Tag Archives: Jamaisasthi 2024

Jamai Sasthi 2024: গরমে কাহিল কারিগররা যেতে চাইছেন না ভিয়েনের সামনে, জামাইয়ের পাতের মিষ্টিতে টান

পশ্চিম বর্ধমান: উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গ এই মুহূর্তে তীব্র গরমে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। প্যাচপ্যাচে ঘাম নিয়েই এবার জামাইষষ্ঠী সারতে হচ্ছে জামাইদের। কিন্তু বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে এবারের জামাইষষ্ঠীর রীতিতে। অনেকেই অনেক চেষ্টা করেও জামাইয়ের জন্য পছন্দসই মিষ্টি কিনতে পারেননি। কারণ এই গরমে মিষ্টি তৈরির কারিগররা ভালভাবে কাজ করতে পারছেন না।

মিষ্টি তৈরির ক্ষেত্রে কারিগরদের সারাক্ষণ প্রবল উত্তাপে জ্বলতে থাকা উনুন বা ভিয়েনের সামনে কাজ করতে হয়। দুধ জাল দেওয়া, সেটাকে ভালমত পাক দিয়ে নির্ধারিত মাত্রায় নিয়ে আসা এই সব কিছুই উনুনে হয়। কিন্তু এই তীব্র গরমে মিষ্টি তৈরির কারিগররা সহজে উনুনের সামনে যেতে চাইছেন না। আর তাতেই জামাইদের পাতে মিষ্টিতে টান পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক জায়গাতেই চাহিদা অনুযায়ী মিষ্টি পাননি শ্বশুররা।

আর‌ও পড়ুন: বর্ষা আসতেই জল বেড়েছে তোর্ষায়, দুশ্চিন্তার প্রহর গুনছে মধুপুর

যে কারণে প্রত্যেক বছর জামাইষষ্ঠীতে যে বিভিন্ন ধরনের মিষ্টি দোকানগুলিতে পাওয়া যায়, সেখানে এবারে মিষ্টির ভ্যারাইটি অনেক কম। শহরের বিভিন্ন নামিদামি দোকানগুলিতে গিয়ে দেখা গিয়েছে, যেখানে প্রত্যেক বছর জামাইষষ্ঠী উপলক্ষে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের মিষ্টি বানানো হয়, সেখানে দু-এক রকমের সন্দেশ ছাড়া আর তেমন কিছু নেই। তাছাড়াও জামাইষষ্ঠীর আগে মিষ্টির দোকানগুলিতে যেভাবে লম্বা লাইন দেখা যায়, সেই ছবিটাও এবার যেন অনেকটাই ফিকে হয়েছে।

বিক্রেতারা বলছেন, বাজার ভীষণভাবে খারাপ। প্রথমত কারিগররা মিষ্টি তৈরি করতে পারছেন না। তীব্র গরমের কারণে তাঁরা বেশিক্ষণ উনুনের সামনে থাকতেই পারছেন না। ফলে মিষ্টি তৈরিতে টান পড়েছে। আবার মানুষজনও সেইভাবে দোকানে আসছেন না। জামাইষষ্ঠীতে যে লাভের আশা মিষ্টি বিক্রেতাদের থাকে, এবারে সেই লাভে ভাটা পড়ছে। আবার গরমের ছোবলে জামাইদের পাতেও মিষ্টিতে টান পড়েছে।

ক্রেতারা বলছেন, জামাইষষ্ঠীতে বিভিন্ন রকম মিষ্টি সাজিয়ে জামাইয়ের পাতে তুলে দিতে হয়। এটাই রীতি। কিন্তু দোকানে এবছর সেইভাবে ভ্যারাইটি মিষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। খালি জামাইষষ্ঠী উপলক্ষে বানানো কিছু সন্দেশ রয়েছে। আবার অনেক দোকানে তো সারা বছর যেরকম মিষ্টি পাওয়া যায়, তার থেকেও কম মিষ্টি রয়েছে এই সময়। আবার কেউ কেউ বলছেন, এই গরমের কারণে জামাইষষ্ঠীর অনুষ্ঠান তাঁরা বাতিল করেছেন। নমো নমো করে সেরে ফেলছেন নিয়ম রক্ষার কাজটুকু।

