নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে: অন্য যানবাহন থেকে যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে। যাতে হঠাৎ ব্রেক লাগার ক্ষেত্রে নিরাপদ থাকা যেতে পারে। নিরাপত্তা গিয়ার: বৃষ্টি দৃশ্যমানতা হ্রাস করতে পারে, তাই রঙিন এবং প্রতিফলিত জ্যাকেট পরতে হবে এবং একটি হেলমেট সঠিকভাবে ব্যবহার করতে হবে।

১৯৮৬ সালে রয়্যাল এনফিল্ডের দাম কত ছিল? পুরনো বিল ভাইরাল, দেখলে অবাক হবেন

যদি বলা হয়, ভারতে সব থেকে জনপ্রিয় মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড, একটুও বাড়িয়ে বলা হবে না হয়তো! ভারতে বুলেট বাইকের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে।
যদি বলা হয়, ভারতে সব থেকে জনপ্রিয় মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড, একটুও বাড়িয়ে বলা হবে না হয়তো! ভারতে বুলেট বাইকের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে।
রয়্যাল এনফিল্ড তাদের একাধিক বাইকের ফিচার্স আপডেট করে চলেছে। আগের থেকে এখন ভাইব্রেশন অনেকটাই কম বলে দাবি করে সংস্থা।
রয়্যাল এনফিল্ড তাদের একাধিক বাইকের ফিচার্স আপডেট করে চলেছে। আগের থেকে এখন ভাইব্রেশন অনেকটাই কম বলে দাবি করে সংস্থা।
ফিচার্স আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে রয়্যাল এনফিল্ডের প্রতিটি মডেলের দামও বেড়েছে পাল্লা দিয়ে। সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে রয়্যাল এনফিল্ডের একাধিক মডেল। ফলে এখন এই বাইক কেনার আগে অনেকেই ২ বার ভাবেন। একইসঙ্গে বেড়েছে রয়্যাল এনিফিল্ডের সার্ভিসিং চার্জ।
ফিচার্স আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে রয়্যাল এনফিল্ডের প্রতিটি মডেলের দামও বেড়েছে পাল্লা দিয়ে। সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে রয়্যাল এনফিল্ডের একাধিক মডেল। ফলে এখন এই বাইক কেনার আগে অনেকেই ২ বার ভাবেন। একইসঙ্গে বেড়েছে রয়্যাল এনিফিল্ডের সার্ভিসিং চার্জ।
রয়্যাল এনফিল্ডের প্রায় সব মডলের জনপ্রিয়তাই তুঙ্গে থাকে। তবে ক্লাসিক ৩৫-এর চাহিদা বোধ হয় একটু বেশি। রাস্তায় এই মডেল দেখা যায় অনেক বেশি।
রয়্যাল এনফিল্ডের প্রায় সব মডেলের জনপ্রিয়তাই তুঙ্গে থাকে। তবে ক্লাসিক ৩৫-এর চাহিদা বোধ হয় একটু বেশি। রাস্তায় এই মডেল দেখা যায় অনেক বেশি।
তবে এখন বুলেট বাইকের এত দাম হলেও এক সময় কিন্তু তা ছিল না। ১৯৮৬ সালের একটি বিল সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বুলেটের দাম ১৮ হাজার ৭০০ টাকা মাত্র।
তবে এখন বুলেট বাইকের এত দাম হলেও এক সময় কিন্তু তা ছিল না। ১৯৮৬ সালের একটি বিল সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বুলেটের দাম ১৮ হাজার ৭০০ টাকা মাত্র।
আজ থেকে প্রায় ৩৭ বছর আগের সেই বিল। ঝাড়খণ্ডের সন্দীপ অটো নামক শোরুমের সেই বিল এখন ভাইরাল।
আজ থেকে প্রায় ৩৭ বছর আগের সেই বিল। ঝাড়খণ্ডের সন্দীপ অটো নামক শোরুমের সেই বিল এখন ভাইরাল।
৩৭ বছর অনেকটা সময়। এখন সেই বাইকের দাম ২ লাখ টাকারও বেশি। অনেকেই এখন ইএমআই-এর সহায়তায় এই বাইক কেনেন।
৩৭ বছর অনেকটা সময়। এখন সেই বাইকের দাম ২ লাখ টাকারও বেশি। অনেকেই এখন ইএমআই-এর সহায়তায় এই বাইক কেনেন।