Tag Archives: Sarfaraz Khan

India vs Bangladesh: টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে বড় বদল! কে খেলবেন? মুখ খুললেন রোহিত

বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট। পাকিস্তানকে হারানোর পর ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে প্রথম জয় পেতে মরিয়া বাংলাদেশ। অপরদিকে, ঘরের মাঠে একাধিপত্ব ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট। পাকিস্তানকে হারানোর পর ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে প্রথম জয় পেতে মরিয়া বাংলাদেশ। অপরদিকে, ঘরের মাঠে একাধিপত্ব ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তার একটা আভাস চিপকে টিম ইন্ডিয়ার অনুশীলনেই পাওয়া গিয়েছে। তবে একটা জায়গা নিয়ে জোর জল্পনা চলছে। তা হল, প্রথম একাদশে কেএল রাহুল খেলবেন না সরফরাজ খান।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তার একটা আভাস চিপকে টিম ইন্ডিয়ার অনুশীলনেই পাওয়া গিয়েছে। তবে একটা জায়গা নিয়ে জোর জল্পনা চলছে। তা হল, প্রথম একাদশে কেএল রাহুল খেলবেন না সরফরাজ খান।
ম্যাচের ২ দিন আগে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাকে এনিয়ে প্রশ্ন করা হলে ভারত অধিনায়ক বলেন,"এখানে বেশি কিছু ভাবার নেই। যদিও একাদশ বাছতে গেলে কে কত রান করেছে, সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা, ম্যাচ উইনার কে হতে পারে, ইমপ্যাক্ট কে ফেলতে পারে সেগুলি নিয়ে ভাবতে হয়।"
ম্যাচের ২ দিন আগে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাকে এনিয়ে প্রশ্ন করা হলে ভারত অধিনায়ক বলেন,”এখানে বেশি কিছু ভাবার নেই। যদিও একাদশ বাছতে গেলে কে কত রান করেছে, সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা, ম্যাচ উইনার কে হতে পারে, ইমপ্যাক্ট কে ফেলতে পারে সেগুলি নিয়ে ভাবতে হয়।”
এছাড়াও রোহিত শর্মা বলেন,"লোকেশের দক্ষতা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। ওর সেরাটা বের করে নিতে চাই। ওর থেকে কী প্রত্যাশা, সেই বার্তাটা পরিষ্কার করে দিয়েছি।" রোহিতের এই মন্তব্য থেকেই একপ্রকার পরিষ্কার কে থাকতে চলেছেন প্রথম একাদশে।
এছাড়াও রোহিত শর্মা বলেন,”লোকেশের দক্ষতা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। ওর সেরাটা বের করে নিতে চাই। ওর থেকে কী প্রত্যাশা, সেই বার্তাটা পরিষ্কার করে দিয়েছি।” রোহিতের এই মন্তব্য থেকেই একপ্রকার পরিষ্কার কে থাকতে চলেছেন প্রথম একাদশে।
এক ঝলকে দেখে নিন বাংলাদেশে বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলীদপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
এক ঝলকে দেখে নিন বাংলাদেশে বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলীদপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

India vs Bangladesh: টানা ভাল খেলেও বাংলাদেশ সিরিজে বাদ ভারতের তারকা ব্যাটার! তবে হাল ছাড়তে নারাজ

