শিশামারা

Alipurduar News: ভুটান পাহাড়ের নদীর জল ঢুকছে জলদাপাড়া অভয়ারণ‍্যে! সংকটে বন্যপ্রাণ

আলিপুরদুয়ার: এবারে নদী ভাঙ্গনের কবলে জলদাপাড়ার বনাঞ্চল।ভুটানের শিসামারা নদীর জল ঢুকে পড়ছে জলদাপাড়া জঙ্গল ও সংলগ্ন গ্রামে। আলিপুরদুয়ার জেলায় টানা বৃষ্টির জেরে শিসামারা নদীর জল ফুঁসছে। বর্তমানে বাঁধ ভেঙ্গে গ্রামে ঢুকে পড়েছে নদীর জল। ভুটান থেকে ধেয়ে আসা নদী শিসামারা। এই নদী এলাকার ত্রাসে পরিণত হয়েছে। জঙ্গল থেকে অনেক গাছ ভেসে আসছে নদীর জলে।

ভয়াবহ রূপ নিয়েছে নদী আতঙ্কিত রয়েছে গোটা জলদাপাড়ার মানুষজন। রাতে দুচোখের পাতা এক করতে পারেন না এলাকাবাসীরা। নদীর জল পুরো গ্রাম ডুবিয়ে দেবে বলে আশঙ্কা তাঁদের। প্রশাসনের কোনও আধিকারিক এলাকায় পৌঁছায়নি বলেও অভিযোগ। তবে ভারত ভুটান নদী কমিশনের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

আরও পড়ুন:জঙ্গল থেকে বেরিয়ে হাতির বৃষ্টি বিলাস! দেখুন সেই ভিডিও

সুমনবাবু জানান,”বৃষ্টি প্রবণ এলাকা ডুয়ার্স। বর্ষাকালের এই এলাকায় বৃষ্টি হয় সেটাই স্বাভাবিক। কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ভুটান পাহাড়ের নদী ক্ষতিগ্রস্ত করছে আলিপুরদুয়ার জেলাকে। ভারত ভুটান নদী কমিশন নিয়ে কেন্দ্রকে এগিয়ে আসতে হবে।” শিসামারা নদী শুধু জলদাপাড়া অভয়ারণ্য নয়,পাশাপাশি বন্যজন্তুদেরও ক্ষতি করবে বলে আশঙ্কা সকলের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey