বিড়ি শ্রমিক বিড়ি বাঁধছেন

Lok Sabha Election 2024: লোকসভা ভোটের মুখে মজুরি বৃদ্ধির দাবি! কবে ফিরবে সুদিন? প্রশ্ন বিড়ি শ্রমিকদের

মুর্শিদাবাদ: ভোট আসে ভোট যায়। লোকসভা নির্বাচনের আগে কেমন আছে মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিকরা? মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা। কিন্তু বিড়ি বেঁধে মেলেনা সঠিক পারিশ্রমিক। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র মুলত বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা। আর এখান থেকেই গত লোকসভা নির্বাচনে সাংসদ হন খলিলুর রহমান।

একদা বিড়ি শিল্পপতির ওপর ভরসা করলেও আখেরে উন্নতি হয়নি বিড়ি শ্রমিকদের। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথগঞ্জের জামুয়ার অঞ্চলের কুলোরী সহ বেশ কিছু গ্রাম জরুর অঞ্চলের মথুরাপুর সহ বেশ কয়েকটি গ্রামের বিড়ি শ্রমিকরা পায়না সঠিক মজুরি। নেই পিএফ, এবং বিড়ি শ্রমিকদের যে সকল সরকারি সুযোগ সুবিধা, সমস্ত কিছু থেকেই বঞ্চিত এই সকল এলাকার মানুষজন।

আরও পড়ুন:গরমে পেট ঠান্ডা রাখে সস্তার ফল থেকে তৈরি এই খাবার! কিন্তু যখন খুশি খেলে চলবে না, জেনে নিন সঠিক সময়

বর্তমানে ১৫২ থেকে ১৭০ টাকা মজুরিতেই বিড়ি বাঁধতে হয় তাদের। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ ও সুতি সহ বেশ কিছু বিড়ি কারখানা আছে যেখানে বহু শ্রমিক আছে কর্মরত। একহাজার বিড়ি বাঁধলে শ্রমিকরা ১২৬টাকা পেত আগে, আর এখন বর্তমানে ১৫২ থেকে ১৭০ টাকা করে পান। লোকসভা ভোটের মুখে আবারও মজুরি বৃদ্ধিসহ নানা দবিতে সরব এই বিড়ি শ্রমিকরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী