Tag Archives: North Bengal trains

Indian Railways update: বিরাট দুর্ভোগের আশঙ্কা, গঙ্গায় জলস্তর বৃদ্ধির জের! বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের

কলকাতা: গঙ্গায় জলস্তর বৃদ্ধির কারণে বেশ কিছু এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হল উত্তর-পূর্ব রেলের তরফ থেকে। মূলত গঙ্গার উপর অবস্থিত ১৯৫ নম্বর ব্রিজের কাছাকাছি জল উঠে আসে, ৩০ মিলিমিটার পর্যন্ত জলস্তর বেড়েছে। গ্রিডারের উপরিভাগ পর্যন্ত জল উঠে আসায় আপ-ডাউন দুই লাইনেই রতনপুর এবং বারিয়ারপুর গামী জামালপুর-ভাগলপুর সেকশন ২১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ থেকে বন্ধ থাকবে। ওই লাইনে মালগাড়িও চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এছাড়াও ২২ তারিখে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: অসম্ভব কাজের চাপ! সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন চেন্নাইয়ের এই যুবক

১৩০১৬/১৩০১৫ জামালপুর-হাওড়া-জামালপুর এক্সপ্রেস
১৩৩৩৩/ ১৩৩৩৪ পাটনা-দুমকা-পাটনা এক্সপ্রেস
১৩৪০১/ ১৩৪০২ ভাগলপুর-দানাপুর- ভাগলপুর ইন্টারসিটি এক্সপ্রেস
১৩৪০১/১৩৪০২ সারায়গড়-দেওঘর- সারায়গড় এক্সপ্রেস
০৩৪০৬/ ০৩৪০৫ জামালপুর- ভাগলপুর- জামালপুর প্যাসেঞ্জার
০৫৪১৬/ ০৫৪১৫ জামালপুর- সাহিবগঞ্জ- জামালপুর প্যাসেঞ্জার
০৫৪০৮ জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার
০৩৪৬০/ ০৩৪৫৯ জামালপুর-ভাগলপুর- জামালপুর স্পেশাল
০৩৪৩৩/০৩৪৩৪ জামালপুর-কিউল-জামালপুর মেমু এক্সপ্রেস
(বাতিল ঘোষণা করা হয়েছে।)

আরও পড়ুন: অক্টোবর মাসে পাঁচ-পাঁচদিন ছুটি…!! কবে কবে বন্ধ থাকবেই সরকারি স্কুল-কলেজ-অফিস?

কিছু ট্রেনকে ঘুরপথেও চালানো হচ্ছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। সেইগুলি হল
১২৩৬৭ ভাগলপুর- আনন্দ বিহার এক্সপ্রেস ( বাঁকা- জসিডি পথে ঘোরানো হবে)
১৩২৪২ বাঁকা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস ( বাঁকা- জসিডি পথে ঘোরানো হবে)
২২৩১১ গোড্ডা- এলটিটি এক্সপ্রেস (দুমকা- জসিডি পথে ঘোরানো হবে)
০৮৬০১/০৮৬০২ রাঁচি-ভাগলপুর- রাঁচি এক্সাম স্পেশাল (বাঁকা- জসিডি পথে ঘোরানো হবে)
১৩০২৪ গয়া- হাওড়া এক্সপ্রেস ( কিউল-ঝাঝা- আসানসোল পথে ঘোরানো হবে)
এছাড়াও
১৩৪১০ মালদা টাউন এক্সপ্রেস (কিউলের বদলে সুলতানগঞ্জ পর্যন্ত যাবে)
০৫৪০৭ রামপুরহাট- গয়া প্যাসেঞ্জার (সাহিবগঞ্জ পর্যন্ত যাবে)
১৩০৩১ হাওড়ার-জয়নগর এক্সপ্রেস (কাহালগাঁও পর্যন্ত যাবে)
১৩০৩২ জয়নগর- হাওড়া এক্সপ্রেস (কাহালগাঁও পর্যন্ত যাবে)

Mitali Express Train: রেলযাত্রীদের জন‍্য বড় খবর, বাতিল মিতালি এক্সপ্রেস! কবে কবে চলবে না ট্রেন? সামার স্পেশ্য়ালেও বিরাট বদল!

জলপাইগুড়ি: বাংলাদেশে ইদ উৎসব পালনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে আলোচনা করে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ট্রেন নং. ১৩১৩২/১৩১৩১ (নিউ জলপাইগুড়ি-ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেসের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়াও যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন নং. ০৬২২১/০৬২২২ (মাইসোর-মুজাফফরপুর-মাইসোর)-এর পরিষেবা দুই ট্রিপের জন্য এবং ট্রেন নং. ০১৬৬৫/০১৬৬৬ (রানি কমলাপতি-আগরতলা-রানি কমলাপতি)-এর পরিষেবা যথাক্রমে উভয় দিক থেকে ২৬টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি বিদ্যমান পরিষেবার দিন, সময়সূচি ও স্টপেজের মধ্যেই চলাচল করবে।

সেই অনুযায়ী, ১২, ১৬ ও ১৯ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৩২ (নিউ জলপাইগুড়ি-ঢাকা) মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। ১৩, ১৭ ও ২০ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৩১ (ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। বাংলাদেশে ইদ উৎসবের পরে আবার মিতালি এক্সপ্রেসের স্বাভাবিক পরিষেবা চালু হবে।

