ডুয়ার্সে রোদ ঝলমলে পরিস্কার আকাশ। গত ২৪ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিলো ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে মেঘলা আকাশ। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।

Sikkim-kalimpong Tourism: সিকিম বা কালিম্পং যাওয়ার প্ল্যান? এখন-ই জেনে নিন এই বড় বদল, নইলে পড়তে হবে চরম বিপদে

শিলিগুড়ি: সিকিম যাওয়ার প্ল্যান ছিল? আপাতত সেই প্ল্যান স্থগিত রাখাই শ্রেয়। কারণ, বিপর্যয়ের মুখে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক। ধসের কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ সোমবার থেকে বন্ধ হয়ে গেল বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়ক। ধসের কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে প্রশাসন। ধসের জেরে ১০ নং জাতীয় সড়কের একাধিক জায়গা ক্ষতিগ্রস্থ। কাজও শুরু করেছে পূর্ত দফতর।

কোন-ওরকম ঝুঁকি এড়াতে রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কালিম্পং প্রশাসন। প্রশাসনের তরফে রাস্তা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। পরবর্তী নির্দেশিকা জারি করা না পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় সড়ক। এখন বিকল্প রাস্তা হিসাবে সেবকের করোনেশন সেতু হয়ে ওদলাবাড়ি, ডামডিম, গরুবাথান, লাভা, লোলেগাঁও হয়ে কালিম্পং যাতায়াত করছে যানবাহন। সিকিম যাওয়ার জন্যও ওই রাস্তার উপর নির্ভর করতে হচ্ছে।

জানা যায়, ১০ নম্বর জাতীয় সড়ক তিস্তা নদীর পার ধরে গিয়েছে এবং ওই অংশটি ক্রমশ বসে যাচ্ছে, পাশাপাশি ধস নেমেছে রাস্তার একাধিক জায়গায়। বেশ কয়েক জায়গায় ধস নেমেছে। পাশাপাশি বৃষ্টির জলে ফুঁসছে তিস্তা। ধসের কারণে কালিম্পং জেলার বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

শনিবার রাতেও টানা বৃষ্টি হয়েছে পাহাড়ে। অতিবর্ষণে ১০ নম্বর জাতীয় সড়কের গেইলখোলার কাছে সেলফিধরায় ধস নেমেছে। নতুন করে কালিঝোরা এবং হনুমান ঝোরায় ধস নেমে পুরো রাস্তাটাই বসে গিয়েছে।