খেলা India vs Bangladesh Sanju Samson: বাংলাদেশের বিরুদ্ধে ৫ রেকর্ড গড়লেন সঞ্জু! ঘোর বিপদে পড়লেন অন্য দুই ভারতীয় সতীর্থ Gallery October 13, 2024 Bangla Digital Desk শনিবার সঞ্জুর তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বাংলাদেশ। তাঁর ১১১ রানের দাপটে ১৩৩ রানে বিরাট জয় পেয়েছে ভারত। সেই সঙ্গে সমালোচকদেরও জবাব দিয়েছেন সঞ্জু। দীর্ঘ দিন ধরে ভারতীয় দলে সুযোগ পেলেও বড় রানের ইনিংস খেলতে পারছিলেন না তিনি। শনিবার মাত্র ৪৭ বলে ১১১ রান করে ৫টি নজির গড়লেন সঞ্জু। সেই সঙ্গে কিছুটা হলেও চাপে ফেলে দিলেন ঋষভকে। দু’জনেই উইকেটকিপার এবং দু’জনেই ছন্দে রয়েছেন। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে আন্তর্জাতিক টি২০ ম্যাচে শতরান করলেন সঞ্জু। এর আগে এই রেকর্ড ছিল ঈশান কিসানের ৮৯। সঙ্গে ভারত-বাংলাদেশ ম্যাচে ৮টা ছক্কা মেরেছেন সঞ্জু, যা ভারত বনাম বাংলাদেশের ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। প্রতীকী ছবি। প্রথম ব্যাটার হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০ ম্যাচে শতরান করলেন সঞ্জু। ভারতীয় ব্যাটার হিসাবে দ্বিতীয় দ্রুততম শতরান করলেন সঞ্জু। সঞ্জু এদিন শতরান করতে মাত্র ৪০ বল খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৫ বলে দ্রুততম শতরান করেছিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ব্যাটার হিসাবে একটি ওভারে ৫টি বা তার চেয়েও বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন সঞ্জু। এর আগে একটি ওভারে ছটি ছক্কা মেরেছিলেন যুবরাজ। সঞ্জুর এই ইনিংস শুধু সমালোচকদের জবাবই দিলেন না, সঙ্গে চাপে ফেলে দিলেন ঈশান কিসান এবং ঋষভ পন্থকে।