প্রতীকী ছবি৷

Burdwan: বোকা বনে গেল পুলিশ! বর্ধমানের কাছে চোখের নিমেষে উধাও কুখ্যাত চোর বাসুদেব

বর্ধমান: আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে জাতীয় সড়ক থেকে চম্পট দিল দুষ্কৃতী। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে গেল কুখাত চোর বাসুদেব মণ্ডল।বাগুইহাটি থানার পুলিশ বারাসাত আদালতে বাসুদেবকে চুরির মানলায় পেশ করে। তারপর তাকে নিয়ে যাচ্ছিল বর্ধমান জেলা সংশোধনাগারে। তখনই চম্পট দেয় বাসুদেব৷

পূর্ব বর্ধমান জেলায় একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত বাসুদেবকে আগেই গ্রেফতার করেছিল বাগুইআটি থানার পুলিশ৷ অনেক দিন ধরেই দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিল সে৷ সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ বাসুদেবকে একটি চুরির মামলায় নিজেদের হেফাজতে নেয়৷ তাকে জিজ্ঞাসাবাদ করেই পূর্ব বর্ধমান এবং হুগলির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একাধিক মোটরবাইক, মোবাইল ফোন, ল্যাপটপ উদ্ধার করে পুলিশ৷ এ দিন আদালতে পেশ করার জন্যই বাসুদেবকে বর্ধমান থেকে বারাসতে নিয়ে আসে বাগুইআটি থানার পুলিশ৷

আরও পড়ুন: বহরমপুরে দেখা নেই পাঠানের, সরব বিরোধীরা! সাংসদ কোথায়, জবাব দিল তৃণমূল

পুলিশ সূত্রে খবর, বারাসত আদালত থেকে বর্ধমান ফেরার পথে বাসুদেব পুলিশকর্মীদের জানায় সে বাথরুমে যাবে৷ ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে শক্তিগড়ের কাছে আমড়া মোড়ে একটি পেট্রোল পাম্পে পুলিশের প্রিজন ভ্যান থামে৷ সেখানেই বাথরুমে যায় বাসুদেব৷ আর সেই সুযোগেই পুলিশকর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় কু্খ্যাত এই চোর৷

পুলিশি নজরদারির মধ্যে দিয়েই কীভাবে একাধিক মামলায় অভিযুক্ত আসামী পালিয়ে গেল,তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বাসুদেবকে ধরতে নতুন করে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ ওই পেট্রোল পাম্প এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ বাসুদেবের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে৷