অসুস্থ পড়ুয়া

Alipurduar News: ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা! সকালে স্কুলের দাবি অভিভাবকদের

আলিপুরদুয়ার: আর বৃষ্টির দেখা নেই,গরমে হাঁসফাঁস পরিস্থিতি ডুয়ার্সজুড়ে। তীব্র গরমে স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। এখনও অবধি জেলায় মিলিয়ে ২৫ জন পড়ুয়া অসুস্থ। এত গরমে মর্নিং স্কুলের দাবি তুলছে অভিভাবকরা। সকাল ১০ টা বাজলেই ৩৯° ডিগ্ৰী তাপমাত্রা দেখা যাচ্ছে জেলাজুড়ে। বাইরে বের হলেই অনুভূত হচ্ছে ৫০° ডিগ্রী তাপমাত্রা। জেলার একাধিক একাধিক স্কুলের প্রায় ২৫ জন পড়ুয়া অসুস্থ।

ছয়জন এখনও চিকিৎসাধীন এবং তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় অলিপুরদুয়ার জেলা হাসপাতালে রয়েছে। সম্প্রতি স্কুল খোলার পরই তীব্র গরমে অসুস্থ হচ্ছে স্কুল পড়ুয়ারা। সকলের মধ্যেই শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে। সমীর কুমার দেব নামের এক শিক্ষক জানান,”একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছে। অভিভাবকরা জানিয়েছেন মর্নিং স্কুলের দাবি। আমরা জেলা শিক্ষা দফতরে বিষয়টি জানিয়েছি। দেখা যাক কি হয়।”

আরও পড়ুন:পাহাড়-নদী-জঙ্গল-চা বাগানে ঘেরা ছোট্ট গ্রাম, একদিন ছুটি কাটানোর সেরা ঠিকানা, কোথায় জানুন

মূলত তীব্র গরমে এরূপ সমস্যা হচ্ছে বলে মত চিকিৎসকের। এ বিষয়ে লতবাড়ি গ্রামীন হাসপাতালের মেডিকেল অফিসার অর্নব কোলে বলেন,’সম্প্রতি কিছুদিন ধরে স্কুল পড়ুয়া গরমে অসুস্থ হয়ে পড়ছে। এদিন অন্যদিনের তুলনায় পড়ুয়াদের সংখ্যা বেশি। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এমনটা হচ্ছে।’ অপরদিকে, এই সময় স্কুলে গরমের ছুটির দাবি জানাচ্ছেন পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Annanya Dey