গান গাইছেন অরিজিৎ 

Siliguri News: বাঙালির নস্টালজিয়া যেন ফিরে এল! পুজোর গান বাঁধলেন শিলিগুড়ির অরিজিৎ 

শিলিগুড়ি: পুজো মানেই গান। তার সঙ্গে হইহুল্লোড়, নানা আনন্দ আয়োজন। আর পুজোর বিশেষ গান মানেই মণ্ডপে মণ্ডপে শোনা যাবে সেই গান। এক সময় পুজোতে নতুন কথায়, নতুন সুরে ক্যাসেট বেরোত শিল্পীদের। ক্যাসেটের যুগ শেষ। তার পরে সিডি বেরোনো শুরু হওয়ার পরে, তাও হারিয়ে গেল সময়ের গর্ভে। পুজোর গান নিয়ে হাজির হয়েছেন শিলিগুড়ির সঙ্গীতশিল্পীরা। শিলিগুড়ির অরিজিৎ পাল এবং শ্রেয়া দত্তর গলায় ‘ভুল করে ছুঁয়ে দিলে’ পুজোর গানের পোস্টার প্রকাশ্যে এল। গানটি আগামী ৪ অক্টোবর রিদমিক স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে। এছাড়াও সমস্ত মিউজিক প্ল্যাটফর্মে গানটি শুনতে পাবেন সকলে।

বলাই বাহুল্য, পুজোর আনন্দের সঙ্গে খাপ খাইয়ে গান বানিয়েছেন তাঁরা। মিউজিক ভিডিওয় দেখা যাবে বিশাল নাথ, শালিনী মিত্র-সহ শিলিগুড়ির অনেক শিল্পীদের। গানের সুর বেঁধেছেন অরিজিৎ। মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন কামনাশিস ঘোষ। অরিজিৎ বলেন, “পুজোর গান মানেই কিশোর কুমার, কুমার শানু শুনে আসছি। কিন্তু কোথাও গিয়ে যা আর সেই জিনিস নেই। বিশেষত বাংলা গানে। আমি সব সময় চেয়েছি গানের জন্য কিছু করতে। তাই নতুন উপহার আমার এই গান।” শিলিগুড়ির কলাকুশলীরা এই গানে কাজ করেছেন। শহরবাসীকে পুজোর উপহার দিতে তার এই উদ্যোগ।

অরিজিতের সঙ্গে গান গেয়েছেন শ্রেয়া দত্ত। তিনি বলেন , “পুজোর গানে আমরা আবদ্ধ সকলেই। এবারের গানেও আমরা আবার সবাই একসঙ্গে আনন্দ করব। আমাদের এই গান আশা করি সবার পছন্দ হবে। সকলে আমাদের গান শোনার অনুরোধ জানাচ্ছি।”  নস্টালজিয়ায় বুঁদ হয়ে থাকা বাঙালির কাছে পুজোর গান মানেই অন্যরকম একটি আনন্দ। অরিজিৎ আর শ্রেয়ার এই গান সেই আনন্দ দ্বিগুণ করবে বলে আশাবাদী সকলে।

অনির্বাণ রায়