লম্বা ছুটি কাটিয়ে আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারতীয় ক্রিকেট। এই সিরিজে কোন কোন ক্রিকেটার জাতীয় দলে নির্বাচিত হবেন তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।
লম্বা ছুটি কাটিয়ে আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারতীয় ক্রিকেট। এই সিরিজে কোন কোন ক্রিকেটার জাতীয় দলে নির্বাচিত হবেন তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।
তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের এক ক্রিকেটার জায়গা নাও পেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিজেই। টানা ভাল খেলে, পরপর ৩টি হাফ সেঞ্চুরি করেও শুধু প্রথম একাদশ নয়, স্কোয়াড থেকেও জায়গা খোয়াতে পারেন তিনি।
তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের এক ক্রিকেটার জায়গা নাও পেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিজেই। টানা ভাল খেলে, পরপর ৩টি হাফ সেঞ্চুরি করেও শুধু প্রথম একাদশ নয়, স্কোয়াড থেকেও জায়গা খোয়াতে পারেন তিনি।
সেই ক্রিকেটার হলেন সরফরাজ খান। দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেও তাঁর সুযোগ না পাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। অবশেষে চলতি বছরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে অভিষেক হয় তাঁর। ৩টি ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরি সহ ২০০ রান করেন তিনি।
সেই ক্রিকেটার হলেন সরফরাজ খান। দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেও তাঁর সুযোগ না পাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। অবশেষে চলতি বছরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে অভিষেক হয় তাঁর। ৩টি ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরি সহ ২০০ রান করেন তিনি।
কিন্তু তারপরও কেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা না পাওয়াক আশঙ্কা করছেন সরফরাজ? এই প্রসঙ্গে তিনি বলেছেন,"আমি কোনও আশা রাখছি না। যদি সুযোগ আসে, আমি তৈরি নিজের সেরাটা দেওয়ার জন্য। এটাই তো আমার কাজ। এত বছর ধরে তো সেটাই করে আসছি। নিজেকে পাল্টা
কিন্তু তারপরও কেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা না পাওয়াক আশঙ্কা করছেন সরফরাজ? এই প্রসঙ্গে তিনি বলেছেন,”আমি কোনও আশা রাখছি না। যদি সুযোগ আসে, আমি তৈরি নিজের সেরাটা দেওয়ার জন্য। এটাই তো আমার কাজ। এত বছর ধরে তো সেটাই করে আসছি। নিজেকে পাল্টা
তবে বাংলাদেশের বিরুদ্ধে সরফরাজ খান তাঁর পারফরম্যান্সের কারণে জায়গা হারাতে পারেন, তেমনটা কিন্তু নয়। বাংলাদেশের বিরুদ্ধে দলের সকল সিনিয়র ক্রিকেটারদের খেলার সম্ভাবনা বেশি। সেই কারণেই জায়গা হারাতে পারেন সরফরাজ।
তবে বাংলাদেশের বিরুদ্ধে সরফরাজ খান তাঁর পারফরম্যান্সের কারণে জায়গা হারাতে পারেন, তেমনটা কিন্তু নয়। বাংলাদেশের বিরুদ্ধে দলের সকল সিনিয়র ক্রিকেটারদের খেলার সম্ভাবনা বেশি। সেই কারণেই জায়গা হারাতে পারেন সরফরাজ।
প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে থাকতে হলে বাংলাদেশ সিরিজ খুব গুরুত্বপূর্ণ ভারতের কাছে। তারপরই রয়েছে অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। ফলে বাংলাদেশ সিরিজে সিনিয়ররা নিজেদেরকে ঝালিয়ে নিতে চাইবে। যার ফলে দলের বাইরে থাকতে হতে পারে সরফরাজকে।
প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে থাকতে হলে বাংলাদেশ সিরিজ খুব গুরুত্বপূর্ণ ভারতের কাছে। তারপরই রয়েছে অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। ফলে বাংলাদেশ সিরিজে সিনিয়ররা নিজেদেরকে ঝালিয়ে নিতে চাইবে। যার ফলে দলের বাইরে থাকতে হতে পারে সরফরাজকে।

Ind vs Eng: ‘নয়নের মণি’ সরফরাজ খানকে মাঠের মধ্যেই এ ভাষায় তিরস্কার, ‘জাদা হিরো মত বন’ বললেন রোহিত

রাঁচি:  ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট  ম্যাচের  খেলা জমে উঠেছে৷  তৃতীয় দিনে ভারতীয় বোলারদের স্পিনিংয়ের সামনে বেশ চাপে পড়েছিলেন রুট- বেয়রেস্তোরা। কুলদীপ যাদব, আর অশ্বিন এই ম্যাচে ভারতের হয়ে মাঠে তহলকা মাচিয়ে দিয়েছিলেন। যেখানে কুলদীপ ৪ উইকেট নেন, অশ্বিন নেন ৫ উইকেট। তবে  এদিন ম্যাচ চলাকালীন রোহিত শর্মার কাছে জবরদস্ত বকা খান সরফরাজ!

আসলে ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে সিলি পয়েন্টে মাঠে নামেন সরফরাজ খান। এ সময় হেলমেট ও প্যাড ছাড়াই আসেন সরফরাজ খান। এই মুহূ্র্তে ভারতীয় ফ্যানদের নয়নের মণিকে মাঠের মাঝেই এই ভাষায় চেঁচিয়ে ওঠেন অধিনায়ক রোহিত৷

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

 

আরও পড়ুন – Knowledge Story: সারা দিনে লক্ষ-লক্ষ ট্রেন চলে, কিন্তু আজও একটি রেল লাইনের জন্য ব্রিটিশ সরকারকে কোটি টাকা দেয় ভারত

