৬. ডায়াবেটিস রোগীদের জন্যও নটে শাক খুব স্বাস্থ্যকর। এতে কিছু বিশেষ বায়োঅ্যাকটিভ যৌগ রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর মাধ্যমে শরীরে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ করা যায়।

Blood Sugar Control Tips: ব্লাড সুগারের যম ৩ শাক! জানুন ডায়াবেটিস কমাতে কোন শাকগুলি খেতেই হবে

ডায়াবেটিকদের জন্য ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ডায়েটের উপর অনেকটাই নির্ভর করে রক্তে শর্করার মাত্রা৷ গ্লাইসেমিক ইনডেক্স কম এমন খাবার মধুমেহ রোগীদের জন্য প্রয়োজনীয়৷
ডায়াবেটিকদের জন্য ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ডায়েটের উপর অনেকটাই নির্ভর করে রক্তে শর্করার মাত্রা৷ গ্লাইসেমিক ইনডেক্স কম এমন খাবার মধুমেহ রোগীদের জন্য প্রয়োজনীয়৷

 

কিছু খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে৷ আবার কিছু খাবার দায়ী ডায়াবেটিস বাড়িয়ে দেওয়ার জন্য৷ বেশির ভাগ শাক সবজি মধুমেহ রোগে উপকারী৷ কিছু শাক আছে যেগুলি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
কিছু খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে৷ আবার কিছু খাবার দায়ী ডায়াবেটিস বাড়িয়ে দেওয়ার জন্য৷ বেশির ভাগ শাক সবজি মধুমেহ রোগে উপকারী৷ কিছু শাক আছে যেগুলি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷

 

মেথিশাকে প্রচুর ফাইবার এবং অ্যামিনো অ্যাসিড আছে৷ ফলে এই শাক ব্লাড সুগারে খুবই উপকারী৷ মেথির অন্যান্য খাদ্যগুণ আছে৷ তাই ডায়াবেটিকরা নিয়মিত খান মেথিশাক৷
মেথিশাকে প্রচুর ফাইবার এবং অ্যামিনো অ্যাসিড আছে৷ ফলে এই শাক ব্লাড সুগারে খুবই উপকারী৷ মেথির অন্যান্য খাদ্যগুণ আছে৷ তাই ডায়াবেটিকরা নিয়মিত খান মেথিশাক৷

 

পালংশাকে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, আয়রন এবং ক্যালসিয়াম৷ ব্লাড সুগার নিয়ন্ত্রণে বেশি করে খান পালংশাক৷
পালংশাকে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, আয়রন এবং ক্যালসিয়াম৷ ব্লাড সুগার নিয়ন্ত্রণে বেশি করে খান পালংশাক৷

 

বাঙালি হেঁশেলে সরষে শাক একটু কমই রান্না হয়৷ তবে এখন পঞ্জাবি খাবারের দৌলতে মকাইয়ের আটার রুটির সঙ্গে এই শাকও আমাদের খুবই চেনা৷
বাঙালি হেঁশেলে সরষে শাক একটু কমই রান্না হয়৷ তবে এখন পঞ্জাবি খাবারের দৌলতে মকাইয়ের আটার রুটির সঙ্গে এই শাকও আমাদের খুবই চেনা৷

 

ভিটামিন, মিনারেলস এবং ফাইবারে ভরপুর সরষে শাক খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে৷ মধুমেহ রোগীরা এই শাক খেতে ভুলবেন না৷
ভিটামিন, মিনারেলস এবং ফাইবারে ভরপুর সরষে শাক খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে৷ মধুমেহ রোগীরা এই শাক খেতে ভুলবেন না৷