প্রতীকী ছবি

Road Accident: হেলমেট না পরে স্কুটি চালানোর মাশুল, কাজ থেকে বাড়ি ফেরা হল না কিশন খড়িয়ার

আলিপুরদুয়ার: হেলমেট না পরে গাড়ি চালাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক স্কুটি চালকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার লতাবাড়ি এলাকায়।

লতাবাড়ি এলাকার বাসিন্দা কিশন খড়িয়া স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু নিয়ম ভেঙে তিনি হেলমেট না পরেই স্কুটি চালাচ্ছিলেন। ওই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনায় ঐ ব্যক্তি রাস্তার উপর ছিটকে পড়েন। হেলমেট না থাকায় তাঁর মাথা মারাত্মক জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: শক্তিরূপী দেবীর পুজোর মূল দায়িত্বে মাতৃ শক্তি! পুজোর থিমেও তার‌ই ছোঁয়া

জানা গিয়েছে হেলমেট ছাড়াই স্কুটি নিয়ে কাজে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। স্থানীয় কালচিনি থানার পুলিশের অনুমান, মাথায় হেলমেট থাকলে হয়ত প্রাণে বেঁচে যেতেন ওই ব্যক্তি। এই ঘটনার তদন্তে নেমেছে কালচিনি থানা। এদিকে পুলিশের পক্ষ থেকে বারবার প্রচার করা সত্ত্বেও বাইক ও স্কুটি চালকদের একাংশ হেলমেট না পরেই রাস্তায় গাড়ি চালাচ্ছেন। যার ফলে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। জেলা পুলিশ সূত্রে খবর, খুব দ্রুত এই নিয়ে আবার অভিযানে নামা হবে।

অনন্যা দে