Tag Archives: Awareness

Awareness: দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতার পাঠ স্কুলে স্কুলে, পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলায়!

দিঘা: দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতার পাঠ স্কুলে স্কুলে। পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলায়! ছাত্র জীবন থেকেই পথ নিরাপত্তার পাঠ, পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের। প্রতিদিন রাস্তায় বেরিয়ে কিভাবে চলাফেলা করা উচিত? কীভাবে চলাফেরা করলে দুর্ঘটনা এড়ানো যায়? ছোট থেকেই ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তার বিভিন্ন কৌশল শেখানোর উদ্যোগ জেলায়। স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের পথ সুরক্ষার পাঠ পড়াচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পাঠ্যসূচীর পাশাপাশি স্কুলেই হচ্ছে পথ সুরক্ষার ক্লাস!

পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক জাতীয় সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক রয়েছে। জেলায় দিঘা, মন্দারমনি, শংকরপুর ও তাজপুরের মত জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্রের পাশাপাশি কোলাঘাট ও হলদিয়া শিল্পাঞ্চল শহর রয়েছে। এমনকি এই জেলায় বর্তমান সময়ে প্রচুর পরিমাণ মাছ চাষ হয়। ফলে জেলার বিভিন্ন রাজ্য সড়ক জাতীয় সড়ক ও গ্রামীণ সড়ক গুলিতে পণ্যবাহী গাড়ির পাশাপাশি অন্যান্য যানবাহনের সংখ্যা বেশি। প্রতিনিয়ত জেলায় বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ যাচ্ছে ছাত্র-ছাত্রীদের। উদ্বিগ্ন জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পূর্ব মেদিনীপুর জেলার পথদুর্ঘটনা নিয়ে উদ্যোগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী!

আরও পড়ুন Sweets: সবজি নাকি মিষ্টি? রসে টসটসে, মুখে দিলেই তৃপ্তি! অমৃত সমান এই মিষ্টি কী বলুন তো, কীভাবে এল বাংলার মাটিতে? জানুন লম্বা ইতিহাস

পূর্ব মেদিনীপুর জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ। সেফড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি হিসাবে জেলা জুড়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তার পাঠ শেখানো হচ্ছে। পুলিশ আধিকারিকেরা জেলা জুড়ে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের পথ সুরক্ষার বিষয়ে অবগত করছেন। স্কুলে স্কুলে প্রথম নিরাপত্তার পাঠ শেখানোর মূল উদ্দেশ্য একদিকে ছাত্র ছাত্রীদের কম বয়স থেকেই পথ সুরক্ষার বিষয়ে সচেতন করা। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে পথ নিরাপত্তার বিষয়ে ওয়াকিবহাল করা।

পূর্ব মেদিনীপুর জেলার, কাঁথি, তমলুক হলদিয়া, এগরার পাশাপাশি দিঘার বিভিন্ন স্কুলে কত নিরাপত্তার বিষয়ে ক্লাস করান পুলিশ আধিকারিকেরা। এ বিষয়ে পুলিশের ট্রাফিক অফিসারেরা জানান, ‘পথ নিরাপত্তায় সেভ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের পথ সুরক্ষার পাঠ দেওয়া হচ্ছে।’ প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জেলা জুড়ে দুর্ঘটনা এড়াতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম হল স্কুলে স্কুলে পথ সুরক্ষার ক্লাস।

সৈকত শী

Priyanka Sarkar: মহিলাদের জন্য বিশেষ উদ্যেগ, ক্যানসার সচেতনতায় প্রিয়াঙ্কা সরকার

কলকাতা: ক্যানসার এক মারণ রোগ। এখনও এই রোগের নামে আতঙ্ক মানুষের পিছু ছাড়েনি। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও অনেক ক্ষেত্রেই জীবন বাঁচিয়ে রাখা দুঃসাধ্য হয়ে পড়ে। সেখানে দরিদ্র অসহায় মানুষদের জন্য এই রোগের চিকিৎসা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে অনেক সময়ে। মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট বা ওভারিয়ান ক্যানসারের ঝুঁকি সেখানে অনেকাংশেই বেশী। তবুও মানুষ শেষ চেষ্টা করে দেখতে চায় সব সময়ই।

