প্রতীকী ছবি

Indian Railways update: বিরাট দুর্ভোগের আশঙ্কা, গঙ্গায় জলস্তর বৃদ্ধির জের! বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের

কলকাতা: গঙ্গায় জলস্তর বৃদ্ধির কারণে বেশ কিছু এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হল উত্তর-পূর্ব রেলের তরফ থেকে। মূলত গঙ্গার উপর অবস্থিত ১৯৫ নম্বর ব্রিজের কাছাকাছি জল উঠে আসে, ৩০ মিলিমিটার পর্যন্ত জলস্তর বেড়েছে। গ্রিডারের উপরিভাগ পর্যন্ত জল উঠে আসায় আপ-ডাউন দুই লাইনেই রতনপুর এবং বারিয়ারপুর গামী জামালপুর-ভাগলপুর সেকশন ২১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ থেকে বন্ধ থাকবে। ওই লাইনে মালগাড়িও চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এছাড়াও ২২ তারিখে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: অসম্ভব কাজের চাপ! সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন চেন্নাইয়ের এই যুবক

১৩০১৬/১৩০১৫ জামালপুর-হাওড়া-জামালপুর এক্সপ্রেস
১৩৩৩৩/ ১৩৩৩৪ পাটনা-দুমকা-পাটনা এক্সপ্রেস
১৩৪০১/ ১৩৪০২ ভাগলপুর-দানাপুর- ভাগলপুর ইন্টারসিটি এক্সপ্রেস
১৩৪০১/১৩৪০২ সারায়গড়-দেওঘর- সারায়গড় এক্সপ্রেস
০৩৪০৬/ ০৩৪০৫ জামালপুর- ভাগলপুর- জামালপুর প্যাসেঞ্জার
০৫৪১৬/ ০৫৪১৫ জামালপুর- সাহিবগঞ্জ- জামালপুর প্যাসেঞ্জার
০৫৪০৮ জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার
০৩৪৬০/ ০৩৪৫৯ জামালপুর-ভাগলপুর- জামালপুর স্পেশাল
০৩৪৩৩/০৩৪৩৪ জামালপুর-কিউল-জামালপুর মেমু এক্সপ্রেস
(বাতিল ঘোষণা করা হয়েছে।)

আরও পড়ুন: অক্টোবর মাসে পাঁচ-পাঁচদিন ছুটি…!! কবে কবে বন্ধ থাকবেই সরকারি স্কুল-কলেজ-অফিস?

কিছু ট্রেনকে ঘুরপথেও চালানো হচ্ছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। সেইগুলি হল
১২৩৬৭ ভাগলপুর- আনন্দ বিহার এক্সপ্রেস ( বাঁকা- জসিডি পথে ঘোরানো হবে)
১৩২৪২ বাঁকা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস ( বাঁকা- জসিডি পথে ঘোরানো হবে)
২২৩১১ গোড্ডা- এলটিটি এক্সপ্রেস (দুমকা- জসিডি পথে ঘোরানো হবে)
০৮৬০১/০৮৬০২ রাঁচি-ভাগলপুর- রাঁচি এক্সাম স্পেশাল (বাঁকা- জসিডি পথে ঘোরানো হবে)
১৩০২৪ গয়া- হাওড়া এক্সপ্রেস ( কিউল-ঝাঝা- আসানসোল পথে ঘোরানো হবে)
এছাড়াও
১৩৪১০ মালদা টাউন এক্সপ্রেস (কিউলের বদলে সুলতানগঞ্জ পর্যন্ত যাবে)
০৫৪০৭ রামপুরহাট- গয়া প্যাসেঞ্জার (সাহিবগঞ্জ পর্যন্ত যাবে)
১৩০৩১ হাওড়ার-জয়নগর এক্সপ্রেস (কাহালগাঁও পর্যন্ত যাবে)
১৩০৩২ জয়নগর- হাওড়া এক্সপ্রেস (কাহালগাঁও পর্যন্ত যাবে)