নয়ন ঘোষ

Accident Death: জামাইষষ্ঠীর দিনেই মহাসর্বনাশ! মাংস কিনতে গিয়েছিলেন, রাস্তাতেই বইল রক্তগঙ্গা, গোঘাটে তুলকালাম

আরামবাগ: জামাইষষ্ঠীর মাংস কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকায়। আর এই দুর্ঘটনাকে ঘিরেই দফায় দফায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। দীর্ঘ সময় ধরে চলে রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভ দেখানো হয় পুলিশকে ঘিরে। জানা গিয়েছে, মৃতের নাম প্রতীক ঘোষ। বাড়ি গোঘাটের সেনাই গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে দিদি জামাইবাবু আসবে, সেই আনন্দে বুধবার সকালে জামাইষষ্ঠীর মাংস কিনতে বাইকে করে বেড়িয়েছিল প্রতীক। বেঙ্গাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ উল্টোদিক থেকে আসা কোতুলপুর গামী একটি লরি তাঁকে ধাক্কা মারে।একেবারে পিষে দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতীক ঘোষের। রক্তাক্ত মৃতদেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পড়ে থাকতে দেখে প্রতিবাদে নামে স্থানীয়রা।প্রথমে অবরোধ করে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক, পরে পুলিশ গিয়ে অবরোধ তুলতে গেলে তাঁদের ঘিরেও দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়।

আরও পড়ুনঃ কিছুক্ষণেই শুরু তুমুল ঝড়বৃষ্টি, ৬ জেলায় বজ্রপাতের কড়া সতর্কতা, কলকাতায় নামবে ঠিক কখন? এল বিরাট আপডেট

একদিকে ঘটনাস্থলে দেরিতে যাওয়া, অন্যদিকে ট্রাফিক ব্যবস্থা উন্নত করার দাবির পাশাপাশি মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবি তুলে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ ও অবরোধের জেরে প্রায় ঘণ্টা দেড়েক যানচলাচল বন্ধ হয়ে যায় আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কে, পরে পুলিশের আশ্বাসে উঠে অবরোধ। পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে, যদিও চালক এখনও পলাতক।

বাপন সাঁতরা

Jamaisasthi Rasagolla: মাত্র ১ মিনিটে ২.৫ হাজার রসগোল্লা! জামাইষষ্ঠীর জন্য হাবড়ার এই দোকানে মোট কটা মিষ্টি বানানো হল জানেন!

উত্তর ২৪ পরগনা: জামাইষষ্ঠী উপলক্ষে হাবরার এই প্রসিদ্ধ মিষ্টির দোকানে এক লক্ষ রসগোল্লা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছিল। তাই সর্বক্ষণই প্রায় জ্বলছে চারটি উনুন। গরমকে উপেক্ষা করেই কাজ করছেন কর্মীরা। আর এই লক্ষ্যমাত্রা নেওয়ার পেছনে আসল কাজ করছে এক বিশেষ মেশিন। যে মেশিনে এক মিনিটে প্রায় আড়াই হাজারের মতো রসগোল্লা তৈরি করতে পারে।

আরও পড়ুন: আম-কাঁঠাল থেকে আলু-পেঁয়াজ… হাত দিলেই ছ্যাঁকা! হুহু করে বাড়ছে বাজারদর, মূল্যবৃদ্ধি নিয়ে ভয়ঙ্কর খবর

