পথ দুর্ঘটনা

Road Accident: বাইকে তারাপীঠে এসেছিল বিহারের পাঁচ বন্ধু, ফেরার পথে সব শেষ!

বীরভূম: শ্রাবণ মাস বাবা মহেশ্বরের মাস। এই সময় দূর দুরান্ত থেকে বহু শিব ভক্ত বাবার মাথায় জল ঢালবেন বলে বেরিয়ে পড়েন। কেউ হেঁটে আবার কেউ বাইকে চড়ে বিভিন্ন শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই শ্রাবণ মাসের সোমবারগুলোয় তারাপীঠ মন্দিরে উপচে পড়ে শিব ভক্তদের ভিড়। বিহার থেকে এসেছিল তেমনই পাঁচ শিব ভক্ত। কিন্তু তারাপীঠ ঘুরে বাড়ি ফেরার পথে চোখের পলকে শেষ হয়ে গেল সব! বাড়ি ফেরা হল না দুই বন্ধুর।

বিহারের ভাগলপুর থেকে তিনটি বাইকে করে পাঁচ বন্ধু ঘুরতে এসেছিল তারাপীঠ। সেখান থেকে বাড়ি ফেরার পথে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ভাগলপুর থেকে আগত মণীশ কুমার জানান, তাঁরা সকলেই পেট্রোল পাম্প থেকে তেল ভরে বের হচ্ছিলেন। প্রথম বাইকে দু’জন ছিলেন। তখনই রামপুরহাট থেকে মল্লারপুরগামী একটি পাথর বোঝাই লরি সজোরে ধাক্কা মারে ওই বাইকটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

আর‌ও পড়ুন: এই প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা দেখলে আপনিও নিজের সন্তানকে পাঠাতে চাইবেন না!

স্থানীয় বাসিন্দা ইমামুল শেখ জানান, হটাৎ বিকট শব্দ শুনতে পান। তৎক্ষণাৎ দোকান থেকে বেরিয়ে দেখেন একটি বাইকে সজোরে ধাক্কা মেরে পাথর বোঝাই লরিটি প্রবল বেগে পালাচ্ছে। এলাকার বাসিন্দারা লরিটি আটক করার চেষ্টা করলেও চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। মৃত দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।

সৌভিক রায়