বাবরকে বীরুর টিপস

Sehwag advice to Babar Azam: বাবরের কেরিয়ার ‘বাঁচাতে’ সেওয়াগের টিপস! কী বললেন ভারতীয় তারকা

নয়াদিল্লি: প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেওয়াগ এবার পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন৷ এটাই যে ফর্মে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে মন দেওয়া উচিত পাক তারকা ব্যাটসম্যানের৷

ইদানীং সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের৷ ৩০ বছর বয়সী বাবর,  গত বছর পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব ছাড়েন৷ ১৩ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান তিন ম্যাচ সিরিজে টেস্ট দল থেকেও বাদ পড়েন। বাবরকে ছাড়াই এরপর ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

আরও পড়ুন : দ্বিতীয় টেস্টে ভারতীয় দল থেকে বাদ ৪ তারকা! মহা চমক দেবে টিম ইন্ডিয়া! কারা আসবে দলে?

কামরান গুলামের সেঞ্চুরির সুবাদে পাকিস্তান গত সপ্তাহে ঘরোয়া সমর্থকদের সামনে টেস্ট জয়ের জন্য তিন বছরের দীর্ঘ অপেক্ষার অবসানের ঘটায়৷ বাবরের টেস্ট দলে ফিরে আসার সম্ভাবনায় এটা বড় আঘাত। সব মিলিয়ে প্রাক্তন পাক অধিনায়কের জাতীয় দলের ব্যাপারটাই এখন অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে৷

এই মুহূর্তে বাবরের তাহলে কী করা উচিত? এই প্রসঙ্গে মুখ খুলেছেন সেওয়াগ৷ তিনি জানিয়েছেন, বাবরের বাউন্স ব্যাক করার ক্ষমতার রয়েছে, তবে তাঁকে আগে মানসিক দিক থেকে সঠিক জায়গায় পৌঁছতে হবে৷ আর তাহলেই সেটা সম্ভব৷

আরও পড়ুন : রাসেলের দিন শেষ! আগামী ১০ বছরের জন্য ফিনিশার পেয়ে গেল কেকেআর! করছেন একের পর এক ধামাকা

শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে কথা বলার সময়, সেওয়াগ জানিয়েছেন,  তিনি চান বাবর তার ফিটনেসের জন্য কঠোর পরিশ্রম করার পাশাপাশি বেসিকগুলিতে ফোকাস করুন এবং ঘরোয়া ক্রিকেটে ফিরে আসুন। তাঁর কথায়, “বাবর আজমের এখন ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তার ফিটনেস নিয়ে কাজ করা উচিত৷ তাঁর উচিত পরিবারের সাথে কিছু সময় কাটানো, তারপরে শারীরিক ও মানসিক দিক থেকে একদম ফিট হয়ে ফের লড়াই শুরু করা৷ এটা করলেই ও জাতীয় দলে ফিরতে পারবে।”

সেওয়াগ আরও জানিয়েছেন, “বাবরের কাছ থেকে প্রত্যাশা কমে যাওয়া এবং অধিনায়কত্ব থেকে পদত্যাগের কারণে মনে হচ্ছে ও মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে মানসিক দিক থেকে আগে শক্ত হতে হবে। বাবর একজন প্রতিভাবান ক্রিকেটার, এবং তাঁর মতো খেলোয়াড়রা দ্রুত ফিরে আসার ক্ষমতা রাখে৷”

বাবর, যিনি তার শেষ ১৮ টেস্ট ইনিংসে পাকিস্তানের হয়ে পঞ্চাশের বেশি রান করতে পারেননি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজের জন্য তাঁকে বাছাই করা হতে পারে বলে আশা করা হচ্ছে। মেলবোর্নে ৪ নভেম্বর থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান৷