৫৫ লাখ টাকায় আটকে ছিল মাইনে! রিঙ্কু সিং এবার বাজার কাঁপাবে, কেকেআর কত দেবে জানেন?

তাঁর মাইনে আটকে ছিল ৫৫ লাখ টাকায়। কেকেআর তাঁকে প্রাপ্য পারিশ্রমিক দিচ্ছে না, এমন অভিযোগ ছিল অনেকের। তবে রিঙ্কু সিং নিজে কখনও এই নিয়ে কোনও অভিযোগ করেননি।
তাঁর মাইনে আটকে ছিল ৫৫ লাখ টাকায়। কেকেআর তাঁকে প্রাপ্য পারিশ্রমিক দিচ্ছে না, এমন অভিযোগ ছিল অনেকের। তবে রিঙ্কু সিং নিজে কখনও এই নিয়ে কোনও অভিযোগ করেননি।
রিঙ্কু অবশ্য বরাবর বলে এসেছেন, তাঁকে কেকেআর যে টাকাটা দিচ্ছে তিনি তাতেই খুশি। কেকেআর ম্যানেজমেন্ট-এর প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই।
রিঙ্কু অবশ্য বরাবর বলে এসেছেন, তাঁকে কেকেআর যে টাকাটা দিচ্ছে তিনি তাতেই খুশি। কেকেআর ম্যানেজমেন্ট-এর প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই।
২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন-এর নিয়ম ঘোষণা করেছে বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই নিজেদের মতো করে দল সাজানের পরিকল্পনা শুরু করে দিয়েছে। আর তাতে এবার বড়সড় লাভ হতে পারে রিঙ্কু সিংয়ের।
২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন-এর নিয়ম ঘোষণা করেছে বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই নিজেদের মতো করে দল সাজানের পরিকল্পনা শুরু করে দিয়েছে। আর তাতে এবার বড়সড় লাভ হতে পারে রিঙ্কু সিংয়ের।
নতুন নিয়ম অনুযায়ী, ৬ জন প্লেয়ার রিটেইন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। অকশনে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যাবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য ১২০ কোটির পার্স। দল সাজাতে হবে সেই টাকাতেই।
নতুন নিয়ম অনুযায়ী, ৬ জন প্লেয়ার রিটেইন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। অকশনে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যাবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য ১২০ কোটির পার্স। দল সাজাতে হবে সেই টাকাতেই।
কোনও টিম ৫ জন প্লেয়ার রিটেন করতে চাইলে ৭৫ কোটি টাকা সেই পাঁচ জনের জন্যই খরচ হবে। ধরা যাক, কলকাতা নাইট রাইডার্স ৬ জনকে রিটেইন করবে। সেক্ষেত্রে তাঁরা কারা হতে পারেন!
কোনও টিম ৫ জন প্লেয়ার রিটেন করতে চাইলে ৭৫ কোটি টাকা সেই পাঁচ জনের জন্যই খরচ হবে। ধরা যাক, কলকাতা নাইট রাইডার্স ৬ জনকে রিটেইন করবে। সেক্ষেত্রে তাঁরা কারা হতে পারেন!
১৮ কোটি, ১৪ কোটি এবং ১১ কোটি। প্রথম তিন ক্রিকেটারের জন্য খরচ হবে এত টাকা। ১৮ এবং ১৪ কোটি। টাকা খরচ হবে পরের ২ জনের জন্য।
১৮ কোটি, ১৪ কোটি এবং ১১ কোটি। প্রথম তিন ক্রিকেটারের জন্য খরচ হবে এত টাকা। ১৮ এবং ১৪ কোটি। টাকা খরচ হবে পরের ২ জনের জন্য।
কেকেআর মিচেল স্টার্ককে  প্রথম প্লেয়ার হিসেবে রিটেইন করলে এবার খরচ ১৮ কোটি টাকা। দ্বিতীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল হলে খরচ ১৪ কোটি টাকা। তৃতীয় ক্রিকেটার রিঙ্কু সিং হলেই ১১ কোটি টাকা।
কেকেআর মিচেল স্টার্ককে প্রথম প্লেয়ার হিসেবে রিটেইন করলে এবার খরচ ১৮ কোটি টাকা। দ্বিতীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল হলে খরচ ১৪ কোটি টাকা। তৃতীয় ক্রিকেটার রিঙ্কু সিং হলেই ১১ কোটি টাকা।
দ্বিতীয় স্ল্যাবে শ্রেয়স আইয়ার ও সুনীল নারিনকে রিটেইন করলে কেকেআরের খরচ হবে ১৮ ও ১৪ কোটি টাকা। হর্ষিত রানার জন্য কেকেআর আরটিএম কার্ড ব্যবহার করতে পারে।
দ্বিতীয় স্ল্যাবে শ্রেয়স আইয়ার ও সুনীল নারিনকে রিটেইন করলে কেকেআরের খরচ হবে ১৮ ও ১৪ কোটি টাকা। হর্ষিত রানার জন্য কেকেআর আরটিএম কার্ড ব্যবহার করতে পারে।