কিন্তু শেষে গিয়ে চেষ্টার বদলে যদি শুরু থেকেই একটু চেষ্টা করা যায়? সেই কারণেই লিভফ্লাই হেলথকেয়ার ও চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে সম্প্রতি হাওড়া চেঙ্গাইলে লাডলো জুটমিলে সেখানকার মহিলা শ্রমিক ও মহিলা কর্মচারীদের জন্য আয়োজিত হয়ে গেল বিনামূল্যে ক্যানসার স্ক্রিনিং টেস্ট ও ক্যান্সার সচেতনতা বিষয়ক অনুষ্ঠান।

আরও পড়ুনChocolate Benefit: ডায়েটে রাখুন এই ডার্ক চকোলেট, ওজন কমবে ঝপঝপ, স্ট্রেস বলবে বাই বাই! মন-মেজাজ থাকবে ফুরফুরে!

এই কাজে সামিল হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এছাড়া ছিলেন লাডলো জুটমিলের কর্মরত এম ডি ফিজিশিয়ন ডঃ এস জাকারিয়া, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ডঃ কংকনা উমার‍্যে ও ডঃ চন্দ্রানী মল্লিক। 

লিভফ্লাইয়ের কর্ণধার সৌমাল্য চক্রবর্তী জানান মহিলাদের মধ্যে এই রোগের প্রবণতা বেশী হয় কিন্তু তারা সচেতন হন না, তাই তাদের এই উদ্যোগ। যেহেতু তারা পরিষেবা ব্যবসার সঙ্গে জড়িত তাই মানুষের কাছে এই ধরণের পরিষেবা দিতে বদ্ধপরিকর। আমি দিনে তারা আরও এই ধরণের সচেতনতামূলক কাজ চালিয়ে যেতে চায়। লিভফ্লাইয়ের অপড় কর্ণধার প্রিয়াঞ্জলী ঘোষ জানান উওমেন্স ডের পরে এই ধরণের অনুষ্ঠান প্রাসঙ্গিক। তবে এখানে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার ও সারভাইক্যাল ক্যান্সারের পাশাপাশি ওরাল ক্যান্সারেরও স্ক্রিনিং এর ব্যবস্থা আছে। আর কারও যদি সেরকম বিপদসীমায় আছেন মনে হয় তবে ম্যামোগ্রাফির ব্যবস্থাও রয়েছে। এছাড়াও জেনারেল হেলথকেয়ারের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রিয়াঙ্কা সরকারও একই ভাবে জানান নারী দিবসের পরে মহিলাদের ক্যানসারের এইরকম সচেতনতা প্রকল্পে থাকতে পেরে তার খুব ভাল লেগেছে। ক্যান্সার নিয়ে মনে অনেক ভয় থাকে কিন্তু মহিলারা বিশেষত বোঝেন না এই টেস্ট করানো কতটা প্রয়োজনীয়। পরে যখন ধরা পড়ে তখন সেটা বাড়াবাড়ির পর্যায়ে, খরচ করা তখন প্রায় সাধ্যের অতীত হয়ে যায়। আর এই ধরণের টেস্ট করা থাকলে একটু আগে যদি ধরা পড়ে তাহলে প্রথম ধাপেই চিকিৎসা ও সুস্থতা দুইই সম্ভব। তাও কম খরচাতে। সেখানে লিভফ্লাইয়ের এইরকম উদ্যোগকে মাথায় রেখে আরও বহু সংস্থার এগিয়ে আসা উচিৎ।

Hooghly News: বয়সের আগেই বিয়ে হয়ে যাচ্ছে পড়ুয়াদের, এবার বিরাট পদক্ষেপ মহকুমা শাসকের

হুগলি: স্কুলছুট ছাত্রীদের সংখ্যা কমাতে ও স্কুলের ছাত্রীদের বাল্যবিবাহ রুখতে এবার অভিনব পদক্ষেপ মহকুমা শাসকের। চুঁচুড়ার মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লাচুঁচুড়া কাপাসডাঙা সতীন সেন স্কুলে সচেতনতা বার্তা দিতে গিয়ে হয়ে গেলেন ছাত্রীদেরই একজন। পড়ুয়াদের সঙ্গে মিশে গিয়ে মাটিতে বসে মিড-ডে মিলও খেলেন।

