ছবি প্রতীকী 

How to Be Safe from Snakes: হঠাৎ বৃষ্টিতে ভাদ্রমাসেও ভরা বর্ষা, সাপের উপদ্রবে জেরবার, কী করবেন, কীভাবে বাঁচবেন

উত্তর ২৪ পরগণা: ভরা বর্ষায় সুন্দরবনে দেখা দিচ্ছে বিষধর সাপের উপদ্রব। বর্ষা পড়তেই সুন্দরবন এলাকার জলা জঙ্গল পরিপূর্ণ লোকালয়ে বাড়ছে সাপের উপদ্রব। ভরা বর্ষায় সাপ তাদের নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় রাতে পথ চলতি লোকের চোখে প্রায়ই বিষাক্ত সাপ চোখে পড়ছে।

একের পর এক সন্দেশখালি, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার একধিক মৎস্যজীবীর আটলে সাপ ধরা পড়ছে, কোথাও বা জালে আটকে যাচ্ছে। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবন অঞ্চলে বেশির ভাগই অঞ্চলে বিষাক্ত প্রজাতির কেউটে সাপ সচরাচর লক্ষ্য করা যায়। যদিও সাপ উদ্ধারের ক্ষেত্রে বনদফতর যথেষ্ট সচেষ্ট।

আরও পড়ুন – Chandra Grahan and Zodiac Signs: রাত পোহালেই চাঁদের গায়ে গ্রহণের ছায়া, তোলপাড় রাশিতে-রাশিতে, কারো জীবন ছারখার, কারো ভাগ্যে চার চাঁদ

ঘটনাস্থল থেকে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এভাবে এইভাবে ভরা বর্ষায় পুকুর, জলাশয়, ডোবা জলে পূর্ণ হয়ে যাচ্ছে। কোথাও বা বাড়ির আশেপাশে জল জমছে। এমন সময় সাপ নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে তা নিয়ে সুন্দরবনের একাধিক জায়গায় সাধারণ মানুষ আতঙ্কিত।

মূলত এমন সময় খাবারের সন্ধানে লোকলয়ে ঢুকে পড়ে। বিগত দিনে বিভিন্ন সাইক্লোনের কারণে সুন্দরবনের মানচিত্র পাল্টে গিয়েছে, তার উপরে লাগাতার বর্ষণের ফলে জঙ্গলের মধ্যে জল ঢুকে প্লাবিত হয়ে গেছে একদিকে নষ্ট হয়েছে বন্যপ্রাণীদের বাসস্থান অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খাবার তাই তারা খিদের জ্বালায় বিভিন্ন সময়ে লোকালয়ে ঢুকে পড়ছে খাবারের সন্ধানে আর সেই খাবার জোগাড় করতে বিভিন্নভাবে মৎস্যজীবীদের জালে আবার কখনও আটোলে বন্দি হচ্ছে।
Julfikar Molla