শুরু করলেন জুনিয়র ডাক্তাররা

কল্যানী: রোগীদের কথা মাথায় রেখে আরজি কর কাণ্ডের প্রতিবাদী আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নদিয়ার কল্যানীতে ‘তিলোত্তমা ক্লিনিক’ থেকে পরিষেবা চালু করলেন। একদিকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ, অন্যদিকে আন্দোলনমঞ্চ থেকেই ‘তিলোত্তমা ক্লিনিক’ প্রতীকী নাম দিয়ে রোগী পরিষেবা। উদ্যোক্তা কল্যাণী মেডিক্যাল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তার ও চিকিৎসক পড়ুয়ারা।

হাসপাতালে ওপিডি চালু থাকলেও পুরোপুরি পরিষেবা দেওয়া যাচ্ছিল না। মানবিকতার খাতিরে সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাঁদের এই চিন্তাভাবনা। পাশাপাশি হাসপাতালের সরকারি প্রেসক্রিপশনে জুনিয়র ডাক্তাররা ‘অভয়া বিচার চাই’ স্ট্যাম্প করে প্রতিবাদ জানাচ্ছেন। এই পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে রোগীরাও। একদিকে প্রতিবাদ, অন্যদিকে পরিষেবার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই।

আরও পড়ুন: ‘দেশের মাটি’র পর ফের তথাগত-পায়েল জুটি, প্রেম-ঘৃণার ওঠাপড়া থেকে নারীর অধিকারের লড়াই, আসছে নতুন ধারাবাহিক

উল্লেখ্য, প্রায় এক মাস ধরে কলকাতা আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। প্রতিবাদের সুর চরেছে রাজ্য তথা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সাধারণ খেটে খাওয়া মানুষেরা লাগাতার বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে যাচ্ছেন আরজি করের নারকীয় ঘটনার বিরুদ্ধে। সাধারণ মানুষেরা বিভিন্ন পদ্ধতিতে নানা রকম প্রতিবাদের ভাষা অবলম্বন করেছেন।

ঠিক সেভাবেই প্রতিবাদের নয়া পন্থা বার করেছেন কল্যাণী মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। ‘তিলোত্তমা ক্লিনিক’-এর মাধ্যমে নিজেদের চিকিৎসক ধর্ম পালন করার পাশাপাশি সেই ক্লিনিক থেকেই তাঁরা প্রতিবাদের নতুন উপায় অবলম্বন করছেন। রোগী এবং তাঁদের পরিবারেরাও তাঁদের প্রতিবাদকে স্বাগত জানান।

Mainak Debnath