স্কুলছুটের সংখ্যা কমাতে এবং স্কুলে পড়াকালীন যাতে কোনও ছাত্রীর বিবাহ না হয়, সেই বিষয়ে সচেতন করতে স্কুলের মধ্যে আয়োজন করা হয়েছিল এক সচেতনতা শিবিরের। বয়ঃসন্ধি কালে ছাত্রীদের বিকাশ, নতুন অভিজ্ঞতা, সহায়তা এবং বাল্য বিবাহ রোধে স্কুল ও সমাজের কীভূমিকা তা নিয়ে আলোচনা করেন চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার উপ পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়, ইমামবাড়া হাসপাতালের চিকিৎসক এলিনা কাশ্যপ ও অমৃতেন্দু সাহা। স্কুলের ছাত্রীদের সঙ্গে প্রায় দু ঘণ্টা বিভিন্ন বিষয়ে কথা বলেন মহকুমা শাসক। সমস্যার কথা জানতে চান। বাল্যবিবাহ কেন ঠিক নয়, কী কী সমস্যা হয় তা ছাত্রীদের বোঝান চিকিৎসকরা।

ছাত্রীদের সঙ্গে কথপোকথনের পর মহকুমা শাসক স্কুলের মিড-ডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন। মাটিতে বসে ভাত, ডাল, চিলি সয়াবিন খান ছাত্রীদের সঙ্গে। প্রধান শিক্ষক জানান, কোনও ছাত্রীর সমস্যা হলে সরাসরি ফোন করে জানাতে হবে মহকুমা শাসককে। এই স্কুলে প্রতিবছর ১৫-২০ শতাংশ ছাত্রীরই স্কুলে পড়তে পড়তেই বিয়ে হয়ে যায়। ফলে তারা কন্যাশ্রী থেকে বঞ্চিত হয়। সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা জানান, মেয়েদের শারীরিক সমস্যা, বাল্যবিবাহ রোধ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চক্র হয়। মেয়েদের সঙ্গে সেখানেই অভিজ্ঞতা শেয়ার করা হয়। এই উদ্যোগে খুশি পড়ুয়াদেরও একাংশ।

Social Awareness: মহিলাদের মাসিক নিয়ে সচেতন করতে সাইকেলে গ্যাংটক থেকে উত্তরপ্রদেশ যাত্রা

কোচবিহার: বর্তমানে বহু মানুষ সমাজ সচেতনতার লক্ষ্যে এগিয়ে আসতে শুরু করেছেন। কেউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়ে করছেন প্রচার, আবার কেউবা এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করছেন। এই মানুষগুলোর অদম্য চেষ্টার কারণে উপকার হচ্ছে অনেকের। এবার কোচবিহারে দেখা গেল তেমন এক ছবি। এক যুবতী ও এক যুবক মিলে সাইকেল নিয়ে যাত্রা করছেন গ্যাংটক থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত। তাঁদের লক্ষ্য একটাই, মহিলাদের মাসিক সংক্রান্ত নানান সমস্যা নিয়ে সচেতন করা।

আরও পড়ুন: আধুনিক চিকিৎসা দিতে মালদহ মেডিকেলে নতুন সিসিইউ ওয়ার্ড

সমাজসেবী প্রিয়া কুমারী জানিয়েছেন, তাঁর বাড়ি উত্তরপ্রদেশে। তিনি একজন পর্বতারোহী। দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে একটা বিষয় বুঝেছেন, বহু মেয়েরা নিজেদের মাসিক সংক্রান্ত সমস্যা নিয়ে একেবারেই সচেতন নয়। এই কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, নানান রোগে আক্রান্ত হয়ে পড়েন। এছাড়া কিছু ক্ষেত্রে মানসিক অবসাদেও ভুগতে হয় তাঁদেরকে। তাই সাইকেল নিয়ে বেরিয়েছেন মহিলাদের সচেতন করতে। তিনি গ্যাংটক থেকে শুরু করেছেন যাত্রা।, যাবেন তিনি উত্তরপ্রদেশ। এই যাত্রা পথে মোট ৫৩ টি জেলা ঘুরবেন। পরবর্তীতে এই একই লক্ষ্যে গোটা দেশজুড়ে যাত্রা করার ইচ্ছের কথাও জানিয়েছেন প্রিয়া কুমারী।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

যাত্রা পথের বিভিন্ন জায়গায় থেমে বহু মহিলাদের একত্রিত করে সচেতন করছেন। তাঁদেরকে মাসিক সংক্রান্ত বিভিন্ন বার্তা দিচ্ছেন। তাঁদের এই কর্মকাণ্ডে সচেতন হচ্ছে বহু মানুষ।

সার্থক পণ্ডিত