এসির ও পাখা

AC-Fan: এসির সঙ্গে পাখা চালালে ঠিক কী হয়? বিল বাড়ে নাকি কমে? নিয়ম জানলেই বাঁচবে পকেট

*কেউ কেউ মনে করেন এসির সঙ্গে ফ্যান চালালে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। আবার কারও মতে, এসি-ফ্যান একসঙ্গে চালালে ঘর ঠান্ডা হতে দীর্ঘ সময় লাগে। ফ্যান উপর থেকে গরম বাতাসকে টেনে নামায়, যার ফলে ঘর দ্রুত ঠান্ডা হয় না।
*কেউ কেউ মনে করেন এসির সঙ্গে ফ্যান চালালে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। আবার কারও মতে, এসি-ফ্যান একসঙ্গে চালালে ঘর ঠান্ডা হতে দীর্ঘ সময় লাগে। ফ্যান উপর থেকে গরম বাতাসকে টেনে নামায়, যার ফলে ঘর দ্রুত ঠান্ডা হয় না।
*অপরদিকে, কারও চিন্তাভাবনা থাকে এসি-ফ্যান একসঙ্গে চালালে ঘরের ঠান্ডা বাতাস বেরিয়ে যায়। সত্যিই কি তাই! এই ধারণা কী ঠিক? এসির সঙ্গে ফ্যান চালানোর সুবিধা অসুবিধা গুলি জেনে নিন...
*অপরদিকে, কারও চিন্তাভাবনা থাকে এসি-ফ্যান একসঙ্গে চালালে ঘরের ঠান্ডা বাতাস বেরিয়ে যায়। সত্যিই কি তাই! এই ধারণা কী ঠিক? এসির সঙ্গে ফ্যান চালানোর সুবিধা অসুবিধা গুলি জেনে নিন…
*এসির সঙ্গে ফ্যান চালানো নিয়ে মানুষের যে চিন্তা মাথায় আসে তা প্রায় পুরোটাই ভ্রান্ত। এরকম কোনও কিছুই হয় না, বলছেন বিশেষজ্ঞরা। বরং এসির সঙ্গে ফ্যান চালালে বাতাসের প্রবাহ বৃদ্ধি হয়। ফলে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং ঘরের সর্বত্র এসি ঠান্ডা হওয়া ছড়িয়ে পড়ে।
*এসির সঙ্গে ফ্যান চালানো নিয়ে মানুষের যে চিন্তা মাথায় আসে তা প্রায় পুরোটাই ভ্রান্ত। এরকম কোনও কিছুই হয় না, বলছেন বিশেষজ্ঞরা। বরং এসির সঙ্গে ফ্যান চালালে বাতাসের প্রবাহ বৃদ্ধি হয়। ফলে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং ঘরের সর্বত্র এসি ঠান্ডা হওয়া ছড়িয়ে পড়ে।
*এসি-ফ্যান একসঙ্গে চালালে এসি-কে খুব একটা কাজ করতে হয় না। ফলে কম্প্রেসারে চাপ অনেকটাই কম পড়ে। ঘরের চারিদিকেই ফ্যানের হাওয়াই এসির শীতল বাতাস পৌঁছে দেয়।
*এসি-ফ্যান একসঙ্গে চালালে এসি-কে খুব একটা কাজ করতে হয় না। ফলে কম্প্রেসারে চাপ অনেকটাই কম পড়ে। ঘরের চারিদিকেই ফ্যানের হাওয়াই এসির শীতল বাতাস পৌঁছে দেয়।
*তবে এ ক্ষেত্রে এসির তাপমাত্রাও অতিরিক্ত না কমিয়ে মাঝামাঝি রাখতে পারেন। তার পাশাপাশি হালকা করে ফ্যান চালালেই চলবে। তবে, অবশ্যই ঘরের জানালা দরজা বন্ধ রাখতে হবে। তা না হলে এসি বা ফ্যানের হাওয়া কোনওটাই কার্যকরী হবে না।
*তবে এ ক্ষেত্রে এসির তাপমাত্রাও অতিরিক্ত না কমিয়ে মাঝামাঝি রাখতে পারেন। তার পাশাপাশি হালকা করে ফ্যান চালালেই চলবে। তবে, অবশ্যই ঘরের জানালা দরজা বন্ধ রাখতে হবে। তা না হলে এসি বা ফ্যানের হাওয়া কোনওটাই কার্যকরী হবে না।
*শুধু ঘর ঠান্ডা নয়, এসি-ফ্যান একসঙ্গে চালালে বিদ্যুৎ খরচও অনেকটাই সাশ্রদায়ক হবে। যেখানে শুধুমাত্র ৬ ঘণ্টা এসি চালালে বিদ্যুৎ খরচ হয় ধরুন প্রায় ১৪ ইউনিট। সেখানে এসির সঙ্গে ফ্যান চালানো হলে ৬ ঘণ্টায় বিদ্যুৎ খরচ হবে প্রায় ৭ ইউনিট। তাই পকেট বাঁচাতে একসঙ্গে এসি ফ্যান চালাতেই পারেন।
*শুধু ঘর ঠান্ডা নয়, এসি-ফ্যান একসঙ্গে চালালে বিদ্যুৎ খরচও অনেকটাই সাশ্রদায়ক হবে। যেখানে শুধুমাত্র ৬ ঘণ্টা এসি চালালে বিদ্যুৎ খরচ হয় ধরুন প্রায় ১৪ ইউনিট। সেখানে এসির সঙ্গে ফ্যান চালানো হলে ৬ ঘণ্টায় বিদ্যুৎ খরচ হবে প্রায় ৭ ইউনিট। তাই পকেট বাঁচাতে একসঙ্গে এসি ফ্যান চালাতেই পারেন।