সোমরাজ পাণ্ডে 

West Medinipur News: বয়স মাত্র ৭, অদম্য জেদ, রয়েছে অসীম গুণও! প্রথমবার আন্তর্জাতিক-এ সোনা জয় ছোট্ট খুদের

পশ্চিম মেদিনীপুর: বয়স খুব অল্প। ছোট থেকেই জেদ এবং নেশা ক্যারাটের প্রতি। পড়াশোনার পাশাপাশি সারাদিনের অধিকাংশ সময় কাটে ক্যারাটে অনুশীলন করে। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কার অর্জনের পাশাপাশি মাত্র ৭-৮ বছর বয়সে দেশের বাইরে গিয়ে প্রায় বারোটি দেশের প্রতিযোগীদের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করে সোনা জয় করেছে মেদিনীপুর শহরের এক ক্ষুদে ক্যারাটে মাস্টার। তার এই সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। দেশ-বিদেশের বহু প্রতিযোগীকে হারিয়ে তার সোনা জয়ে গর্বিত বাবা মা।

সম্প্রতি নেপালে আয়োজিত ১৫ তম NSKA আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনা জয় করেছে মেদিনীপুর শহরের অশোকনগরের বাসিন্দা সোমরাজ পান্ডে। বয়স মাত্র ৭ বছর। জেলা সদরের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোমরাজ। সামান্য রোগাপাতলা চেহারা, তবে তার জেদ অদম্য। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণ এবং অনুশীলন নেয় সে। এর আগে জাতীয় স্তর এবং ভারতে আয়োজিত একাধিক প্রতিযোগিতায় স্থান অধিকার করেছে। তবে প্রথমবার দেশের বাইরে গিয়ে বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সোনা জয় করেছে। পদক জয় করে মেদিনীপুরে ফিরতে আনন্দে আত্মহারা পরিবারের লোকজন।

আরও পড়ুন: ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়! একাধিক এলাকায় বোমাবাজি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

প্রসঙ্গত ২৫ এবং ২৬মে নেপালে আয়োজিত ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারতের মতো প্রায় ১২ টি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিল ৭৩ জন। যার মধ্যে তিনটের সোনা, দুটো রুপো এবং চারটি ব্রোঞ্জ পদক জয় পেয়েছে। যাদের মধ্যে একজন সোনা জয়কারী সোমরাজ। ছোট্ট ছেলের এই সাফল্যে খুশি বাবা-মা থেকে তার প্রশিক্ষকও।

আরও পড়ুন-     চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

বয়স অল্প, প্রথম দিন থেকেই বেশ মনোযোগী সে। খুব অল্প সময়ে রপ্ত করতে পারে ক্যারেটের বিভিন্ন স্টাইল। নিজের কঠোর পরিশ্রম এবং ক্যারেটের প্রতি তার ভালবাসা পৌঁছে দিয়েছে শ্রেষ্ঠত্বের শিখরে।

রঞ্জন চন্দ