আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় এবার ন্যাশনাল মেডিকেল কলেজের স্টাফ ও আধিকারিক মিলিয়ে ৫ জনকে তলব করল সিবিআই। তাঁদের নিজাম প্যালেসে তলব করা হয়। নথি নিয়ে ৫ জনই হাজির হন সিবিআই দফতরে। এদিকে, আরজি করের দুর্নীতি মামলার তদন্তে আবারও ইডির জেরার মুখে সন্দীপ ঘোষ। মঙ্গলবার আরজি কর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় ইডির একটি দল। আরজি কর দুর্নীতি কাণ্ডে এবার নজরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক, গ্রেফতার হওয়া আশিস পাণ্ডের একাধিক UPI লেনদেন। আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আশিস পাণ্ডে! তাঁর UPI লেনদেন ঘিরে এবার বিস্ফোরক দাবি সিবিআই-এর। তদন্তে দাবি করা হচ্ছে, ঘুষের টাকার এসেছে UPI লেনদেনের মাধ্যমেই।