পিকে-র নিশানায় বিজেপি

Prashant Kishor: বিজেপিকে ‘হারানোর অস্ত্র’ হাতে এসে গেছে! বিস্ফোরক প্রশান্ত কিশোর! যা বললেন, তোলপাড় দেশ

লোকসভা ভোট মিটতেই এবার পুরোদস্তুর বিহার রাজনীতি নিয়ে পড়ে গেলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। আর বিহারের আগামী বিধানসভা নির্বাচনের আগে তাঁর নিশানায় যেমন আরজেডি, কংগ্রেস, জেডিইউ, একই ভাবে বিজেপিকেও নিশানা করছেন তিনি। নির্বাচনী কৌশলী ও জন সুরজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর হিসেব দিয়ে দেখিয়েছেন বিজেপির মোকাবিলা করার 'অস্ত্র' আছে তাঁর হাতে।
লোকসভা ভোট মিটতেই এবার পুরোদস্তুর বিহার রাজনীতি নিয়ে পড়ে গেলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। আর বিহারের আগামী বিধানসভা নির্বাচনের আগে তাঁর নিশানায় যেমন আরজেডি, কংগ্রেস, জেডিইউ, একই ভাবে বিজেপিকেও নিশানা করছেন তিনি। নির্বাচনী কৌশলী ও জন সুরজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর হিসেব দিয়ে দেখিয়েছেন বিজেপির মোকাবিলা করার ‘অস্ত্র’ আছে তাঁর হাতে।
বিহার বিধানসভা নির্বাচনের আগে তিনি শুধু নিজের পরিকল্পনাই তৈরি করেননি, জয়ের ফর্মুলাও দিয়েছেন। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে এই বছরের ২ অক্টোবর জন সুরাজ পার্টি গঠন করতে চলেছেন পিকে। বিহারের ২৪৩টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিও নিচ্ছেন। প্রশান্ত কিশোর তার দলের সংগঠনের জন্য একটি কমিটিও গঠন করেছেন।
বিহার বিধানসভা নির্বাচনের আগে তিনি শুধু নিজের পরিকল্পনাই তৈরি করেননি, জয়ের ফর্মুলাও দিয়েছেন। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে এই বছরের ২ অক্টোবর জন সুরাজ পার্টি গঠন করতে চলেছেন পিকে। বিহারের ২৪৩টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিও নিচ্ছেন। প্রশান্ত কিশোর তার দলের সংগঠনের জন্য একটি কমিটিও গঠন করেছেন।
বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ''দেশে ৭০ শতাংশ হিন্দু আছে। বিজেপি সেই ভোটের যা পেয়েছে, তাতে অর্ধেকেরও বেশি হিন্দু বিজেপিকে মেনে নেয়নি। আম্বেদকরবাদী, কমিউনিস্ট এবং পুরানো সমাজতান্ত্রিক হিন্দুরাও বিজেপির বিরুদ্ধে।''
বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ”দেশে ৭০ শতাংশ হিন্দু আছে। বিজেপি সেই ভোটের যা পেয়েছে, তাতে অর্ধেকেরও বেশি হিন্দু বিজেপিকে মেনে নেয়নি। আম্বেদকরবাদী, কমিউনিস্ট এবং পুরানো সমাজতান্ত্রিক হিন্দুরাও বিজেপির বিরুদ্ধে।”
জন সুরজের প্রতিষ্ঠাতা বলেন, ''এই চার ধরনের হিন্দু মানুষের কাছে পৌঁছতে পারলে আপনার হাতে থাকবে ৭০ শতাংশ ভোট, বিজেপির হবে ৩০ শতাংশ, এটাই অস্ত্র আমাদের।''
জন সুরজের প্রতিষ্ঠাতা বলেন, ”এই চার ধরনের হিন্দু মানুষের কাছে পৌঁছতে পারলে আপনার হাতে থাকবে ৭০ শতাংশ ভোট, বিজেপির হবে ৩০ শতাংশ, এটাই অস্ত্র আমাদের।”
প্রশান্ত কিশোর বলেন, এটাই নির্বাচনী লড়াইয়ের অস্ত্র, যা তিনি বিহারে প্রথম শুরু করতে চাইছেন। প্রসঙ্গত, তৃতীয় এনডিএ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নীতীশ কুমার৷ নীতীশের দল জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর টিডিপি-র সমর্থনেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নরেন্দ্র মোদি সরকার৷
প্রশান্ত কিশোর বলেন, এটাই নির্বাচনী লড়াইয়ের অস্ত্র, যা তিনি বিহারে প্রথম শুরু করতে চাইছেন। প্রসঙ্গত, তৃতীয় এনডিএ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নীতীশ কুমার৷ নীতীশের দল জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর টিডিপি-র সমর্থনেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নরেন্দ্র মোদি সরকার৷
প্রথম ভাবা হয়েছিল, সুযোগ পেয়ে নীতীশ হয়তো চাপে ফেলবেন বিজেপিকে৷ স্পিকারের মতো পদের দাবিও জানাতে পারে জেডিইউ৷ একান্ত তা না হলে রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানাবে নীতীশের দল৷ শেষ পর্যন্ত অবশ্য সে পথে হাঁটেননি নীতীশ৷
প্রথম ভাবা হয়েছিল, সুযোগ পেয়ে নীতীশ হয়তো চাপে ফেলবেন বিজেপিকে৷ স্পিকারের মতো পদের দাবিও জানাতে পারে জেডিইউ৷ একান্ত তা না হলে রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানাবে নীতীশের দল৷ শেষ পর্যন্ত অবশ্য সে পথে হাঁটেননি নীতীশ৷
বরং রাজনৈতিক বিশেষজ্ঞদের অবাক করে দিয়েই মোদি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে জেডিইউ-এর মাত্র দু জন সাংসদের৷ তাও আবার সেরকম উল্লেখযোগ্য কোনও মন্ত্রক পাননি তাঁরা৷ তা নিয়েও নীতীশকে তীব্র আক্রমণ করেছেন প্রশান্ত কিশোর।
বরং রাজনৈতিক বিশেষজ্ঞদের অবাক করে দিয়েই মোদি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে জেডিইউ-এর মাত্র দু জন সাংসদের৷ তাও আবার সেরকম উল্লেখযোগ্য কোনও মন্ত্রক পাননি তাঁরা৷ তা নিয়েও নীতীশকে তীব্র আক্রমণ করেছেন প্রশান্ত কিশোর।