বন্যার আশঙ্কা বাড়ছে।

West Bengal Flood Situation: ভেঙেছে একাধিক বাঁধ, দক্ষিণবঙ্গে কড়া নাড়ছে বন্যা! ঘরছাড়া হাজার হাজার মানুষ

কলকাতা: বুধবার আরও ৩ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হল মাইথন এবং পাঞ্চে জলাধার থেকে। ক্রমশ বাড়ছে বন্যার আশঙ্কা। সরকার ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে।

ডিভিসির জল ছাড়ার দরুণ এখনও পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে ১২ হাজার, পূর্ব মেদিনীপুর জেলা থেকে ৩ হাজার, বীরভূম জেলার ২ হাজার, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৩ হাজার, হাওড়া জেলা থেকে ৪ হাজার লোককে নিরাপদ স্থানে সরানো হয়েছে। একাধিক নদীর বাঁধ ভেঙেছে। সেচ দফতরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে বাঁধ মেরামতির কাজ শুরু হয়।

আরও পড়ুন: সিকিম যাওয়ার পথে ঘোর দুর্যোগ! বন্ধ বাংলা-সিকিম ১০ নং জাতীয় সড়ক, কোন পথে যাবেন পর্যটকরা

সেই সঙ্গে সন্তানসম্ভবা মহিলাদের অবিলম্বে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হুগলির আরামবাগ ও খানাকুল নিয়ে চিন্তিত নবান্ন। আজ সন্ধের মধ্যে হাওড়ার আমতা এলাকার একাধিক জায়গায় জল ঢুকে যাবে। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চলছে নবান্নের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে।

আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির

জল বাড়ছে হাওড়ার আমতা, উদয়নারায়নপুর এলাকায়, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পূর্ব মেদিনীপুর থেকে আরও মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে। বাড়ানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের কর্মী পরিমাণ।