কিউআর কোড

School News: যখন-তখন স্কুলে ডুব! এবার নয়া প্রযুক্তি সব বন্ধ, উপস্থিতির হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে

উত্তর ২৪ পরগনা: ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে, গ্রামের এই স্কুলের ছবিটা যেন আজ অনেকটাই বদলেছে। অতীতে স্কুলে ছাত্র ছাত্রী ভর্তি হলেও, উপস্থিতির হার ছিল অনেকটাই কম।

পাশাপাশি স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হওয়ায়, অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠানোর পর আর করতে পারতেন না কোনরকম যোগাযোগ। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করতেন বহু ছাত্র-ছাত্রী। তবে এবার স্কুলের এমন পদক্ষেপে ছাত্র-ছাত্রীদের সেই ফাঁকিবাজির দিন শেষ। কারণ স্কুল ড্রেস পড়ে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে যাওয়া বা অন্য কোথাও আড্ডা দিতে গেলেই, ধরা পড়ে যাচ্ছে অতি সহজেই। স্কুলে না গেলেই বাড়িতে বসে সেই খবর পেয়ে যাচ্ছেন বাবা-মায়েরা।

আরও পড়ুন – Cricketer Death: ক্রিকেট জগতে শোকের ছায়া, দুনিয়াকে আলবিদা জানিয়ে হঠাৎই চলে গেলেন এই তারকা ক্রিকেটার

সন্তান কখন স্কুলে ঢুকছে, কখন বেরোচ্ছে তার তথ্য মুহূর্তেই বাবা মা সহ অভিভাবকদের কাছে এসএমএস এ পৌঁছে যাচ্ছে। গাইঘাটার ইছাপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুলে চালু হয়েছে এমনই স্টুডেন্ট কিউআর কোড প্রযুক্তি। এই অভিনব কায়দায় পড়ুয়াদের উপস্থিতির হারও বেড়েছে অনেকটাই, মানছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আর এর ফলেই অভিভাবকরাও অনেকটাই নিশ্চিন্ত হতে পারছেন সন্তানদের স্কুলে পাঠিয়ে।

জেলায় বেশ কিছুদিন ধরেই ছেলে ধরা গুজব ছড়িয়ে ছিল। তারপর থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার অনেক অংশেই কমে যায়। এমন পরিস্থিতিতে স্কুলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের। এখন বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের মোবাইলে থাকা বিশেষ স্ক্যানার ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের প্রবেশ করানো হচ্ছে স্কুলে।

আর সেই মুহূর্তেই অ্যালার্ট পৌঁছে যাচ্ছে বাবা-মা সহ অভিভাবকদের কাছে। ছুটির সময়ও মানা হচ্ছে এই একই নিয়ম। ছাত্র-ছাত্রীদের গতিবিধির উপর কড়া নজর রাখতেই স্কুলের এই বিশেষ উদ্যোগের প্রশংসা করছেন, সীমান্ত এলাকার অভিভাবকরা সহ সচেতন নাগরিকগণ। তাই এই স্টুডেন্ট ইউআর কোড বদলেছে সীমান্ত এলাকার স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির ছবি।

Rudra Narayan Roy