দুর্ঘটনায় মৃত যুবক 

South 24 Parganas News: মর্মান্তিক ! ইদ উৎসবের মধ্যে পথ দুর্ঘটনায় মৃত এক,আহত আরও এক

দক্ষিণ ২৪ পরগনা: ইদ উৎসবের মধ্যে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত এক,আহত আরও এক। ঘটনাটি ঘটেছে বকুলতলা থানার অদূরে তুলসিঘাটা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, এদিন বকুলতলা থানার নতুনহাট থেকে ইমরান মন্ডল নামে এক যুবক বুলেট গাড়ি চালিয়ে পূর্ব রানাঘাটার বাড়ির দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তুলসিঘাটা বাজার মোড়ের কাছে সঙ্গীতা বিল্ডার্সের এক কর্মচারীকে ধাক্কা মেরে পাশের একটি তেলেভাজার দোকানের সামনে গিয়ে পড়ে। আরোহী ও কর্মচারী দুজনেই দু দিকে ছিটকে পরে।

আরও পড়ুন: গরমে আগুন লাগার ঘটনা বেড়ে যায়, তেমনটা হলে কী করবেন? রইল টিপস

জানা যায়,ঐ বিল্ডার্সের কর্মচারী গৌতম গায়েন (৪২) দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। আচমকা ধাক্কা মারায় ছিটকে পরে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরনের কারণে মারা যান। স্থানীয়রা দেহটি উদ্ধার করে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত গৌতম গায়েনের বাড়ি বকুলতলা থানার তুলসিঘাটার নাটুয়া পাড়া এলাকায়। অন্যদিকে গুরুতর আহত মোটরসাইকেল চালক ইমরানকে প্রথমে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানাতরিত করা হয়েছে। আর মৃতদেহটি উদ্ধার করে বকুলতলা থানার পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। আর এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় স্বজন হারিয়ে শোকস্তব্ধ গোটা তুলসিঘাটা এলাকা।

সুমন সাহা