ট্রেন নং. ০৬২২১ (মাইসোর-মুজাফফরপুর) স্পেশ্যালের পরিষেবা ১৭ জুন থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ০৬২২২ (মুজাফফরপুর-মাইসোর) স্পেশ্যালের পরিষেবা ২০ জুন থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: একটানা বৃষ্টি, ঝড়ের দাপট! উত্তরের আবহাওয়ায় দুর্যোগের সতর্কতা, কোন কোন জেলা ভিজবে? এক নজরে

একইভাবে ট্রেন নং. ০১৬৬৫ (রানি কমলাপতি-আগরতলা) সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশ্যালের পরিষেবা ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশ্যালের পরিষেবা ৩০ জুন থেকে ২৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনগুলির পরিষেবা বৃদ্ধি করার ফলে সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন।

Summer Special Trains: গরমের ছুটিতে পাহাড়? চালু হল একাধিক সামার স্পেশ্যাল! কলকাতা থেকে নতুন ট্রেন কী কী, রইল তালিকা

মালদহ: এপ্রিলের প্রায় মাঝামাঝি, বাংলার নতুন বছরও এসে গিয়েছে। গাছের গুটি আমেও ধীরে ধীরে রং ধরার সময় হয়ে এল। এর মধ্যে সামনে হাতছানি দিচ্ছে গরমের ছুটি। সদ্য সমাপ্ত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্সের গণ্ডি কাটিয়ে বাবা-মায়ের সঙ্গে একটু নতুন জায়গায় বেড়াতে যাওয়ার সময় আসন্ন। পূর্ব রেল ইতিমধ্যেই রাজ্যবাসীর চাহিদার কথা মাথায় রেখে ভারতের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে, যেমন, হাওড়া- হিসার স্পেশ্যাল, হাওড়া- নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, হাওড়া- রক্সৌল স্পেশ্যাল, শিয়ালদহ- জাগি রোড স্পেশ্যাল, শিয়ালদহ- লখনউ স্পেশ্যাল, কলকাতা- জয়নগর স্পেশ্য়াল, মালদা টাউন- নিউ দিল্লি স্পেশ্যাল, মালদা টাউন- আনন্দ বিহার স্পেশ্যাল, ভাগলপুর- নিউ দিল্লি স্পেশ্যাল, আসানসোল – জয়পুর স্পেশ্যাল এবং আসানসোল- আনন্দ বিহার স্পেশ্যাল ট্রেন।

আরও পড়ুন: ‘নজরে কোচবিহার’! প্রথম দফার লোকসভা নির্বাচনের আর দেরি নেই! কত ভোটার, লড়ছেন কতজন

জনপ্রিয় রুটে চালানো এই ট্রেনগুলি ইতিমধ্যেই যাত্রীসাধারণের মনে যথেষ্ট সাড়া পেয়েছে। এর মধ্যে কিছু ট্রেনে ইতিমধ্যেই সিট বুকিং-এর পরিসংখ্যান ১০০ শতাংশের বেশি। যেমন  হাওড়া- হিসার স্পেশ্যাল ১৫ এপ্রিলে সমস্ত শ্রেণীতে গড় ১৫২%, হাওড়া- রক্সৌল স্পেশ্যালে ২০ এপ্রিলে গড় অকুপেন্সি (occupancy) ১২৩%, কলকাতা- জয়নগর স্পেশ্য়ালে ১৯ এপ্রিলে গড় অকুপেন্সি  ১২৪%,  মালদা টাউন – নিউ দিল্লি স্পেশালে ১৮, ২১ এবং ২৫ এপ্রিলে গড় অকুপেন্সি  প্রায় ১০০ শতাংশ।

পূর্ব রেলের বাকি স্পেশ্যাল ট্রেনগুলিতেও টিকিটের চাহিদা উর্দ্ধমুখী এবং খুব শীঘ্রই তা ১০০% ছাড়িয়ে যাবে।  অতএব, যাত্রীরা যত শীঘ্র সম্ভব যদি আসন সংরক্ষণ করেন, তত বেশি ‘কন্ফার্মড টিকিট’ পাওয়ার সম্ভাবনা বেশি।  টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ‘early bird’ সবসময়েই সুবিধা পায় , কারণ সেক্ষেত্রে প্রথমদিকে “ঠায় নেই, ঠায় নেই” ভাবটা থাকে না। স্বাচ্ছন্দ এবং আরামদায়ক যাত্রার জন্য পূর্ব রেলওয়ে বদ্ধপরিকর। সমস্ত স্পেশ্যাল ট্রেনগুলিতে পরিচ্ছন্নতা ও সময়ানুবর্তিতায় গুরুত্ব দেওয়া হয়েছে যাতে যাত্রীরা তাদের পারিবারিক ভ্রমণ আনন্দের সঙ্গে উপভোগ করতে পারেন।

এছাড়াও, অন্য রেলের ঘোষণা করা আরও বেশ- কিছু গ্রীষ্মকালীন স্পেশ্যাল ট্রেন পূর্ব রেল থেকে ছাড়ছে যেমন, হাওড়া- মাদার জং স্পেশ্যাল, মালদা টাউন- উধনা স্পেশ্যাল, ভাগলপুর – উধনা স্পেশ্যাল, মালদা টাউন- বেঙ্গালুরু স্পেশ্যাল, আসানসোল- মুম্বই স্পেশ্য়াল। এর মধ্যে হাওড়া-মাদার জং স্পেশ্যাল ট্রেনের অকুপেন্সি রেট ইতিমধ্যে ১০০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও মালদা থেকে উত্তর ভারতগামী ট্রেনগুলির চাহিদাও ক্রমবর্ধমান।