ভোটের প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের সঙ্গে গান গাইছেন কল্যান বন্দ্যোপাধ্যায়

Lok Sabha Election 2024: ভোট প্রচারে বেরিয়ে গান গাইলেন কল্যান বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও 

হুগলি: হুগলি শ্রীরামপুরের বিদায়ী সংসদ ও তৃনমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর রনংদেহি রূপ বার বার উঠে এসেছে খবরের শিরোনামে। তবে সেই সবের থেকে একদম অন্যরকম রূপে দেখা গেলো আজ কল্যাণকে। বৈদ্যবাটিতে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের সঙ্গে কল্যাণ উই শ্যাল ওভারকাম গাইলেন। বিজেপি প্রার্থী শুনে বললেন, গান না করে একটু কাজ করুন।

আজ বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে অন্য মুডে ধরা দিলেন শ্রীরামপুর লোকসভা তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রচারের ফাঁকে দলীয় কাউন্সিল ও কর্মিদের নিয়ে বসে গানের আড্ডায় মাতলেন কল্যাণ।কখনো গাইলেন উই শ্যাল ওভারকাম আবার কখনো রবীন্দ্র সংগীত ‘প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, মোরে আরো আরো দাও প্রাণ।’ গতকাল পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তীতেও ভোট প্রচারে বেরিয়ে রবীন্দ্রনাথের গান গেয়েছিলেন কল্যাণ।

প্রতিদ্বন্দ্বী গান করছেন একথা শুনে বিজেপি প্রার্থী কবীর শংকর বোস বলেন, ওঁকে বলব, একটু কাজ করুন মানুষের জন্য। আগেও গান করেছেন নাচ করেছেন। শ্রমিক মহল্লার কি অবস্থা? উনি কি ওভারকাম করবেন? আর ওটা তো বামপন্থীদের গান। ওরা এক হয়ে লড়ছে। বামকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া।

রাহী হালদার