আর জি কর কাণ্ডের প্রতিবাদ

R G Kar Protest: স্কুল ছুটির পর শিক্ষক পড়ুয়া ও অভিভাবক এক‌যোগে প্রতিবাদে সামিল হাওড়ায়

হাওড়া: শিক্ষক সমাজের ডাকে ছাত্র-ছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে প্রতিবাদ মিছিল! প্রাকৃতিক দুর্যোগ মাথায় বৃষ্টি নিয়ে মিছিলে সামিল ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং গ্রামের সাধারণ মানুষ। এই মিছিল অনুষ্ঠিত হয় জগৎবল্লভপুরের ভূরশূট ব্রাহ্মণপাড়া ও পাইকপাড়া গ্রামে। প্রতিদিন শহর থেকে গ্রামীণ হাওড়ার পথে ঘাটে শিক্ষাঙ্গন চত্বরে ছড়িয়ে পড়েছে ন্যায় বিচারের দাবি। মজবুত হচ্ছে ছাত্র ও শিক্ষক সমাজের প্রতিবাদ। আর.জি করে নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ডে প্রতিবাদে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল গ্রামে।

আরও পড়ুন: গান হল প্রতিবাদের ভাষা! আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান বাঁধলেন সঙ্গীত শিল্পী অর্পণ

জগৎবল্লভপুরের ভূরশূট ব্রাহ্মণপাড়া ও প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডা.মহেন্দ্রলাল সরকারের স্মৃতি বিজড়িত গ্রামে। শিক্ষক সমাজের ডাকে ব্রাহ্মণপাড়া হাইস্কুল এর সামনের মাঠ‌ থেকে ডা.মহেন্দ্রলাল সরকারের বাস্তভিটা পর্যন্ত পথ পরিক্রমা করে এসে একতা মানববন্ধন এর মধ্যে দিয়ে শেষ হয় এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল। ব্রাহ্মণপাড়া হাইস্কুলের সিংহভাগ শিক্ষক এই মিছিলে উপস্থিত ছিলেন। স্কুলের সময়ের শেষ হতে ইউনিফর্ম ছেড়ে শিক্ষার্থীরা হাজির হয়। দুর্যোগ উপেক্ষা করে সচেতন শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, এবং গ্রামের মহিলা,শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই প্রতিবাদ মিছিলে এক সঙ্গে পা মেলায়।এই মিছিলে দাবি ওঠে–‘দোষীদের শাস্তি চাই’,‘আমরা অন্যায়ের বিচার চাই’,‘নারী নির্যাতন বন্ধ হোক’।

আরও পড়ুন: আর জি কর কান্ড থেকে শিক্ষা নিয়ে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি শ্রীরামপুর মহকুমায়

এদিন স্কুল ছুটির পর ব্রাহ্মণপাড়া হাইস্কুল (উঃ:মা)-এর শিক্ষকদের পরিচালনায় মিছিলটি শুরু হয়। ঘন্টা দেড়েকের কর্মসূচি, শুরু থেকে যতটা সময় গড়ায় স্থানীয় মানুষের যোগদান বাড়ে মিছিল বড় হতে থাকে। উপেক্ষা করে শিক্ষক ছাত্র এক হয়ে এই বর্ষাতে দিনে প্রতিবাদের সুর তোলে। প্রতিবাদী কন্ঠস্বর একই সঙ্গে মাইকিং। শিক্ষক সমাজের ডাকে স্কুল ছুটির পর এই মিছিলে ব্রাহ্মণপাড়া গ্রামের কাতারে কাতারে ছাত্র-যুব,মহিলারা উপস্থিত হতে থাকে। প্রত্যেকেই বাড়ি থেকে নিজ‌ নিজ উদ্যোগে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে মিছিলে অংশগ্রহণ করে।এলাকায় নারী মর্যাদা রক্ষা ও নারী সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয় ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি