গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে CBI-এর মামলায় জামিনের রায়ে বড়সড় স্বস্তি অনুব্রত মণ্ডলের। যদিও জামিন পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না অনুব্রত। গরু পাচার মামলায় অবশেষে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। গরু পাচার মামলায় বস্তুত শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘কেষ্ট মণ্ডল'। সুপ্রিম কোর্টের নির্দেশ, অনুব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত।

Anubrata Mondal Bail: কী কারণে অনুব্রত মণ্ডল জামিন পেলেন জানেন? আসল কারণ শুনলে মাথা ঘুরে যাবে! দেখুন

গরু পাচারের অভিযোগে ইডির মামলাতেও জামিন পেয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। সব দিক ঠিক থাকলে সোমবারই তিহাড় জেল থেকে মুক্ত হতে পারেন অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বাড়িতে একেবারে উৎসবের পরিবেশ। রীতিমতো বাজি ফাটানো হচ্ছে। বাড়ি সংস্কার করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে ঠিক কীসের ভিত্তিতে জামিন পেলেন অনুব্রত? বাংলায় লেখা সেই বয়ান দেখে বুঝতে পারছেন না বিচারকরা। এমনকী সেই বয়ান ইংরেজিতে অনুবাদ করার জন্য় ইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ইডি তা করে উঠতে পারেনি।