এখন এই লক্ষাধিক টাকার দু’টি মেশিন দিয়েই হাবরার জনতা মিষ্টান্ন ভাণ্ডারে কাটিং হয়ে তৈরি হচ্ছে রসগোল্লা। দোকান মালিক জানান, জামাইষষ্ঠী উপলক্ষে প্রায় পাঁচ থেকে ছয় রকমের রসগোল্লা করা হয়েছে। পাশাপাশি রসমালাই থেকে শুরু করে নানা রকমের মিষ্টির সম্ভার থাকছে জামাইষষ্ঠী উপলক্ষে। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গোটা হাবরা এলাকার মধ্যে সেরা রসগোল্লা তৈরি হয় এই দোকানেই। তাই জামাইষষ্ঠীর মতো বিশেষ অনুষ্ঠানে এই রসগোল্লাই পাতে চান সকলে।

ক্রেতাদের ইচ্ছাপূরণের পাশাপাশি ব্যবসায়িক লাভ ঘরে তুলতেই বিশেষ এই মেশিনে এখন প্রস্তুত হচ্ছে রসগোল্লা। দোকান মালিকও জানালেন গত কয়েকদিন ধরে যেভাবে বিক্রি হচ্ছে রসগোল্লা তাতে আশা করছেন লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই মেশিনে ৭ টাকা, ১০ টাকা, ১৫ টাকা এমনকি ২০ টাকারও রসগোল্লা তৈরি হচ্ছে। সকাল থেকেই তাই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেল হাবরার জনতা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। জামাই আদরে এই দোকানের বিশেষ রসগোল্লা কিনছেন সকলে। ঐতিহ্যবাহী এই মিষ্টির দোকান রসগোল্লা বিকৃতিতে এবার অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে বলেই আশা করছেন ক্রেতা থেকে দোকান মালিক সকলেই।

Rudra Narayan Roy

Road Accident: জামাইষষ্ঠীর মাংস কিনতে বেরিয়ে বাড়ি ফেরা হল না যুবকের

হুগলি: জামাইষষ্ঠীর মাংস কিনতে বেরিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি। লরির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল গোঘাটের প্রতীক ঘোষের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে বাড়িতে দিদি-জামাইবাবুর আসার কথা। সেই আনন্দে টাকা নিয়ে মাংস কিনতে বেরিয়েছিলেন প্রতীক ঘোষ। কিন্তু হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকায় লরির ধাক্কায় মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। মৃতের বাড়ি গোঘাটের সেনাই গ্রামে।

আর‌ও পড়ুন: নলকূপের জল পানের পর‌ই ঢলে পড়লেন টোটো চালক! গোটাটা দেখে ভয় পাবেন আপনিও

স্থানীয় সূত্রে খবর, দিদি-জামাইবাবু আসবে বলে আনন্দে বাইক নিয়েই বেরিয়েছিলেন প্রতীক। বেঙ্গাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় হঠাৎ উল্টো দিক থেকে আসা কোতুলপুরগামী একটি লরি তাঁকে ধাক্কা মারে। লরির চাকার তলায় পিষে যায় ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উপস্থিত সকলে মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কার্যত হতবিহ্বল হয়ে পড়েন। রক্তাক্ত মৃতদেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পরে থাকতে দেখে প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয়রা।

ক্ষুব্ধ এলাকাবাসী প্রথমে বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে। পরে পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের ঘিরেও দফায় দফায় বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকার ট্রাফিক ব্যবস্থা খুবই অনুন্নত। পাশাপাশি মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। এই পথ অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশ বুঝিয়ে সুুঝিয়ে অবরোধ তোলে।

রাহী হালদার

Jamai Sasthi 2024: জামাইদের পাতে আম দিতে গিয়ে কালঘাম ছুটছে শ্বশুরদের

দক্ষিণ দিনাজপুর: রাত পোহালেই জামাই ষষ্ঠী। বুধবার সকাল থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে যাবে জামাই আদর। কিন্তু তার আগে চিন্তা বাড়াচ্ছে জিনিসপত্রের বাজার দর। ফল থেকে সবজি, মাছ-মাংস সব কিছুরই দামে কার্যত আগুন লেগেছে। ফলে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত প্রত্যেকেরই মাথায় হাত পড়ার জোগা।

