বিধান মার্কেটের গনেশ পুজো

Ganesh Chaturthi 2024: মহারাষ্ট্রের রত্নাগিরি গণেশ মন্দিরের আদলে পুজো মণ্ডপ, সঙ্গে স্বাস্থ্যপরীক্ষাও

শিলিগুড়ি: মহারাষ্ট্রের রত্নাগিরির গণপতি মন্দিরের আদলে শিলিগুড়িতে গণেশ পুজো মণ্ডপ। ধুমধাম করে শিলিগুড়িতে গণেশ পুজোর সূচনা হয় এদিন। প্রতিবছরই শহরের বিভিন্ন ক্লাব, সংগঠন গণেশ পুজো করে থাকে।

শিলিগুড়ির বিধান মার্কেটে শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির এবছর ১৮তম বর্ষপূর্তি। শিলিগুড়ি বিগ বাজেটের গণেশ পুজোগুলোর মধ্যে এই পুজো অন্যতম। রত্নাগিরির গণপতি মন্দিরের আদলে গণেশ পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে। এমনকি প্রতিমাও থিমের আদলে রাখা হয়েছে। গণেশ পুজো চার দিন ধরে অনুষ্ঠিত হবে।

গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বাপি বলেন, ”শিলিগুড়ি অন্যতম পুরনো গণেশ পুজোগুলির মধ্যে এটি অন্যতম। আমরা দীর্ঘদিন ধরেই এই পুজো ক্লাবের সদস্যদের মধ্যেই চাঁদা সংগ্রহ করে করি। এবছর গণেশ পুজোর বিশেষ আকর্ষণ রত্নাগিরির গণপতি মন্দির ৷ আমরা ওই মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা করেছি৷ নিজেরা উদ্যোগ নিয়ে করি পুজোটা৷ এখানে বাজেটের কোনও ব্যাপার নেই৷ প্রতি বছরই যতটা ভাল করা যায়, সেই চেষ্টাই করি৷ সকলের সহযোগিতার মাধ্যমেই আমাদেরই পুজো হয়৷”

গণেশ পুজোর পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা সহ দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, সব পুজোর আগে গণেশ পুজো করতে হয়। গণেশের আরাধনার পরই একে একে আসেন বিশ্বকর্মা, মা দুর্গা , লক্ষ্মী, কালী থেকে মা সরস্বতী। শুধু তাই নয়, বাড়িতে বা কর্মস্থলে কোনও শুভ কাজে গণেশকেই সবার আগে স্মরণ করে পুজো করা হয়। দীর্ঘদিন ধরেই এই ধারা চলে আসছে।

অনির্বাণ রায়