Tag Archives: Kalyani

RG Kar Protest-Tilottama Clinic: কল্যাণীতে ‘তিলোত্তমা ক্লিনিক’, আন্দোলনের পাশাপাশি চিকিৎসা শুরু করলেন জুনিয়র ডাক্তাররা

কল্যানী: রোগীদের কথা মাথায় রেখে আরজি কর কাণ্ডের প্রতিবাদী আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নদিয়ার কল্যানীতে ‘তিলোত্তমা ক্লিনিক’ থেকে পরিষেবা চালু করলেন। একদিকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ, অন্যদিকে আন্দোলনমঞ্চ থেকেই ‘তিলোত্তমা ক্লিনিক’ প্রতীকী নাম দিয়ে রোগী পরিষেবা। উদ্যোক্তা কল্যাণী মেডিক্যাল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তার ও চিকিৎসক পড়ুয়ারা।

হাসপাতালে ওপিডি চালু থাকলেও পুরোপুরি পরিষেবা দেওয়া যাচ্ছিল না। মানবিকতার খাতিরে সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাঁদের এই চিন্তাভাবনা। পাশাপাশি হাসপাতালের সরকারি প্রেসক্রিপশনে জুনিয়র ডাক্তাররা ‘অভয়া বিচার চাই’ স্ট্যাম্প করে প্রতিবাদ জানাচ্ছেন। এই পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে রোগীরাও। একদিকে প্রতিবাদ, অন্যদিকে পরিষেবার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই।

আরও পড়ুন: ‘দেশের মাটি’র পর ফের তথাগত-পায়েল জুটি, প্রেম-ঘৃণার ওঠাপড়া থেকে নারীর অধিকারের লড়াই, আসছে নতুন ধারাবাহিক

উল্লেখ্য, প্রায় এক মাস ধরে কলকাতা আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। প্রতিবাদের সুর চরেছে রাজ্য তথা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সাধারণ খেটে খাওয়া মানুষেরা লাগাতার বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে যাচ্ছেন আরজি করের নারকীয় ঘটনার বিরুদ্ধে। সাধারণ মানুষেরা বিভিন্ন পদ্ধতিতে নানা রকম প্রতিবাদের ভাষা অবলম্বন করেছেন।

ঠিক সেভাবেই প্রতিবাদের নয়া পন্থা বার করেছেন কল্যাণী মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। ‘তিলোত্তমা ক্লিনিক’-এর মাধ্যমে নিজেদের চিকিৎসক ধর্ম পালন করার পাশাপাশি সেই ক্লিনিক থেকেই তাঁরা প্রতিবাদের নতুন উপায় অবলম্বন করছেন। রোগী এবং তাঁদের পরিবারেরাও তাঁদের প্রতিবাদকে স্বাগত জানান।

Mainak Debnath

Youth Missing: কল্যাণী ব্রিজ থেকে সোজা গঙ্গায়, বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে হঠাৎ ঝাঁপ যুবকের!

হুগলি: কল্যাণী ব্রীজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের। নিখোঁজ যুবকের নাম সুরজ প্রসাদ (২৪)। বাড়ি হুগলির বাঁশবেড়িয়ায়। ওই যুবকের খোঁজে গঙ্গায় স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হয়। গোটা ঘটনায় হতভম্ব স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া কুন্ডু বাজার এলাকার বাসিন্দা নিখোঁজ সুরজ প্রসাদ। মঙ্গলবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়িতে খবর আসে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন ঈশ্বর গুপ্ত সেতুর উপর থেকে। নিখোঁজ যুবকের বাবা ওম শঙ্কর প্রসাদ জানান, কাজ থেকে ফিরে স্নান করে খেয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোচ্ছে বলে বাড়ি থেকে বের হয়েছিল। কল্যাণীর দিকে গিয়েছিল। রাত আটটা সাড়ে আটটায় ফিরবে বলেছিল। কিন্তু বাড়ি আসেনি। পরে বেশি রাতে খবর পেলাম গঙ্গায় ঝাঁপ দিয়েছে। কেন এমনটা করল বুঝতে পারছি না।

আরও পড়ুন: হাতির হানায় বিপর্যস্ত উত্তর ছেঁকামারি সহ চারটি গ্রাম! নেই যৌথ বনসুরক্ষা কমিটি

ওই যুবকের প্রতিবেশী সুরেশ সিং বলেন, রাত এগারোটা নাগাদ আমরা খবর পেলাম ও গঙ্গায় ঝাঁপ দিয়েছে। খবর পাওয়ার পরেই খোঁজাখুঁজি শুরু হলেও রাতে সন্ধান মেলেনি। এদিকে ওই যুবকের গঙ্গায় ঝাঁপ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে আদৌ সে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল নাকি পিছন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

রাহী হালদার

Durga Puja 2024: দুর্গাপুজোর প্রস্তুতি শুরু, কবে উদ্বোধন হচ্ছে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো, প্রকাশ্যে তারিখ

কল্যাণী: কবে উদ্বোধন হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ? সাধারণ মানুষ কবে থেকে দর্শন করতে পারবেন পুজো মণ্ডপ ও প্রতিমা? কী জানালেন এ বিষয়ে কর্মকর্তারা? তিলোত্তমা কলকাতার থেকে মফস্বলগুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই, তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। বেশ কয়েক বছর আগে তারা দুবাইয়ের বুর্জ খলিফা, মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে। এরপর থেকে থেমে থাকেনি তারা। এরপর তারা দুর্গাপুজোর প্যান্ডেল হিসেবে নির্মাণ করেছিলেন চিনের গ্র্যান্ড লিজবোয়া টাওয়ার।

পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।

আরও পড়ুন: টানা তিনদিন প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা! IMD-র ভয়ঙ্কর সতর্কতা, উত্তরবঙ্গে আর কতদিন দুর্যোগ থাকবে

৩২তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ সজ্জারকাজ!

পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের অরুণ ওয়াট কৃষ্ণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে। যার উচ্চতা হতে চলেছে ১৪০ ফুটের কাছাকাছি এবং চওড়ায় হতে চলেছে ১৩৫ ফুটের কাছাকাছি এমনটাই জানালেন পুজোর কর্মকর্তা অরূপ মুখোপাধ্যায়। একটি নামকরা গয়নার দোকান এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।

এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল। তাই অনেক ভেবেচিন্তে তারা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগের বছর পুজো মণ্ডপের ভেতরটি সম্পূর্ণভাবে কাচের তৈরি করা হয়েছিল। আর এ বছর পুজো মণ্ডপের ভেতরে সাজানো হবে সম্পূর্ণ ঝিনুক দিয়ে।

পুজোর কর্মকর্তা অরূপ বলেন, ”গত বছর মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন আমাদের পুজো। এ বছরও আমরা আশা রাখছি তিনিই উদ্বোধন করবেন। আশা করা যাচ্ছে মহালয়ার দিন উদ্বোধন হতে পারে, আমাদের পুজো মণ্ডপ। তবে সঠিক দিনক্ষণ এখনও সিদ্ধান্ত হয়নি কোনও কিছু। তবে গত দু’বছরের মতো এবছরও কল্যাণীতে দর্শনার্থীদের ঢেউ নামবে পুজোর বেশ কয়েকটি দিন এমনটি মনে করছে পুজোর কর্মকর্তারা।

Mainak Debnath

Durga Puja 2024 Kalyani ITI Luminous Club: থিমের জাদুতে হার মানবে কলকাতা? দুর্গাপুজোয় বিরাট চমক কল‍্যানীর আইটিআই ক্লাবের

তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব
তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব
বেশ কয়েক বছর ধরে তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার, চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে।
বেশ কয়েক বছর ধরে তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার, চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে।
পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।
পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।
৩২ তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ শয্যার কাজ!
৩২ তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ শয্যার কাজ!
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মতো প্রশস্ত হবে।
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মতো প্রশস্ত হবে।
একটি নামকরা গয়নার দোকানের গয়না দিয়ে এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।
একটি নামকরা গয়নার দোকানের গয়না দিয়ে এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।

ITI Luminous Durga Puja Theme: কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের এ বছরের দুর্গা পুজোর থিম কী জানেন? রয়েছে বিরাট চমক!

কল্যাণী: তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদীয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব। বেশ কয়েক বছর আগে তারা দুবাইয়ের বুর্জ খলিফা, মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে। এরপর থেকে থেমে থাকেনি তারা।

এরপর তারা দুর্গাপুজোর প্যান্ডেল হিসেবে নির্মাণ করেছিলেন চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ার! পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।

আরও পড়ুন- চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

৩২ তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই পার্ক লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গেল মন্ডপ শয্যার কাজ! পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মতো প্রশস্ত হবে। একটি নামকরা গয়নার দোকান এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত…! ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কা! টানা ৩ দিন ভারী বৃষ্টি-ঝড়-বজ্রপাতে ফালাফালা উত্তর ভারত, কী হবে বাংলায়?

কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো। বুর্জ খলিফা থেকে শুরু করে ১৬০ ফুট উচ্চতার ম্যাকাওয়ের হোটেল ও ক্যাসিনো গ্রান্ড লিসবোয়ার আদলে মণ্ডপ গড়ে রীতিমতো গোটা রাজ্যে চর্চার কেন্দ্রে উঠে আসে এই পুজো কমিটি। এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।

Mainak Debnath

Bike Accident: বাবা-ছেলের বাইকে ধাক্কা গাড়ির, কল্যাণীতে মুহূর্তে শেষ বাবার জীবন, হাসপাতালে মৃত্যু ছেলেরও

কল্যাণী: ছেলেকে টিউশন থেকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন বাবা। আচমকাই একটি চার চাকার গাড়ি এসে সজোরে ধাক্কা মারে বাইকে। আর এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে মৃত্যু হয় ওই ব্যক্তির। আর পরে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় ছেলের। বৃহস্পতিবার মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর আইটি পার্কের কাছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ছেলেকে নিয়ে টিউশন থেকে ফেরার সময় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাইকে করে জেআইএস মোড় থেকে বুদ্ধ পার্কের দিকে যাচ্ছিলেন উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা ৪৬ বছরের অরূপ কুমার দাস। একই সময়ে একই দিক থেকে একটি চার চাকা গাড়ি বুদ্ধ পার্কের দিকে আসছিল।

আরও পড়ুন: ৬২২ কোটির মালিক! দ্বিতীয় দফার সবচেয়ে বড়লোক প্রার্থীর পরিচয় জানলে চমকে উঠবেন

আচমকা চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অরূপবাবুর বাইকে সজোরে ধাক্কা মারে। যার জেরে সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর। জখম অবস্থায় ছেলেকে উদ্ধার করে কল্যাণীর জহরলাল নেহরু মেডিক্যাল কলেজ অফ মেডিসিন ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু, সেখানে আসার পরেই চিকিৎসরা ছেলেটিকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।