পরের সিজনে মেগা নিলামের আগে সৌরভ নিশ্চয়ই দলের মালিকদের সঙ্গে আলোচনায় বসবেন। এক বিদেশিকে ধরে রিটেনশন যদি মাত্র চারজনের হয়, তা হলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হিসেব কঠিন। দুই তরুণ বিদেশি তুর্কি জেক ফ্রেসার ম্যাকগার্ক অথবা দক্ষিণ আফ্রিকান ট্রিস্টান স্টাবসের মধ্যে একজনকে ধরে রাখতে পারবে তারা। বাকি তিন দেশজ ক্রিকেটার সম্ভবত হবেন- ক্যাপ্টেন ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল এবং স্পিনার কুলদীপ যাদব।

Sourav Ganguly on Gautam Gambhir: গম্ভীরের কোচ হওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ, কী বললেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট

গৌতম গম্ভীরের কোট হওয়া নিয়ে ফের মুখ খুললেন ভারতের প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এর আগে বৃহস্পতিবার বিসিসিআইকে ‘ভেবেচিন্তে কোচ নির্বাচন’ করার পরামর্শ দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি, এ বার আবার সেই প্রসঙ্গে মুখ খুললেন।

আরও পড়ুন: রাজ্যে প্রবেশ করল বর্ষা, সময়ের আট দিন আগেই মৌসুমি বায়ুর প্রভাব বাংলায়

রাহুল দ্রাবিড়ের পরে কে ভারতের কোচ হবেন তাই নিয়ে জল্পনা চলছেই। এক ঝাঁক বিদেশি ক্রিকেটারের সঙ্গে ভেসে উঠছে একাধিক ভারতের প্রাক্তন ক্রিকেটারের নাম। যদিও জয় শাহের ইঙ্গিত থেকে আভাস পাওয়া গিয়েছে যে ভারতের পরবর্তী কোচ হতে চলেছেন কোন ভারতীয়ই, তার পরেই বার বার শোনা গিয়েছে যে গম্ভীরই দ্রাবীরের উত্তরসূরি হতে পারেন। আইপিএলেও মেন্টর হিসাবে গত কয়েক মরসুমে বেশ সফল হয়েছেন গম্ভীর।

সম্প্রতি রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, “ও প্যাশনেট, সৎ, ভীষণ ভাল ক্যান্ডিডেট। কিন্তু ফ্র্যাঞ্চাইজির মেন্টর হওয়ার সঙ্গে আন্তর্জাতিক দলের কোচ হওয়া এক নয়। আমার মনে হয় ও এটা বুঝবে এবং জানেও। ও বুঝবে বিরাট এবং রোহিতের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে কী ভাবে কাজ করতে হয়, এবং অবশ্যই সেই ভাবে মানিয়ে নেবে। এটা শুধু নিজের ভাবনাটা অন্যদের জানিয়ে দেওয়ার ব্যাপার নয়। আমি নিশ্চিত ও সবার সঙ্গে নিজের ভাবনাটা ভাব করে নেবে”।