বেঙ্গালুরুতে ভারতীয় দল হারলেও দ্বিতীয় ইনিংসের চাপের মুহূর্তে ১৫০ রানের ইনিংস খেলে নিজেরে প্রমাণ করেছেন সরফরাজ খান। বুঝিয়ে দিয়েছেন মিডিল অর্ডারে দায়িত্ব নিতে তৈরি তিনি। (Photo Courtesy- AP)

Sarfaraz Khan: শূন্য় থেকে শতরান! ‘বিদ্রোহী’ সরফরাজের ব্যাটেই বেঙ্গালুরুতে জয়ের স্বপ্ন বুনছে ভারত

শুভমান গিলের চোট তাকে জায়গা করে দিয়েছিল প্রথম একাদশে। প্রথম ইনিংসে চাপের মুহূর্তে শূন্য রানে আউট হওয়ার পর প্রশ্ন উঠে গিয়েছিল তার কেরিয়ার নিয়ে। কিন্তু ক্রিকেট দেবতা সরফরাজ খানের জন্য লিখে রেখেছিল অন্য কাহিনি। (Photo Courtesy- AP)
শুভমান গিলের চোট তাকে জায়গা করে দিয়েছিল প্রথম একাদশে। প্রথম ইনিংসে চাপের মুহূর্তে শূন্য রানে আউট হওয়ার পর প্রশ্ন উঠে গিয়েছিল তার কেরিয়ার নিয়ে। কিন্তু ক্রিকেট দেবতা সরফরাজ খানের জন্য লিখে রেখেছিল অন্য কাহিনি। (Photo Courtesy- AP)
দ্বিতীয় ইনিংসে আবারও প্রবল চাপের মুহূর্তে ব্যাট করতে নামেন সরফরাজ খান। দলের স্কোর তখন ৯৫ রানে ২ উইকেট। মাথার উপর তখন কিউইদের আড়াইশোর বেশির রানের লিডের পাহাড়। সেখান থেকেই মহাকাব্যিক ইনিংস খেললেন সরফরাজ খান। (Photo Courtesy- AP)
দ্বিতীয় ইনিংসে আবারও প্রবল চাপের মুহূর্তে ব্যাট করতে নামেন সরফরাজ খান। দলের স্কোর তখন ৯৫ রানে ২ উইকেট। মাথার উপর তখন কিউইদের আড়াইশোর বেশির রানের লিডের পাহাড়। সেখান থেকেই মহাকাব্যিক ইনিংস খেললেন সরফরাজ খান। (Photo Courtesy- AP)
নিজের স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিং করেন প্রথম থেকেই। প্রথমে বিরাট কোহলির সঙ্গে ১৩৬ রানের পার্টনারশিপ করে দলকে লড়াইয়ে ফেরান। চতুর্থ দিনে ঋষভ পন্থের সঙ্গে শতরানের পার্টনারশিপ। বেঙ্গালরু টেস্টে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে ভারত। (Photo Courtesy- AP)
নিজের স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিং করেন প্রথম থেকেই। প্রথমে বিরাট কোহলির সঙ্গে ১৩৬ রানের পার্টনারশিপ করে দলকে লড়াইয়ে ফেরান। চতুর্থ দিনে ঋষভ পন্থের সঙ্গে শতরানের পার্টনারশিপ। বেঙ্গালরু টেস্টে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে ভারত। (Photo Courtesy- AP)
বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের শেষে ৭০ রানে অপরাজিত ছিলেন সরফরাজ খান। চতুর্থ দিন খেলা শুরু হওয়ার পর থেকেই ছন্দে ছিলেন তিনি। ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে রান তুলতে থাকেন। তাঁকে প্রতি শটেই বেশ আত্মবিশ্বাসী দেখা গিয়েছে। (Photo Courtesy- AP)
বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের শেষে ৭০ রানে অপরাজিত ছিলেন সরফরাজ খান। চতুর্থ দিন খেলা শুরু হওয়ার পর থেকেই ছন্দে ছিলেন তিনি। ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে রান তুলতে থাকেন। তাঁকে প্রতি শটেই বেশ আত্মবিশ্বাসী দেখা গিয়েছে। (Photo Courtesy- AP)
চতুর্থ দিনের এক ঘণ্টার মধ্যে শতরান পূর্ণ করেন সরফরাজ। ১১০ বলে সেঞ্চুরি মুম্বইয়ের ছেলে সরফরাজের। ৫৭তম ওভারে টিম সাউদিকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ। বল বাউন্ডারি লাইন স্পর্শ করতেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি সরফরাজ। (Photo Courtesy- AP)
চতুর্থ দিনের এক ঘণ্টার মধ্যে শতরান পূর্ণ করেন সরফরাজ। ১১০ বলে সেঞ্চুরি মুম্বইয়ের ছেলে সরফরাজের। ৫৭তম ওভারে টিম সাউদিকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ। বল বাউন্ডারি লাইন স্পর্শ করতেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি সরফরাজ। (Photo Courtesy- AP)
সেঞ্চুরি করার পর মাঠের এদিক-ওদিক দৌড়েল বেড়ান সরফরাজ খান। তার ক্ষিপ্রতা ছিল সেই সময় দেখার মত। আবেগে চোখের কোণও ভিজতে দেখা যায় তাঁর। শেষে ঋষভ পন্থ এসে জড়িয়ে ধরেন সরফরাজ খানকে। গোটা ভারতীয় দল ড্রেসিংরুমে এই ম্যাচ বাঁচানো শতরানকে অভিবাদন জানায়। (Photo Courtesy- AP)
সেঞ্চুরি করার পর মাঠের এদিক-ওদিক দৌড়েল বেড়ান সরফরাজ খান। তার ক্ষিপ্রতা ছিল সেই সময় দেখার মত। আবেগে চোখের কোণও ভিজতে দেখা যায় তাঁর। শেষে ঋষভ পন্থ এসে জড়িয়ে ধরেন সরফরাজ খানকে। গোটা ভারতীয় দল ড্রেসিংরুমে এই ম্যাচ বাঁচানো শতরানকে অভিবাদন জানায়। (Photo Courtesy- AP)
দীর্ঘ লড়াইয়ের পর ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে টানা রান করেও সুযোগ না পাওয়ায় বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়ে করেছিলেন ২টি হাফ সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হল শতরানের স্বপ্নপূরণ। এবার সরফরাজের ব্যাটে ভর করে বেঙ্গালুরুতে জয়ের স্বপ্ন বুনছে ভারত। (Photo Courtesy- AP)
দীর্ঘ লড়াইয়ের পর ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে টানা রান করেও সুযোগ না পাওয়ায় বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়ে করেছিলেন ২টি হাফ সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হল শতরানের স্বপ্নপূরণ। এবার সরফরাজের ব্যাটে ভর করে বেঙ্গালুরুতে জয়ের স্বপ্ন বুনছে ভারত। (Photo Courtesy- AP)