বিরাট সিদ্ধান্ত হাইকোর্টের

Sandip Ghosh-RG Kar Case: বিরাট খবর! এবার সন্দীপ ঘোষ জমানার দুর্নীতির তদন্তও করবে CBI! নির্দেশ হাইকোর্টের

কলকাতা: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ জমানার আর্থিক দুর্নীতি তদন্তও এবার সিবিআই-কে দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। রাজ্য সরকার গঠিত সিট সমস্ত নথি তুলে দেবে সিবিআই-কে। সামনে এসেছে এমনই তথ্য। আখতার আলির করা মামলায় সিবিআই তদন্ত নিয়ে এই নির্দেশ দিলেন বিচারপতি। হাইকোর্ট জানিয়েছে, ৩ সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেবে সিবিআই। শনিবার সকাল ১০টার মধ্যে সমস্ত নথি হস্তান্তর করে দেবে সিট।

তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির পুরোনো একগুচ্ছ অভিযোগ নতুন করে মাথাচাড়া দিচ্ছিল। এই আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্য। টালা থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে মামলাও দায়ের হয়েছে, যেখানে তদন্তকারীদের নজরে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

আরও পড়ুন: বলুন তো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মানুষ থাকে? ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক, নামটা জানলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন

এ বার এই আর্থিক দুর্নীতি-সহ আরজি করে বেশ কিছু কেলেঙ্কারির অভিযোগ তুলে ইডি তদন্তের দাবিতে নতুন মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার তদন্তে আটদিন ধরে সন্দীপকে বারবার তলব করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। তার মধ্যে এ দিন আর্থিক দুর্নীতির তদন্তও চলে গেল সিবিআই-এর কাছে।

প্রসঙ্গত, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এক বছর আগেই স্টেট ভিজিল্যান্স কমিশনে চিঠি দিয়েছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। অভিযোগ দায়ের করেছিলেন পুলিশেও। তবে সেই অভিযোগের পরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে গত ক’দিন ধরেই দাবি করছিলেন। বুধবার আখতার আলিই ইডি তদন্তে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তবে, সেই তদন্তভার আপাতত সামলাবে সিবিআই’ই।