শহুর জীবনে জামাই ষষ্ঠীর প্রাসঙ্গিকতা কিছুটা কমলেও গ্রামাঞ্চলে আজও বেশ বড় করে জামাইষষ্ঠী পালন করা হয়। বাঙালির বারো মাসে তেরো পার্বণের এই দিনটিকে মূলত রসনাতৃপ্তির দিন হিসেবেই ধরা হয়। গত বছরের তুলনায় চলতি বছরে আম কিনতে গেলেই সাধারণ মধ্যবিত্তদের ছ্যাঁকা লাগছে। মাছ, মাংস তো দূরের কথা আকাশছোঁয়া ফলের রাজা আমের দাম। গত বছর আমের দাম ৩০-৪০ টাকা কিলো হলেও এবছর তা বেড়ে ৮০-১০০ টাকা কিলো দাঁড়িয়েছে।

আর‌ও পড়ুন: ক্ষীরের জাম ও খেজুর পড়ুক জামাইয়ের শেষ পাতে!

যা কিনতে রীতিমত কালঘাম ছুটছে আমজনতার। ষষ্ঠী পুজোর বাজার করতে এসে শাক সব্জি, সাজ সরঞ্জাম তো আছেই, ফলের রাজা আম কিনতে হাত পুড়ছে বাঙালির। যার ফলে বাজার করতে এসে হতাশ মধ্যবিত্তরা। মূল্য বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সময়মতো বৃষ্টি হয়নি ও অতিরিক্ত গরমের কারণে এই মূল্য বৃদ্ধি। ঝড়ে আমের ক্ষতি হয়েছে মালদহ, মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী এলাকায়। এবছর জেলার বাজারে সেভাবে আমের যোগান নেই। ফলস্বরূপ জামাইষষ্ঠীর বাজারে আমের দাম আকাশছোঁয়া হয়েছে।

এই পরিস্থিতিতে জামাইষষ্ঠীর আগে প্রতি কেজি হিমসাগর আমের দাম ৮০ থেকে ৯০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। ল্যাংড়া আম বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকায়। পাশাপাশি অন্যান্য আম বাজারে আসলেও দাম অনেকটাই বেশি। সাধারণ আম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে। তাও আবার অন্যান্য বছরের মত স্বাদ নেই বললেই চলে। ফলে এবার আমের বাজার জামাই ষষ্ঠীতে আগুন থাকবেই।

সুস্মিতা গোস্বামী

Jamai Sasthi 2024: ক্ষীরের জাম ও খেজুর পড়ুক জামাইয়ের শেষ পাতে!

মুর্শিদাবাদ: জামাইষষ্ঠীতে ভুরিভোজ হয় সর্বত্রই। কিন্তু তার মধ্যে চমক না থাকলে চলে। চিরাচরিত পদের পাশাপাশি এবার ক্ষীরের জাম ও খেজুর পাতে তুলে দিয়ে চমকে দিন জামাইকে।

জাম ও খেজুর জামাইদের পাতে বরাবর‌ই থাকে। তবে এবার ক্ষীরের তৈরি জাম ও খেজুর তৈরি হচ্ছে। কান্দি শহরের এক প্রখ্যাত মিষ্টির দোকান এই ক্ষীরের জাম ও খেজুর তৈরি করে সকলকে চমকে দিয়েছে। জামাইষষ্ঠীর আগে সেই বিশেষ মিষ্টি কিনতে উপচে পড়ছে শ্বশুর-শাশুড়িদের ভিড়।

