বাইক দুর্ঘটনা। প্রতীকী ছবি।

Accident Death: জামাইষষ্ঠীর দিনেই মহাসর্বনাশ! মাংস কিনতে গিয়েছিলেন, রাস্তাতেই বইল রক্তগঙ্গা, গোঘাটে তুলকালাম

আরামবাগ: জামাইষষ্ঠীর মাংস কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকায়। আর এই দুর্ঘটনাকে ঘিরেই দফায় দফায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। দীর্ঘ সময় ধরে চলে রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভ দেখানো হয় পুলিশকে ঘিরে। জানা গিয়েছে, মৃতের নাম প্রতীক ঘোষ। বাড়ি গোঘাটের সেনাই গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে দিদি জামাইবাবু আসবে, সেই আনন্দে বুধবার সকালে জামাইষষ্ঠীর মাংস কিনতে বাইকে করে বেড়িয়েছিল প্রতীক। বেঙ্গাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ উল্টোদিক থেকে আসা কোতুলপুর গামী একটি লরি তাঁকে ধাক্কা মারে।একেবারে পিষে দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতীক ঘোষের। রক্তাক্ত মৃতদেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পড়ে থাকতে দেখে প্রতিবাদে নামে স্থানীয়রা।প্রথমে অবরোধ করে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক, পরে পুলিশ গিয়ে অবরোধ তুলতে গেলে তাঁদের ঘিরেও দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়।

আরও পড়ুনঃ কিছুক্ষণেই শুরু তুমুল ঝড়বৃষ্টি, ৬ জেলায় বজ্রপাতের কড়া সতর্কতা, কলকাতায় নামবে ঠিক কখন? এল বিরাট আপডেট

একদিকে ঘটনাস্থলে দেরিতে যাওয়া, অন্যদিকে ট্রাফিক ব্যবস্থা উন্নত করার দাবির পাশাপাশি মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবি তুলে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ ও অবরোধের জেরে প্রায় ঘণ্টা দেড়েক যানচলাচল বন্ধ হয়ে যায় আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কে, পরে পুলিশের আশ্বাসে উঠে অবরোধ। পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে, যদিও চালক এখনও পলাতক।

বাপন সাঁতরা