অধিনায়ক রোহিত শর্মা সরফরাজের এভাবে ফিল্ডিং করা দেখে বেশ রেগে যান৷  রোহিত শর্মা সরফরাজকে বকা দিয়ে বলেন, “বেশি হিরো হতে হবে না।  যখন এই জায়গায় ফিল্ডিং করবেন, তখন কোনও ঝুঁকি নেবে না গিয়ে হেলমেট নিয়ে এস।’’  ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে রোহিত শর্মার গলা। আসলে রোহিত জানেন কোনওভাবে যদি সরফরাজের লেগে যেত তাহলে মারাত্মক পরিস্থিত হতে পারত৷

ভারতকে করতে হবে ১৯২ রান
চতুর্থ টেস্ট জিততে ভারতকে এখন ১৯২ রান করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেন করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ২৭ বলে ২৪ রান করে অপরাজিত আছেন অধিনায়ক রোহিত শর্মা। যশস্বী জয়সওয়ালও ১৬ রানে ব্যাট করছেন। দলের স্কোর ৪০ রান। আশা করা যাচ্ছে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের স্কোর তাড়া করেই ম্যাচ জিতবে ভারতীয় দল। রাঁচি টেস্ট জিতলে সিরিজও জিতে যাবে ভারত৷

Viral Video: জুতো হাতে রোহিত! রোষের মুখে কে? তুমুল ভাইরাল ভিডিও

রাজকোট: তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। যা ভারতের টেস্ট ক্রিকেটের ইতহাসে সবথেকে বড় জয়। ৫ ম্যাচের সিরিজে ২-১ লিড নিয়ে বর্তমানে ফুরফুরে মেজাজে ভারতীয় দল। এরইমধ্যে রাজকোটে চতুর্থ দিনের খেলা চলার সময় অধিনায়ক রোহিত শর্মার একটি ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যা এক ঝলক দেখলে মনে হতেই পারে রোহিত শর্মার রোষের মুখে পড়েছেন যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খান।

সেই সময় রাজকোটে ব্যাট হাতে ব্রিটিশ বোলারদের শাসন করছেন যশস্বী ও সরফরাজ। জল পান বিরতির সময় সরফরাজ খান ও যশস্বী জয়সওয়াল ভুলবশত ধরে নেন রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে। তাই তারা সাজঘরের দিকে হাঁটা দেন। দলের ২ ব্যাটার তাঁর কোনও সিদ্ধান্ত ছাড়াই ফেরত আসছেন দেখে বিচলিত হয়ে পড়েন রোহিত। সেই সময় জুতো পরছিলেন রোহিত শর্মা।

সাজঘরের বারান্দায় এসে জুতো হাতেই আকারে-ইঙ্গিতে যশস্বী ও সরফরাজকে বোঝানোর চেষ্টা করেন তিনি ইনিংস ডিক্লেয়ার করেননি। ফিরে গিয়ে ব্যাটিংও করতে বলেন রোহিত শর্মা। যা দেখে কিছুটা অবাক হয়ে যান দুই তরুণ ব্যাটার। রোহিতের হাত নাড়িয়ে কিছু বলার ভিডিও নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়। রোহিত কি বলছে তা শোনা না গেলেও, কী বলতে চাইছেন তা পরিষ্কার বোঝা যায়।

রোহিতের এই ভিডিও দেথে হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। নেটজেনরা লেখেন ‘বিকেল পাঁচটায় অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। আমার বসের প্রতিক্রিয়া এরকমও হয়।’ আরও অনেকে লেখেন,‘রোহিত শর্মার মতো চরিত্র যদি মাঠে না থাকে, তাহলে যেন ম্যাচের উত্তেজনা কমে যায়।’ এছাড়াও একাধিক মন্তব্য পড়ে ভিডিওটিতে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতে অধিনায়কের নাম শুনে অবাক সৌরভ! কী বললেন ?দাদা?

প্রসঙ্গত, রাজকোট টেস্টে প্রথমে ব্যাট করে ৪৪৫ রান করে ভারত। সেঞ্চুরি করেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। ৬২ রান করেন অভিষেককারী সরফরাজ খান। জবাবে ৩১৯ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। বেন ডাকেটের ১৫৩ রা ছাড়া কেউ সেইভাবে লড়াই দিতে পারেনি। ভারতের সর্বোচ্চ ৪টি উইকেট নেন মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ১২৬ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ৪৩০ করে ভারত। ডাবল সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। অপরাজিত ২১৪ করেন তিনি। ৯১ রান করেন শুভমান গিল। ৬৮ রানে অপরাজিত থাকেন সরফরাজ খান। ৫৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।