আর‌ও পড়ুন: সিকিমে বিপর্যয়ের ধাক্কা, উত্তরের নদীতে ফের হড়পা বান, ডুবল ট্রাক্টর

বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল জামাই ষষ্ঠী। আর জামাইষষ্ঠী মানে হরেক রকমমিষ্টির সম্ভার। জামাইষষ্ঠী বাংলা ও বাঙালির একটি প্রাচীন পার্বণ। জ্যৈষ্ঠ মাসের যে দিনটিতে জামাইষষ্ঠী, সে দিন আসলে মা ষষ্ঠীর পুজো। এটি আবার অরণ্য ষষ্ঠী নামেও প্রসিদ্ধ। মা ষষ্ঠী এই চরাচরের গৃহস্থ বাঙালির সন্তানদের আদর-যত্নে রক্ষা করে থাকেন, এমনটাই বিশ্বাস করে হিন্দু বাঙালিরা। জামাইষষ্ঠীতে মুলত জাম, আম, খেজুর দেওয়া হয় জামাইয়ের পাতে। কিন্তু সেই খেজুর ও জাম যদি হয় ক্ষীরের তৈরি, তাহলে তো আর কথাই নেই।

৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বিশেষ ধরনের জাম ও খেজুর। যা জামাইষষ্ঠীতে শেষ পাতে মন ভরিয়ে দেবে আপনার জামাইয়ের। তাহলে আর দেরি কেন, আপনিও কিনে আনুন।

কৌশিক অধিকারী

Bouma Sasthi: বউমারা কেন বাদ যাবে, জামাইষষ্ঠীর একদিন আগে অন্য ‘ষষ্ঠী’!

উত্তর দিনাজপুর: জামাইষষ্ঠীর একদিন আগে বউমা ষষ্ঠীতে মাতল রায়গঞ্জবাসী! প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাইষষ্ঠী। বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে ওই বিশেষ দিনে খাওয়ানো ও উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে।

জামাইদের মঙ্গল কামনা করে জামাইষষ্ঠীর প্রাচীন রীতির পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় চালু হয়েছে বউমা ষষ্ঠী। এক্ষেত্রে মেয়েদের অর্থাৎ বউমাদের মঙ্গল কামনা করে বউমা ষষ্ঠী করা হয়। জামাইষষ্ঠীর একদিন আগে পালন করা হল এই বিশেষ বউমা ষষ্ঠী। বাড়ির বৌমাদের নিয়ে ষষ্ঠীর আয়োজন করলেন রায়গঞ্জের কিছু শাশুড়ি ও বৌমারা।

আর‌ও পড়ুন: বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী? ট্রেন্ডিং কোন পোশাক বাজার মাতাচ্ছে জানেন

মূলত সন্তানের বিশেষ করে পুত্র সন্তানের মঙ্গল কামনায় এই জামাই ষষ্ঠী বা অরণ্যষষ্ঠী পালন করা হয়। যদিও প্রাচীন বাংলায় ষষ্ঠীতে মেয়েকে জামাই সহযোগে বাপের বাড়িতে নিয়ে এসে আদর আপ্যায়নের প্রথা থেকেই অরণ্যষষ্ঠীর জামাইষষ্ঠীতে রূপান্তর। কিন্তু এই প্রথায় কোথাও যেন মেয়েরা ব্রাত্য হয়ে থেকে যায়। এই কারণেই প্রথা ভেঙে বউমা ষষ্ঠীর আয়োজন করলেন রায়গঞ্জের একদল মহিলা। রায়গঞ্জের একটি রেস্তোরাঁয় জমায়েত হয়ে ষষ্ঠীর সমস্ত লোকাচার মেনে বরণ করা হল বাড়ির বৌদের।এদিন বউমাদের জন্য পাখার বাতাস দিয়ে মিষ্টি মুখ এমনকি কেক কাটা থেকে হরেকরকম পদের আয়োজন করা হয়েছিল। দিন দিন জনপ্রিয়তা লাভ করছে এই বউমা ষষ্ঠী।

পিয়া গুপ্তা

Jamai Sasthi: জামাই আপ্যায়নে চাই আম, দামের ঠেলায় পকেটে ছ্যাঁকা শ্বশুরবাড়ির

দুর্গাপুর : কথাতেই আছে জামাই আদর। আর তা যদি হয় জামাইষষ্ঠী, তাহলে তো কোনও কথাই নেই। আগামী বুধবার পালিত হবে জামাইষষ্ঠী ব্রত।রাজ্যের প্রায় প্রতিটি ঘরে হবে জামাই বরণ। তার আগে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জামাই বরণের পাশাপাশি থালা সাজিয়ে তাকে খেতে দেওয়ার রীতি রয়েছে। তার সামনে তুলে ধরা হয় বিভিন্নরকম ফল।

