খানাকুলের বন্দরবাজারে জল

Flood Situation: ফুঁসছে রূপনারায়ণ,ভেঙেছে বাঁধ, জল ঢুকেছে গ্রামে ! বানভাসীর আতঙ্কে খানাকুলের গোটা গ্রাম 

হুগলি: দীর্ঘ চেষ্টার পরেও শেষ রক্ষা হল না, আবারও নদীর বাঁধ ভাঙল খানাকুলের বন্দরের জেলেপাড়া এলাকায় । প্লাবিত হল একাধিক গ্ৰাম। কিছু দিন থেকেই বিপদসীমার উপর দিয়ে বইছিল খানাকুলের রূপনারায়ণ নদ। সেই জলের চাপে বারবার ফাটল দেখা দিচ্ছিল বাঁধে। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রশাসনের উদ্যোগে চলছিল বাঁধ মেরামতির কাজ। তারপরে হল না শেষ রক্ষা। রূপনারায়ণ নদের জলের চাপে ভেঙে গেল খানাকুলের বন্দরের জেলে পাড়া এলাকায় নদী বাঁধ। জার জেরে প্লাবিত একাধিক গ্রাম।

আরও পড়ুন: ফুঁসছে দামোদর, কাঁসাই! রাতেই হু হু করে ঢুকছে জল, জেলায় জেলায় আতঙ্ক

পরিস্থিতি হাতের নাগালের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে গ্রামবাসী নিরাপদ জায়গায় স্থানান্তরিত হয়। নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে খানাকুলের বন্দর বাজার এলাকা জলের তলায়। জলের তলায় চলে যাচ্ছে মানুষের বাড়িঘর সহ চাষ জমি। ২০২১ সালের পর আবারও বানভাসি হওয়ারআতঙ্কে ভুগছে গ্রামবাসীরা।

আরও পড়ুন: ‘প্ল্যান করে বাংলাকে ডোবাচ্ছে’, হুগলিতে বন্যা পরিস্থিতি দেখে বিস্ফোরক মমতা

এ বিষয়ে পানি এক বাসিন্দা জানান, প্রশাসনের তরফ থেকে ভাগে ভাগে অনেক চেষ্টা করা হয়েছিল বাঁধ মেরামতি করার। কিন্তু তাতে কোন লাভ হয়নি। বালির বস্তা দিয়ে কিছুটা পরিস্থিতির সামাল দেবার চেষ্টা চলছিল। সকালের দিকে নদী বাঁধের কানায় কানায় জল পরিপূর্ণ হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই জল বাঁধ ভেঙে ঢুকে পড়ে গ্রামের মধ্যে। ইতিমধ্যেই খানাকুলের বন্দর বাজার সহ বিস্তীর্ণ এলাকার জলমগ্ন হয়ে পড়েছে। মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে প্রশাসন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাহী হালদার