রাম মন্দিরে পুজো দিচ্ছেন শতাব্দী রায়

Birbhum News: সিউড়িতে রাম নবমী পালন শতাব্দী রায়ের, রামপুরহাটে রাম নাম নিয়ে পথে দেবাশীষ ধর

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। আর ভোট মরশুমে রাম নবমীর অনুষ্ঠান। সেই উপলক্ষে এইদিন সিউড়ি চৈতালী মোড়ে রাম নবমীর মিছিলে পায়ে পা মেলালেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। সঙ্গে ছিলেন জেলা কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী। এ দিন সিউড়ি দলীয় কার্যালয়ে থেকে একটি মিছিল করে চৈতালী মোড়ের কাছে হনুমান মন্দিরে আসেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

সেখানে তিনি প্রণাম করেন৷ তারপরেই সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহর পরিক্রমা করেন। রাম নিয়ে রাজনীতি গত কয়েক বছর ধরেই চলছে। তবে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর সেই রাজনীতি নিয়ে প্রকাশ্যে চর্চা শুরু হয়৷ এ বার ভোট মরশুমে সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ কোনও রাজনৈতিক দল। তাই রাম নবমীর সকালেই হনুমান মন্দিরে প্রণাম করে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন শতাব্দী রায়।

পাশাপাশি ছিলেন তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী। তবে কেবল তৃণমূলের পক্ষ থেকে নয়। সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা গ্রামে আয়োজিত রামনবমীর অনুষ্ঠানে একাধিক বিজেপি নেতার অংশ নেওয়ার কথা রয়েছে।

অন্য দিকে,  বীরভূমের রামপুরহাটের রাম নবমীর মিছিলে যোগদান করেন বীরভূম জেলার বিজেপির লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশীষ ধর। তার সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সৌভিক রায়