কিন্তু সেখানেই এবার ছ্যাঁকা খাচ্ছেন শ্বশুররা। জামাই আপ্যায়নে অবশ্যই তার পাতে থাকে আম। কিন্তু এবার সেই আম কিনতে গিয়েই রীতিমত ধাক্কা খেতে হচ্ছে পরিবারের কর্তাদের। কারণ জামাইষষ্ঠীর আগে আমের দাম যেন আগুন। অনেক বেশি দামে বিক্রি হচ্ছে আম। মনের মত আম কিনতে গেলে আরও বেশি খরচ করতে হচ্ছে। তাছাড়াও বিভিন্ন ধরনের আম যেভাবে অন্য বছর পাওয়া যায়, এবারে সেই ভ্যারাইটিও অনেক কম।

আরও পড়ুন – Monsoon Weather Update: ৪৮ ঘণ্টার চরম সময়, রোদে জ্বলছে কলকাতা সহ একাধিক জেলা, তবে তারপরেই সত্যি ধেয়ে আসছে দুর্যোগ

ল্যাংড়া, হিমসাগরের মত কয়েকটি আমে মন ভরাতে হচ্ছে সকলকে। কিন্তু কেন এত বেশি দাম? বিক্রেতারা বলছেন, কোনও বছর আমের জোগান বেশি থাকে, আবার কোনও বছর থাকে কম। এ বছর আমের জোগান অনেকটাই কম। কারণ আমের ফলন কম হয়েছে। তাছাড়া গরমের কারণে আমের মুকুল ঝরে গিয়েছে। যার ফলে বাংলা জুড়ে আমের ফলন কম হয়েছে। কম হয়েছে অন্যান্য রাজ্য। যে কারণে ভাটা পড়েছে।

তাই খুব স্বাভাবিকভাবেই দাম বেড়েছে। আর যেহেতু জামাইষষ্ঠীর আগে আমের চাহিদা বেড়েছে, তাই দাম আরও কিছুটা বেড়েছে। এছাড়াও বিক্রেতারা বলছেন, অন্যান্য বিভিন্ন জাতের আম বাজারে পাওয়া গেলেও, চলতি বছরে ল্যাংড়া, হিমসাগরের মতো কয়েকটি জাতের আম পাওয়া যাচ্ছে। ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিভিন্ন আম বিক্রি হচ্ছে।

ক্রেতারাও বিক্রেতাদের সঙ্গে বেশি দরদাম করছেন না। কারণ আমের জোগানে যে ভাটা রয়েছে, তা ক্রেতারাও ভালই বুঝতে পারছেন। তাই খুব বেশি দরদাম না করে আম কিনছেন তারা। তবে জামাইষষ্ঠীর আগে আমের এতো বেশি দাম থাকায় ছ্যাঁকা খাচ্ছেন শ্বশুররা। একইভাবে দাম বেশি রয়েছে লিচুরও। তাছাড়াও লিচুর জোগান সামনের সপ্তাহ থেকেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের মধ্যে। যে কারণে লিচুর দাম জামাইষষ্ঠীর আগে ঊর্ধ্বমুখী হয়েছে।

Nayan Ghosh

 

Ilish Mach-Hilsa Fish: জামাইষষ্ঠীর দুপুরে জামাইয়ের পড়বে সুস্বাদু ইলিশ? কত ওজনের মাছ মিলছে বাজারে? জানুন

*মাছে-ভাতে বাঙালি। বাঙালিদের অন্যতম পছন্দের মাছ ইলিশ। সেই ইলিশের জন্য বছরভর অপেক্ষায় থাকে খাদ্যরসিক বাঙালি। তবে এ বছর প্রকৃতির খামখেয়ালি নিয়ে চিন্তায় সকলেই। সামনেই জামাইষষ্ঠী, জামাইয়ের পাতে কি পড়বে ইলিশ? তা নিয়ে চিন্তায় শ্বশুর-শাশুড়ি থেকে মাছ বিক্রেতা সকলেই। সংগৃহীত ছবি।
*মাছে-ভাতে বাঙালি। বাঙালিদের অন্যতম পছন্দের মাছ ইলিশ। সেই ইলিশের জন্য বছরভর অপেক্ষায় থাকে খাদ্যরসিক বাঙালি। তবে এ বছর প্রকৃতির খামখেয়ালি নিয়ে চিন্তায় সকলেই। সামনেই জামাইষষ্ঠী, জামাইয়ের পাতে কি পড়বে ইলিশ? তা নিয়ে চিন্তায় শ্বশুর-শাশুড়ি থেকে মাছ বিক্রেতা সকলেই। সংগৃহীত ছবি।
*বর্ষার দেখা নেই। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। ফলে সমুদ্র হোক বা নদীতে ইলিশ কতটা মিলবে তা নিয়ে যেমন মৎস্যজীবীরা চিন্তায়, তেমনই চিন্তায় মাছ বিক্রেতারা। সংগৃহীত ছবি। 
*বর্ষার দেখা নেই। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। ফলে সমুদ্র হোক বা নদীতে ইলিশ কতটা মিলবে তা নিয়ে যেমন মৎস্যজীবীরা চিন্তায়, তেমনই চিন্তায় মাছ বিক্রেতারা। সংগৃহীত ছবি।
*বঙ্গের বেশিরভাগ ইলিশ দিঘার সমুদ্র থেকে ওঠে। কিন্তু ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। ১২ জুন জামাইষষ্ঠী পড়ায় বাজারে ইলিশের দেখা মিলবে কি না, তা নিয়ে বেড়েছে চিন্তা। প্রজননের জন্য দু-মাস সমুদ্র ও নদীতে মৎস্যজীবীদের মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে রাজ্য মৎস্য দফতরের। তাই মাছ ধরতে যেতে পারেনি মৎস্যজীবীরা। সংগৃহীত ছবি। 
*বঙ্গের বেশিরভাগ ইলিশ দিঘার সমুদ্র থেকে ওঠে। কিন্তু ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। ১২ জুন জামাইষষ্ঠী পড়ায় বাজারে ইলিশের দেখা মিলবে কি না, তা নিয়ে বেড়েছে চিন্তা। প্রজননের জন্য দু-মাস সমুদ্র ও নদীতে মৎস্যজীবীদের মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে রাজ্য মৎস্য দফতরের। তাই মাছ ধরতে যেতে পারেনি মৎস্যজীবীরা। সংগৃহীত ছবি।
*একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে প্রকৃতির খামখেয়ালি। ফলে নিষেধাজ্ঞা উঠলেও মৎস্যজীবীদের জালে মাছের দেখা মিলবে কি না তা নিয়ে চিন্তায় মৎস্যজীবীরা। হাতে আর মাত্র কয়েকটা দিন। ১২ জুন জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীতে কি বাজারে মিলবে ইলিশ? তা ভাবাচ্ছে সকলকে। ইতিমধ্যে আম, লিচু, কাঁঠালের দেখা মিললেও দেখা নেই ইলিশের। সংগৃহীত ছবি। 
*একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে প্রকৃতির খামখেয়ালি। ফলে নিষেধাজ্ঞা উঠলেও মৎস্যজীবীদের জালে মাছের দেখা মিলবে কি না তা নিয়ে চিন্তায় মৎস্যজীবীরা। হাতে আর মাত্র কয়েকটা দিন। ১২ জুন জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীতে কি বাজারে মিলবে ইলিশ? তা ভাবাচ্ছে সকলকে। ইতিমধ্যে আম, লিচু, কাঁঠালের দেখা মিললেও দেখা নেই ইলিশের। সংগৃহীত ছবি।
*মাছ বিক্রেতা সুজয় দাস জানান, 'এই সময় কম বেশি ইলিশ পাওয়া যেত কিন্তু এ বছর আড়তে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। গত কয়েক বছর আমরা দিঘার ইলিশ পাচ্ছি না। বাংলাদেশের কিছু ইলিশ বাজারে আসে। তবে দাম অনেক বেশি। ফলে ব্যবসা হয় না। সংগৃহীত ছবি। 
*মাছ বিক্রেতা সুজয় দাস জানান, ‘এই সময় কম বেশি ইলিশ পাওয়া যেত কিন্তু এ বছর আড়তে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। গত কয়েক বছর আমরা দিঘার ইলিশ পাচ্ছি না। বাংলাদেশের কিছু ইলিশ বাজারে আসে। তবে দাম অনেক বেশি। ফলে ব্যবসা হয় না। সংগৃহীত ছবি।
*এবারে এখনও ইলিশের দেখা নেই। জামাইষষ্ঠীতে জামাইকে খাওয়ানো বাঙালিদের প্রাচীন রীতি। সেই জামাইষষ্ঠীতে জামাইয়ে পাতে ইলিশ তুলে দেওয়া যাবে কি না তা নিয়ে সংশয়। সংগৃহীত ছবি। 
*এবারে এখনও ইলিশের দেখা নেই। জামাইষষ্ঠীতে জামাইকে খাওয়ানো বাঙালিদের প্রাচীন রীতি। সেই জামাইষষ্ঠীতে জামাইয়ে পাতে ইলিশ তুলে দেওয়া যাবে কি না তা নিয়ে সংশয়। সংগৃহীত ছবি।
*পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন মাছ বাজারের চিত্র একই। বাজারে অন্যান্য মাছ থাকলেও ইলিশের দেখা নেই। মৎস্যজীবীদের মতে, আবহাওয়ার খামখালীপনায় দিন দিন ইলিশের দেখা নেই। সংগৃহীত ছবি। 
*পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন মাছ বাজারের চিত্র একই। বাজারে অন্যান্য মাছ থাকলেও ইলিশের দেখা নেই। মৎস্যজীবীদের মতে, আবহাওয়ার খামখালীপনায় দিন দিন ইলিশের দেখা নেই। সংগৃহীত ছবি।
*দিঘায় সেভাবে ইলিশ উঠছে না। যদিও এ বছর মাছ ধরার মরশুম শুরু হয়নি। তবে বেশ কিছু মৎস্য ব্যবসায়ী জানান, স্টোরে ইলিশ রয়েছে। জামাইষষ্ঠী উপলক্ষে বাজারগুলিতে বাংলাদেশি ইলিশের সঙ্গে স্টোরের ইলিশ আসবে। সংগৃহীত ছবি।
*দিঘায় সেভাবে ইলিশ উঠছে না। যদিও এ বছর মাছ ধরার মরশুম শুরু হয়নি। তবে বেশ কিছু মৎস্য ব্যবসায়ী জানান, স্টোরে ইলিশ রয়েছে। জামাইষষ্ঠী উপলক্ষে বাজারগুলিতে বাংলাদেশি ইলিশের সঙ্গে স্টোরের ইলিশ আসবে। সংগৃহীত ছবি।

Mango Price: জামাইষষ্ঠীতে বাজারে আমের দাম কত হবে জানেন? কেনা যাবে তো? জানুন

গরমের মরশুমের অনেকটাই অতিক্রম হয়েছে। তবে এখনও পর্যন্ত বাজারে পর্যাপ্ত পরিমাণে আমের যোগান দেখতে পাওয়া যাচ্ছে না। মূলত এই কারণেই আমের দাম হয়ে রয়েছে বেশ অনেকটাই বেশি। সামনেই আসন্ন জামাইষষ্ঠী। বিশেষ এই পার্বণের দিনে ফল হিসেবে আমের গুরুত্ব অনেকটাই বেড়ে ওঠে। তাইতো বাজারে ইতিমধ্যেই আমের যোগান বাড়তে শুরু করেছে